নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা পেয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু এবং লক্ষ্মীপুর-৩ আসনের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
আজ রোববার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থিতা নির্ধারণ করা হয়। বৈঠক শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, সংসদীয় মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দুইটি উপনির্বাচনের প্রার্থিতার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসন। স্বাধীনতার পরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এ আসনটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছিল। ২০০১ সালে আসনটিতে চারদলীয় ঐক্যজোটের প্রার্থী মুফতি ফজলুল হক আমিনীর কাছে পরাজিত হন নৌকার প্রার্থী। এরপর গত তিনটি নির্বাচনে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। সর্বশেষ চলতি বছরে অনুষ্ঠিত উপনির্বাচনেও প্রার্থী না দিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূঞাকে সমর্থন দেয় ক্ষমতাসীনেরা। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে প্রার্থী দিল আওয়ামী লীগ।
২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন। দলীয় নির্দেশনায় পদত্যাগ করলেও পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। তাঁর নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। একই দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন শাহজাহান কামাল। এরপর দীর্ঘদিন আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়। ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে নৌকার প্রার্থী শাহজাহান কামাল বিজয়ী হন। পরে তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পালনও করেন।
গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কমিটির সদস্য ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশিদুল আলম, রমেশ চন্দ্র সেন ও আবুল হাসনাত আবদুল্লাহ।
সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির লক্ষ্যই হচ্ছে শেখ হাসিনা ছাড়া নির্বাচন। তাদের লক্ষ্যই হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। তাদের একদফার মূল কথাই হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এটা আবার অন্যভাবে ব্যাখ্যা করা তাদের মিথ্যাচারের অংশ বলে মনে করি।’
আওয়ামী লীগ সংবিধান ছাড়া কারও দাবি মেনে নেবে না বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। তিনি থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, তখন নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা।
বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে পশ্চিমা দেশগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে, এমন অবস্থায় আপনারা কী করবেন এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশেই হোক, বিদেশ থেকে হোক আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। নির্বাচন কীভাবে হবে সেই বিধান আমাদের সংবিধানে রয়েছে। কাজেই আমরা যাই করি সংবিধানসম্মতভাবেই করব। এর বাইরে দেশ থেকে, বিদেশ থেকে কে কোন চাপ দিল, নিষেধ করল এসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা পেয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু এবং লক্ষ্মীপুর-৩ আসনের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
আজ রোববার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থিতা নির্ধারণ করা হয়। বৈঠক শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, সংসদীয় মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দুইটি উপনির্বাচনের প্রার্থিতার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসন। স্বাধীনতার পরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এ আসনটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছিল। ২০০১ সালে আসনটিতে চারদলীয় ঐক্যজোটের প্রার্থী মুফতি ফজলুল হক আমিনীর কাছে পরাজিত হন নৌকার প্রার্থী। এরপর গত তিনটি নির্বাচনে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। সর্বশেষ চলতি বছরে অনুষ্ঠিত উপনির্বাচনেও প্রার্থী না দিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূঞাকে সমর্থন দেয় ক্ষমতাসীনেরা। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে প্রার্থী দিল আওয়ামী লীগ।
২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন। দলীয় নির্দেশনায় পদত্যাগ করলেও পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। তাঁর নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। একই দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন শাহজাহান কামাল। এরপর দীর্ঘদিন আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়। ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে নৌকার প্রার্থী শাহজাহান কামাল বিজয়ী হন। পরে তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পালনও করেন।
গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কমিটির সদস্য ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশিদুল আলম, রমেশ চন্দ্র সেন ও আবুল হাসনাত আবদুল্লাহ।
সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির লক্ষ্যই হচ্ছে শেখ হাসিনা ছাড়া নির্বাচন। তাদের লক্ষ্যই হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। তাদের একদফার মূল কথাই হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এটা আবার অন্যভাবে ব্যাখ্যা করা তাদের মিথ্যাচারের অংশ বলে মনে করি।’
আওয়ামী লীগ সংবিধান ছাড়া কারও দাবি মেনে নেবে না বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। তিনি থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, তখন নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা।
বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে পশ্চিমা দেশগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে, এমন অবস্থায় আপনারা কী করবেন এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশেই হোক, বিদেশ থেকে হোক আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। নির্বাচন কীভাবে হবে সেই বিধান আমাদের সংবিধানে রয়েছে। কাজেই আমরা যাই করি সংবিধানসম্মতভাবেই করব। এর বাইরে দেশ থেকে, বিদেশ থেকে কে কোন চাপ দিল, নিষেধ করল এসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’
ড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১৯ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১ দিন আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
২ দিন আগে