নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বলছে, মানুষের ক্রয়ক্ষমতা কয়েক গুণ বেড়েছে। আসলে এই সরকার তথ্যসন্ত্রাস করছে। এই সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া। কয়েক দিন ধরে টিসিবির গাড়ির পেছনে মানুষের লাইন দীর্ঘ হচ্ছে।’
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজ টিসিবির পণ্যও নিম্ন আয়ের মানুষ পায় না, কিছু দালাল লাইনে দাঁড়িয়ে সেগুলো কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। এই সরকারের চুরি-ডাকাতির কারণে আজ দ্রব্যমূল্য বেড়েছে। ইউক্রেন-যুদ্ধের কারণে নয়, যুদ্ধের আগেই দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও আজ কৃষক ন্যায্য মূল্য পান না। এই সরকার স্বাধীনতাবিরোধী, জনগণবিরোধী, কৃষকবিরোধী। বাংলাদেশের মানুষ কখনো একদলীয় শাসন মেনে নেবে না।’
মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘এত ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে? এত ভয় কেন নিরপেক্ষ সরকারে? জনগণ আজ বুঝে গেছে আপনাদের সবকিছু মিথ্যা-প্রতারণা। আর কোনো কথা নাই, একটাই কথা—সরে যাও, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো, আর না হয় জনগণ ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বলছে, মানুষের ক্রয়ক্ষমতা কয়েক গুণ বেড়েছে। আসলে এই সরকার তথ্যসন্ত্রাস করছে। এই সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া। কয়েক দিন ধরে টিসিবির গাড়ির পেছনে মানুষের লাইন দীর্ঘ হচ্ছে।’
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজ টিসিবির পণ্যও নিম্ন আয়ের মানুষ পায় না, কিছু দালাল লাইনে দাঁড়িয়ে সেগুলো কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। এই সরকারের চুরি-ডাকাতির কারণে আজ দ্রব্যমূল্য বেড়েছে। ইউক্রেন-যুদ্ধের কারণে নয়, যুদ্ধের আগেই দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও আজ কৃষক ন্যায্য মূল্য পান না। এই সরকার স্বাধীনতাবিরোধী, জনগণবিরোধী, কৃষকবিরোধী। বাংলাদেশের মানুষ কখনো একদলীয় শাসন মেনে নেবে না।’
মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘এত ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে? এত ভয় কেন নিরপেক্ষ সরকারে? জনগণ আজ বুঝে গেছে আপনাদের সবকিছু মিথ্যা-প্রতারণা। আর কোনো কথা নাই, একটাই কথা—সরে যাও, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো, আর না হয় জনগণ ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাবে।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৬ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
৮ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে