নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের আঁতাতের অভিযোগকে নাকচ করে দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। জামায়াতের বিরুদ্ধে এমন অভিযোগ বালখিল্য ছাড়া আর কিছু নয় বলেও দাবি করেন তিনি।
আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ভার্চুয়াল কর্মী সম্মেলনে মুজিবুর রহমান বলেন, ‘যে দলের শীর্ষ নেতারা ইসলামি আন্দোলন করার অপরাধে মাথা নত না করে ফাঁসির মঞ্চে শাহাদাত বরণ করেছেন, যেখানে গত ১৫ বছরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৪৬ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, ৫ হাজার নেতা-কর্মীকে পঙ্গু করা হয়েছে, প্রায় ১ লাখ নেতা-কর্মীকে গুরুতরভাবে আহত করা হয়েছে এবং বর্তমান আমির শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে, এমনই এক ভয়াবহ নাজুক পরিস্থিতিতে কেউ কেউ জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কথা বলে বেড়াচ্ছেন। এটা বালখিল্য ছাড়া আর কিছুই নয়।’
জামায়াতে ইসলামী কখনো কারও সঙ্গে আপস কিংবা আঁতাতের রাজনীতি করে না দাবি করে মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর অভিধানে “আঁতাত” আর “আপস” বলে কোনো শব্দ নেই। জামায়াত দীর্ঘ ১০ বছর পর ঢাকায় একটা সমাবেশ করেছে, তাতেই যদি আঁতাত হয়ে যায়, তাহলে যারা প্রতিনিয়ত সমাবেশ করছেন, তাঁরাও কী সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন? আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’
জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মুজিবুর রহমান আরও বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এর অর্থ এই নয় যে আমরা সরকারের পাতানো নির্বাচনে যাচ্ছি। আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে যাব।’
ভার্চুয়াল কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর জোন পরিচালক মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির আজিজুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের আঁতাতের অভিযোগকে নাকচ করে দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। জামায়াতের বিরুদ্ধে এমন অভিযোগ বালখিল্য ছাড়া আর কিছু নয় বলেও দাবি করেন তিনি।
আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ভার্চুয়াল কর্মী সম্মেলনে মুজিবুর রহমান বলেন, ‘যে দলের শীর্ষ নেতারা ইসলামি আন্দোলন করার অপরাধে মাথা নত না করে ফাঁসির মঞ্চে শাহাদাত বরণ করেছেন, যেখানে গত ১৫ বছরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৪৬ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, ৫ হাজার নেতা-কর্মীকে পঙ্গু করা হয়েছে, প্রায় ১ লাখ নেতা-কর্মীকে গুরুতরভাবে আহত করা হয়েছে এবং বর্তমান আমির শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে, এমনই এক ভয়াবহ নাজুক পরিস্থিতিতে কেউ কেউ জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কথা বলে বেড়াচ্ছেন। এটা বালখিল্য ছাড়া আর কিছুই নয়।’
জামায়াতে ইসলামী কখনো কারও সঙ্গে আপস কিংবা আঁতাতের রাজনীতি করে না দাবি করে মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর অভিধানে “আঁতাত” আর “আপস” বলে কোনো শব্দ নেই। জামায়াত দীর্ঘ ১০ বছর পর ঢাকায় একটা সমাবেশ করেছে, তাতেই যদি আঁতাত হয়ে যায়, তাহলে যারা প্রতিনিয়ত সমাবেশ করছেন, তাঁরাও কী সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন? আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’
জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মুজিবুর রহমান আরও বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এর অর্থ এই নয় যে আমরা সরকারের পাতানো নির্বাচনে যাচ্ছি। আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে যাব।’
ভার্চুয়াল কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর জোন পরিচালক মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির আজিজুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১২ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৩ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে