অনলাইন ডেস্ক
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় প্রায় ১ দশমিক ৯৫ মিলিয়ন বা ১৯ দশমিক ৫ লাখ বছর আগে হোমিনিনরা বিচরণ করত। রোমানিয়ার ওল্ট নদী উপত্যকায় অবস্থিত গ্রাউনচেনু সাইটে আবিষ্কৃত ফসিলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি ইউরোপে মানবজাতির উপস্থিতি সম্পর্কে পূর্বের ধারণাগুলোকে নতুনভাবে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।
হোমিনিন কারা
হোমিনিন হলো একটি জীব বৈজ্ঞানিক শ্রেণি, যা মানুষের সরাসরি পূর্বপুরুষ এবং তাদের কাছাকাছি সম্পর্কিত প্রজাতিগুলোকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে মানব (হোমো) প্রজাতি, বনমানুষ (শিম্পাঞ্জি), গেরিলা, ওরাংআউটান এবং তাদের পূর্বপুরুষেরা অন্তর্ভুক্ত। সহজভাবে বললে, হোমিনিন এমন একটি প্রজাতি বা প্রজাতির গ্রুপ, যার মধ্যে মানুষের বিবর্তনের সমস্ত পূর্বপুরুষ ও নিকট আত্মীয় রয়েছে।
গ্রাউনচেনু ফসিল সাইটের আবিষ্কৃত তথ্য
নেচার কমিউনিকেশনসে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, রোমানিয়ায় গ্রাউনচেনু সাইটের ৪ হাজার ৫০০টিরও বেশি পশুর হাড় পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় কিছু হাড়ের ওপর এমন চিহ্ন পাওয়া গেছে, যা হোমিনিন দ্বারা পশু মাংস ছাড়ানোর প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। গবেষকেরা ২০টি হাড়ের ওপর সৃষ্ট চিহ্ন বিশ্লেষণ করে সাতটি হাড়ে কাটা চিহ্নের প্রমাণ পেয়েছেন। এসব চিহ্ন পশুর টিবিয়া ও ম্যান্ডিবল অঞ্চলে পাওয়া গেছে, যা হাড় থেকে মাংস সরানোর প্রক্রিয়া নির্দেশ করছে। এই আবিষ্কার প্রমাণ করে যে, প্রাচীন মানুষেরা গ্রীষ্মমণ্ডলীয় ও ঋতুভিত্তিক পরিবেশে বসবাস করতে সক্ষম ছিল, যা আগে ধারণা করা হয়নি।
ডেটিং প্রযুক্তি ও পরিবেশগত তথ্য
গ্রাউনচেনু সাইট থেকে পাওয়া দাঁতের নমুনাগুলোর ওপর একটি বিশেষ পরীক্ষা করা হয়েছে, যার মাধ্যমে খুবই সঠিকভাবে এর বয়স নির্ধারণ করা সম্ভব হয়েছে। এই পরীক্ষায় ‘লেজার অ্যাবলেশন ইউ-পিবি ডেটিং’ নামক পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
এ পদ্ধতির সাহায্যে সাইটের হাড়ের পরিসীমা ২ দশমিক ০১ থেকে ১ দশমিক ৮৭ মিলিয়ন বছর নির্ধারণ করা হয়, যার গড় বয়স ১ দশমিক ৯৫ মিলিয়ন বছর। এই আবিষ্কারটি পূর্বের বায়োক্রোনোলজিক্যাল অনুমানগুলোর সঙ্গে সংগতিপূর্ণ এবং গ্রাউনচেনুকে ইউরোপে সর্বপ্রথম হোমিনিন কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটি ঘোড়ার দাঁতের আইসোটোপ বিশ্লেষণ থেকে জানা গেছে, সেসময় রোমানিয়ার মাঝারি আর্দ্রতা এবং ঋতুভিত্তিক বৃষ্টিসহ মৃদু শীতকাল ছিল, যা হোমিনিনদের বসবাসের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করেছিল।
হোমিনিন অভিবাসন সম্পর্কিত নতুন ধারণা
গ্রাউনচেনু সাইট থেকে প্রাপ্ত প্রমাণ পূর্বের ধারণাগুলোকে চ্যালেঞ্জ করছে। এর আগে ভাবা হতো—জর্জিয়ার ডমানিসি সাইটে প্রথম বসতি স্থাপন করেছিল হোমিনিনরা। তবে এই নতুন আবিষ্কার নির্দেশ করছে যে, প্রাচীন মানবরা অনেক আগে বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়েছিল, যা তাদের পরিবেশগত অভিযোজন ক্ষমতার প্রমাণ দেয়। এখানে উষ্ণ পরিবেশে বাসকারী প্রাণী যেমন: প্যাঙ্গোলিন ও স্ট্রিচ-এর উপস্থিতি, এই অভিবাসনকে সমর্থন করে, যা তাদের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে ইঙ্গিত দেয়।
এটি প্রাচীন মানবসমাজ পরিবেশের সঙ্গে তার অভিযোজন ক্ষমতার মাধ্যমে ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছিল।
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় প্রায় ১ দশমিক ৯৫ মিলিয়ন বা ১৯ দশমিক ৫ লাখ বছর আগে হোমিনিনরা বিচরণ করত। রোমানিয়ার ওল্ট নদী উপত্যকায় অবস্থিত গ্রাউনচেনু সাইটে আবিষ্কৃত ফসিলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি ইউরোপে মানবজাতির উপস্থিতি সম্পর্কে পূর্বের ধারণাগুলোকে নতুনভাবে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।
হোমিনিন কারা
হোমিনিন হলো একটি জীব বৈজ্ঞানিক শ্রেণি, যা মানুষের সরাসরি পূর্বপুরুষ এবং তাদের কাছাকাছি সম্পর্কিত প্রজাতিগুলোকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে মানব (হোমো) প্রজাতি, বনমানুষ (শিম্পাঞ্জি), গেরিলা, ওরাংআউটান এবং তাদের পূর্বপুরুষেরা অন্তর্ভুক্ত। সহজভাবে বললে, হোমিনিন এমন একটি প্রজাতি বা প্রজাতির গ্রুপ, যার মধ্যে মানুষের বিবর্তনের সমস্ত পূর্বপুরুষ ও নিকট আত্মীয় রয়েছে।
গ্রাউনচেনু ফসিল সাইটের আবিষ্কৃত তথ্য
নেচার কমিউনিকেশনসে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুযায়ী, রোমানিয়ায় গ্রাউনচেনু সাইটের ৪ হাজার ৫০০টিরও বেশি পশুর হাড় পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় কিছু হাড়ের ওপর এমন চিহ্ন পাওয়া গেছে, যা হোমিনিন দ্বারা পশু মাংস ছাড়ানোর প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। গবেষকেরা ২০টি হাড়ের ওপর সৃষ্ট চিহ্ন বিশ্লেষণ করে সাতটি হাড়ে কাটা চিহ্নের প্রমাণ পেয়েছেন। এসব চিহ্ন পশুর টিবিয়া ও ম্যান্ডিবল অঞ্চলে পাওয়া গেছে, যা হাড় থেকে মাংস সরানোর প্রক্রিয়া নির্দেশ করছে। এই আবিষ্কার প্রমাণ করে যে, প্রাচীন মানুষেরা গ্রীষ্মমণ্ডলীয় ও ঋতুভিত্তিক পরিবেশে বসবাস করতে সক্ষম ছিল, যা আগে ধারণা করা হয়নি।
ডেটিং প্রযুক্তি ও পরিবেশগত তথ্য
গ্রাউনচেনু সাইট থেকে পাওয়া দাঁতের নমুনাগুলোর ওপর একটি বিশেষ পরীক্ষা করা হয়েছে, যার মাধ্যমে খুবই সঠিকভাবে এর বয়স নির্ধারণ করা সম্ভব হয়েছে। এই পরীক্ষায় ‘লেজার অ্যাবলেশন ইউ-পিবি ডেটিং’ নামক পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
এ পদ্ধতির সাহায্যে সাইটের হাড়ের পরিসীমা ২ দশমিক ০১ থেকে ১ দশমিক ৮৭ মিলিয়ন বছর নির্ধারণ করা হয়, যার গড় বয়স ১ দশমিক ৯৫ মিলিয়ন বছর। এই আবিষ্কারটি পূর্বের বায়োক্রোনোলজিক্যাল অনুমানগুলোর সঙ্গে সংগতিপূর্ণ এবং গ্রাউনচেনুকে ইউরোপে সর্বপ্রথম হোমিনিন কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটি ঘোড়ার দাঁতের আইসোটোপ বিশ্লেষণ থেকে জানা গেছে, সেসময় রোমানিয়ার মাঝারি আর্দ্রতা এবং ঋতুভিত্তিক বৃষ্টিসহ মৃদু শীতকাল ছিল, যা হোমিনিনদের বসবাসের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করেছিল।
হোমিনিন অভিবাসন সম্পর্কিত নতুন ধারণা
গ্রাউনচেনু সাইট থেকে প্রাপ্ত প্রমাণ পূর্বের ধারণাগুলোকে চ্যালেঞ্জ করছে। এর আগে ভাবা হতো—জর্জিয়ার ডমানিসি সাইটে প্রথম বসতি স্থাপন করেছিল হোমিনিনরা। তবে এই নতুন আবিষ্কার নির্দেশ করছে যে, প্রাচীন মানবরা অনেক আগে বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়েছিল, যা তাদের পরিবেশগত অভিযোজন ক্ষমতার প্রমাণ দেয়। এখানে উষ্ণ পরিবেশে বাসকারী প্রাণী যেমন: প্যাঙ্গোলিন ও স্ট্রিচ-এর উপস্থিতি, এই অভিবাসনকে সমর্থন করে, যা তাদের আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে ইঙ্গিত দেয়।
এটি প্রাচীন মানবসমাজ পরিবেশের সঙ্গে তার অভিযোজন ক্ষমতার মাধ্যমে ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছিল।
বিজ্ঞানীরা কৃত্রিম রক্ত উৎপাদনের গবেষণা চালাচ্ছেন, যাতে রক্তের ঘাটতি মোকাবিলা করা এবং নিরাপদ ট্রান্সফিউশন অর্থাৎ রক্ত দান নিশ্চিত করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রতিবছর লাখো মানুষ রক্তের অভাবে মারা যায়। রক্ত শরীরের জন্য অক্সিজেন...
২০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার একটি স্কুলে ২০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীদের মতে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। কুইন্সল্যান্ডের কুইন্সল্যান্ডের গ্রামীণ ব্যানানা শায়ারের একটি স্কুলে প্রায় ২০ বছর ধরে অবহেলিত একটি পাথরের স্ল্যাবের ওপর এই পায়ের ছাপগুলো পড়ে ছিল
১ দিন আগেশনি গ্রহের চারপাশে ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই চমকপ্রদ আবিষ্কারের মাধ্যমে চাঁদের সংখ্যার দিক থেকে সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় অনেকটাই এগিয়ে গেল শনি গ্রহ। তাইওয়ান, কানাডা, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানীরা একত্রে এই আবিষ্কারটি করেন।
২ দিন আগেমৃত্যুর পরও মস্তিষ্ক কিছু সময় সক্রিয় থাকতে পারে। ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, মৃত্যুপথযাত্রী রোগীদের মস্তিষ্কে গামা তরঙ্গ সক্রিয় থাকে। এটি সাধারণত চেতনা ও মানসিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই আবিষ্কার মৃত্যু-পরবর্তী চেতনা ও পরলোক বিষয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
৪ দিন আগে