নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক কর্মসূচি অপরিহার্য। আর বিরোধীদের সেই কর্মসূচিগুলোতে বাধা দিয়ে মূলত সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঘোষিত দেশের মহানগরীগুলোতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধাদান ও দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে কথা বলতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না।
মুজিবুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরীর মিছিলে পুলিশ হানা দিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ২৭ ও ২৮ জুলাই রাত ও দিনভর অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে ৫ জন, যশোর থেকে ৭ জন, বাগেরহাট থেকে ১১ জন, নওগাঁ থেকে ৪ জন, খুলনা মহানগরী থেকে ৩ জনসহ জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়।
দেশের জনগণ পুলিশের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আশা করি, আগামী ৩০ জুলাই জেলা সদরে মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশের কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন সহযোগিতা করবে। দেশের জনগণ সরকারের জুলুম-নিপীড়নের বিরুদ্ধে ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে। জনগণ তাদের দাবি আদায়ের জন্য আজ ঐক্যবদ্ধ।’
সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক কর্মসূচি অপরিহার্য। আর বিরোধীদের সেই কর্মসূচিগুলোতে বাধা দিয়ে মূলত সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঘোষিত দেশের মহানগরীগুলোতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধাদান ও দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে কথা বলতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না।
মুজিবুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরীর মিছিলে পুলিশ হানা দিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ২৭ ও ২৮ জুলাই রাত ও দিনভর অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে ৫ জন, যশোর থেকে ৭ জন, বাগেরহাট থেকে ১১ জন, নওগাঁ থেকে ৪ জন, খুলনা মহানগরী থেকে ৩ জনসহ জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়।
দেশের জনগণ পুলিশের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আশা করি, আগামী ৩০ জুলাই জেলা সদরে মিছিল এবং ১ আগস্ট ঢাকা মহানগরীতে সমাবেশের কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন সহযোগিতা করবে। দেশের জনগণ সরকারের জুলুম-নিপীড়নের বিরুদ্ধে ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে। জনগণ তাদের দাবি আদায়ের জন্য আজ ঐক্যবদ্ধ।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৮ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১০ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে