নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। বিবৃতিতে অবিলম্বে সাইফকে জনসমক্ষে হাজির করার দাবি জানান তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, গত সোমবার চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে সাইফকে পাঁচলাইশ থানার পুলিশ তুলে নিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনা আতঙ্কজনক। সাইফকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। এর আগেও তাঁকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। তাতে তিনি চিরতরে পঙ্গু হয়ে যান। আবারও তাঁকে একই কায়দায় আটক এবং তাঁর কোনো সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক।’
সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ দুঃশাসন টিকিয়ে রাখতেই বিরোধী দল ও মতকে দমনে এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার।’
সাইফ পুলিশের কাছেই আছেন এমন দাবি করে অবিলম্বে তাঁর সন্ধান চান মির্জা ফখরুল।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। বিবৃতিতে অবিলম্বে সাইফকে জনসমক্ষে হাজির করার দাবি জানান তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, গত সোমবার চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে সাইফকে পাঁচলাইশ থানার পুলিশ তুলে নিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনা আতঙ্কজনক। সাইফকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। এর আগেও তাঁকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। তাতে তিনি চিরতরে পঙ্গু হয়ে যান। আবারও তাঁকে একই কায়দায় আটক এবং তাঁর কোনো সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক।’
সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ দুঃশাসন টিকিয়ে রাখতেই বিরোধী দল ও মতকে দমনে এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার।’
সাইফ পুলিশের কাছেই আছেন এমন দাবি করে অবিলম্বে তাঁর সন্ধান চান মির্জা ফখরুল।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৩ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৪ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে