Ajker Patrika

বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান দুদুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিশেষ কোনো সুবিধা, স্বার্থ বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে দেশের পরিণতি-পরিস্থিতি খারাপ হতে পারে।

আজ শনিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রমজানে নিত্যপণ্যের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

দুদু বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশে এক অস্বাভাবিক অবস্থা ছিল। নিত্যপণ্য ক্রয়ক্ষমতার বাইরে ছিল, সবকিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল, সেটা পাচ্ছে না। আগেও যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করত, এখনো সেই সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। কোনো পরিবর্তন হয়নি। তাহলে এ দেশের জন্য, দেশের মানুষজনের জন্য কী পরিবর্তন হলো?’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের কথা বলেছি। স্থানীয় নির্বাচনের জন্য ১৭ বছর ধরে আন্দোলন হয়নি? ইলিয়াস আলী গুম হয়নি? বিএনপির নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা হয়নি? এটা বুঝতে হবে এই সরকারকে। যদি বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে দেশের পরিণতি-পরিস্থিতি খারাপ হতে পারে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করব। বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য।’

সাবেক এই সংসদ সদস্য বলেন, সীমান্তে প্রতিদিনই মানুষ হত্যা করা হচ্ছে। নির্বিচারে বাংলাদেশের জনগণের ওপর হামলা করা হচ্ছে। এ বিষয়ে বর্তমান সরকারের কোনো উদ্যোগ নেই। সরকারের এ বিষয়টি ভালোভাবে দেখা উচিত।

এ সময় তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া বাংলাদেশ রক্ষা করা কঠিন হবে।

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এতে সভাপতিত্ব করেন। নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত