নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির সরকার পতনের এক দফার বিপরতীতে আওয়ামী লীগেরও এক দফা ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমাদেরও দফা একটা—শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়, তাঁর নেতৃত্বে নির্বাচন। সেখানে জনগণ যাকে ইচ্ছে ভোট দেবে।’
আজ বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় কাছে ভেসে যাবে। তারা পদ্মা সেতু চায়নি। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল চায়নি। রূপপুর প্রকল্প তাদের পছন্দ নয়। যাদের উন্নয়ন পছন্দ নয় তাদের শেখ হাসিনাকে পছন্দ নয়। শেখ হাসিনার অপরাধ দেশের উন্নয়ন করা।’
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা উল্লেখ করে কাদের বলেন, ‘বিএনপি স্বপ্ন দেখছে শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। ওই স্বপ্ন নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে। তাদের এক দফার স্বপ্ন বর্ষার পানিতে আটকে গেছে।’
তিনি বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও এক দফা—সংবিধানসম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। কাউকে বাধা দেব না।’
বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, ‘আপনারা চান অবাধ, সুষ্ঠু নির্বাচন। আমাদেরও লক্ষ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না।’
এ সময় বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে সংলাপ নয়।’
বিএনপির সরকার পতনের এক দফার বিপরতীতে আওয়ামী লীগেরও এক দফা ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমাদেরও দফা একটা—শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়, তাঁর নেতৃত্বে নির্বাচন। সেখানে জনগণ যাকে ইচ্ছে ভোট দেবে।’
আজ বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় কাছে ভেসে যাবে। তারা পদ্মা সেতু চায়নি। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল চায়নি। রূপপুর প্রকল্প তাদের পছন্দ নয়। যাদের উন্নয়ন পছন্দ নয় তাদের শেখ হাসিনাকে পছন্দ নয়। শেখ হাসিনার অপরাধ দেশের উন্নয়ন করা।’
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা উল্লেখ করে কাদের বলেন, ‘বিএনপি স্বপ্ন দেখছে শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। ওই স্বপ্ন নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে। তাদের এক দফার স্বপ্ন বর্ষার পানিতে আটকে গেছে।’
তিনি বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও এক দফা—সংবিধানসম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। কাউকে বাধা দেব না।’
বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, ‘আপনারা চান অবাধ, সুষ্ঠু নির্বাচন। আমাদেরও লক্ষ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না।’
এ সময় বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে সংলাপ নয়।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৩ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৫ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে