প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা
রাতের বেলা অনেক সমুদ্র দূরবর্তী নক্ষত্রের মতো জ্বল জ্বল করে। এই মনোমুগ্ধকর দৃশ্য আসলে প্রকৃতির এক বিশেষ ঘটনা। তবে এই আলো সব সময় ও সব জায়গায় দেখা যায় না। এর ব্যাখ্যা জানতে প্রথমে ‘বায়োলুমিনেসেন্স’ শব্দের সঙ্গে পরিচিত হতে হবে।
সমুদ্রের ভাবগতি বুঝতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বায়োলুমিনেসেন্স। শিকারি–শিকারের মিথস্ক্রিয়া বোঝার জন্য এটি নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ করে না, কিন্তু অন্য এক ধরনের আলো দেখা যায়, যার কোনো উত্তাপ নেই। একে বলে বায়োলুমিনেসেন্স। এই ধরনের আলো তৈরি করতে পারে এমন প্রাণীর মধ্যে একটি সাধারণ উদাহরণ হলো জোনাকি পোকা।
জীবন্ত প্রাণীর মধ্যে একটি রাসায়নিক প্রতিক্রিয়া ঘটানোর মাধ্যমে আলো উৎপাদনের প্রক্রিয়াকে বায়োলুমিনেসেন্স বলা হয়। সমুদ্রের ২০০ থেকে ১ হাজার মিটার গভীরে কিছু জীবের দেখা মেলে, যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। এরা হলো বায়োলুমিনেসেন্ট জীব। এর মধ্যে অন্যতম শৈবাল।
বায়োলুমিনেসেন্স কেবল শৈবালের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি অন্যান্য সামুদ্রিক জীবেও দেখা যায়। যেমন: কিছু প্রজাতির ব্যাকটেরিয়া, জেলিফিশ, কেঁচো, ক্রাস্টেসিয়ান, কাঁকড়া প্রজাতির প্রাণী এবং মাছে এই অনন্য বৈশিষ্ট্য দেখা যায়। অনেক ক্ষেত্রে, কিছু সামুদ্রিক প্রাণী ব্যাকটেরিয়া বা অন্যান্য বায়োলুমিনেসেন্ট জীবকে গিলে ফেলার মাধ্যমে আলোকিত হওয়ার ক্ষমতা অর্জন করে। হাওয়াইয়ান ববটেইল স্কুইড–এর একটি উদাহরণ।
এই সমস্ত জীবের দেহে থাকা লুসিফেরিন ও লুসিফারেজ নামক দুই রাসায়নিক পদার্থ (এনজাইম) অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক শক্তিকে আলোকশক্তিতে রূপান্তর করে। তৈরি হয় শীতল আলো বা বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্সে বিশেষ বৈশিষ্ট্য হলো– রাসায়নিক বিক্রিয়ায় জীবন্ত দেহে আলো তৈরি হলেও এটি ‘শীতল আলো’। এ ধরনের রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদিত আলোর ২০ শতাংশেরও কম তাপ তৈরি করে।
আলোক বিচ্ছুরণের বৈশিষ্ট্য সাধারণত বহুকোষী জীবের মধ্যে দেখা যায়। তবে এককোষী জীব যেমন ডিনোফ্ল্যাগেলেটসও বায়োলুমিনেসেন্ট। এরা মূলত সামুদ্রিক প্ল্যাঙ্কটন।
এককোষী শৈবাল Noctiluca scintillans, যা ডিনোফ্ল্যাগেলেটস প্রজাতির অন্তর্গত। এটি সমুদ্রের আভা বা ‘সি স্পার্কল’ নামেও পরিচিত। কোনো কারণে এই শৈবাল আন্দোলিত হলে বায়োলুমিনেসেন্স প্রদর্শন করে। বায়োলুমিনেসেন্স শিকারিদের ভয় দেখানোর জন্য একটি প্রতিরক্ষা ব্যবস্থাও।
অনেক প্রাণী আলোকিত হয়ে শিকারিদের প্রতিরোধ করার বা বিভ্রান্ত করার চেষ্টা করে। ভ্যাম্পায়ার স্কুইড এর একটি উদাহরণ। এই স্কুইডের কালি (কালো রাসায়নিক তরল যা বিপদের সময় ছুড়ে দেয়) কম থাকলে এর একটি আঠালো বায়োলুমিনেসেন্ট তরল নির্গত করে যা সম্ভাব্য শিকারিদের চমকে দেয় ও বিভ্রান্ত করে।
ব্রিটল স্টারফিশ আরেকটি সামুদ্রিক প্রাণী যা বায়োলুমিনেসেন্ট ব্যবহার করে শিকারিদের বিভ্রান্ত করে। এরা দেহের একটি অংশ আলোকিত করতে সক্ষম এবং একটি বাহু শরীর থেকে বিচ্ছিন্ন করতে পারে। এই বিচ্ছিন্ন বাহুটি শিকারিকে অনুসরণ করে, এই ফাঁকে সেটি পালিয়ে যায়।
আবার কিছু সামুদ্রিক প্রাণী শিকার আকর্ষণের জন্য নিজেদের আলোকিত করে। অ্যাঙ্গলার ফিশ এর মধ্যে অন্যতম। এরা বায়োলুমিনেসেন্স ব্যবহার করে শিকার আকর্ষণ করে। এই মাছের মাথা বেশ বড়, বিশাল হা, আর দাঁতগুলো তীক্ষ্ণ ও লম্বা। এদের মাথার ওপর থাকে লণ্ঠন। একটি অ্যানটেনার মতো অংশের প্রান্তে ঝোলানো থাকে বাল্ব। বাল্ব জ্বলতে দেখে ছোট মাছ কৌতূহলের বশে কাছে আসে, আর অ্যাঙ্গলার ফিশ তাকে ধরে ফেলে। সামনে উজ্জ্বল আলো থাকার কারণে বিশাল আকৃতির মাছটি দৃষ্টির আড়ালে থাকে।
এসব জীব নিজে জ্বলে ওঠে অথবা বায়োলুমিনেসেন্স পদার্থ নিঃসরণ করে সমুদ্র আলোকিত করে।
এই প্রাকৃতিক ঘটনা মানুষ দেখতে পায় যখন সমুদ্রে বায়োলুমিনেসেন্স জীব বেশি থাকে। এ ছাড়া প্ল্যাঙ্কটন বা জলজ বাস্তুতন্ত্রের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব সৈকতে আছড়ে পড়ে বা কেউ সমুদ্রে পাথর ছুড়ে দিলে এরা অশান্ত হয়। তখন এদের দেহে রাসায়নিক প্রতিক্রিয়ায় আলো উৎপন্ন হয়। ফলে সমুদ্রে নীল বা সবুজ আলোয় আলোকিত হতে দেখা যায়।
তথ্যসূত্র: এবিসি সায়েন্স, সায়েন্স কানেক্টেড ম্যাগাজিন ও গুড লিভিং
রাতের বেলা অনেক সমুদ্র দূরবর্তী নক্ষত্রের মতো জ্বল জ্বল করে। এই মনোমুগ্ধকর দৃশ্য আসলে প্রকৃতির এক বিশেষ ঘটনা। তবে এই আলো সব সময় ও সব জায়গায় দেখা যায় না। এর ব্যাখ্যা জানতে প্রথমে ‘বায়োলুমিনেসেন্স’ শব্দের সঙ্গে পরিচিত হতে হবে।
সমুদ্রের ভাবগতি বুঝতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বায়োলুমিনেসেন্স। শিকারি–শিকারের মিথস্ক্রিয়া বোঝার জন্য এটি নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ করে না, কিন্তু অন্য এক ধরনের আলো দেখা যায়, যার কোনো উত্তাপ নেই। একে বলে বায়োলুমিনেসেন্স। এই ধরনের আলো তৈরি করতে পারে এমন প্রাণীর মধ্যে একটি সাধারণ উদাহরণ হলো জোনাকি পোকা।
জীবন্ত প্রাণীর মধ্যে একটি রাসায়নিক প্রতিক্রিয়া ঘটানোর মাধ্যমে আলো উৎপাদনের প্রক্রিয়াকে বায়োলুমিনেসেন্স বলা হয়। সমুদ্রের ২০০ থেকে ১ হাজার মিটার গভীরে কিছু জীবের দেখা মেলে, যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। এরা হলো বায়োলুমিনেসেন্ট জীব। এর মধ্যে অন্যতম শৈবাল।
বায়োলুমিনেসেন্স কেবল শৈবালের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি অন্যান্য সামুদ্রিক জীবেও দেখা যায়। যেমন: কিছু প্রজাতির ব্যাকটেরিয়া, জেলিফিশ, কেঁচো, ক্রাস্টেসিয়ান, কাঁকড়া প্রজাতির প্রাণী এবং মাছে এই অনন্য বৈশিষ্ট্য দেখা যায়। অনেক ক্ষেত্রে, কিছু সামুদ্রিক প্রাণী ব্যাকটেরিয়া বা অন্যান্য বায়োলুমিনেসেন্ট জীবকে গিলে ফেলার মাধ্যমে আলোকিত হওয়ার ক্ষমতা অর্জন করে। হাওয়াইয়ান ববটেইল স্কুইড–এর একটি উদাহরণ।
এই সমস্ত জীবের দেহে থাকা লুসিফেরিন ও লুসিফারেজ নামক দুই রাসায়নিক পদার্থ (এনজাইম) অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক শক্তিকে আলোকশক্তিতে রূপান্তর করে। তৈরি হয় শীতল আলো বা বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্সে বিশেষ বৈশিষ্ট্য হলো– রাসায়নিক বিক্রিয়ায় জীবন্ত দেহে আলো তৈরি হলেও এটি ‘শীতল আলো’। এ ধরনের রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদিত আলোর ২০ শতাংশেরও কম তাপ তৈরি করে।
আলোক বিচ্ছুরণের বৈশিষ্ট্য সাধারণত বহুকোষী জীবের মধ্যে দেখা যায়। তবে এককোষী জীব যেমন ডিনোফ্ল্যাগেলেটসও বায়োলুমিনেসেন্ট। এরা মূলত সামুদ্রিক প্ল্যাঙ্কটন।
এককোষী শৈবাল Noctiluca scintillans, যা ডিনোফ্ল্যাগেলেটস প্রজাতির অন্তর্গত। এটি সমুদ্রের আভা বা ‘সি স্পার্কল’ নামেও পরিচিত। কোনো কারণে এই শৈবাল আন্দোলিত হলে বায়োলুমিনেসেন্স প্রদর্শন করে। বায়োলুমিনেসেন্স শিকারিদের ভয় দেখানোর জন্য একটি প্রতিরক্ষা ব্যবস্থাও।
অনেক প্রাণী আলোকিত হয়ে শিকারিদের প্রতিরোধ করার বা বিভ্রান্ত করার চেষ্টা করে। ভ্যাম্পায়ার স্কুইড এর একটি উদাহরণ। এই স্কুইডের কালি (কালো রাসায়নিক তরল যা বিপদের সময় ছুড়ে দেয়) কম থাকলে এর একটি আঠালো বায়োলুমিনেসেন্ট তরল নির্গত করে যা সম্ভাব্য শিকারিদের চমকে দেয় ও বিভ্রান্ত করে।
ব্রিটল স্টারফিশ আরেকটি সামুদ্রিক প্রাণী যা বায়োলুমিনেসেন্ট ব্যবহার করে শিকারিদের বিভ্রান্ত করে। এরা দেহের একটি অংশ আলোকিত করতে সক্ষম এবং একটি বাহু শরীর থেকে বিচ্ছিন্ন করতে পারে। এই বিচ্ছিন্ন বাহুটি শিকারিকে অনুসরণ করে, এই ফাঁকে সেটি পালিয়ে যায়।
আবার কিছু সামুদ্রিক প্রাণী শিকার আকর্ষণের জন্য নিজেদের আলোকিত করে। অ্যাঙ্গলার ফিশ এর মধ্যে অন্যতম। এরা বায়োলুমিনেসেন্স ব্যবহার করে শিকার আকর্ষণ করে। এই মাছের মাথা বেশ বড়, বিশাল হা, আর দাঁতগুলো তীক্ষ্ণ ও লম্বা। এদের মাথার ওপর থাকে লণ্ঠন। একটি অ্যানটেনার মতো অংশের প্রান্তে ঝোলানো থাকে বাল্ব। বাল্ব জ্বলতে দেখে ছোট মাছ কৌতূহলের বশে কাছে আসে, আর অ্যাঙ্গলার ফিশ তাকে ধরে ফেলে। সামনে উজ্জ্বল আলো থাকার কারণে বিশাল আকৃতির মাছটি দৃষ্টির আড়ালে থাকে।
এসব জীব নিজে জ্বলে ওঠে অথবা বায়োলুমিনেসেন্স পদার্থ নিঃসরণ করে সমুদ্র আলোকিত করে।
এই প্রাকৃতিক ঘটনা মানুষ দেখতে পায় যখন সমুদ্রে বায়োলুমিনেসেন্স জীব বেশি থাকে। এ ছাড়া প্ল্যাঙ্কটন বা জলজ বাস্তুতন্ত্রের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব সৈকতে আছড়ে পড়ে বা কেউ সমুদ্রে পাথর ছুড়ে দিলে এরা অশান্ত হয়। তখন এদের দেহে রাসায়নিক প্রতিক্রিয়ায় আলো উৎপন্ন হয়। ফলে সমুদ্রে নীল বা সবুজ আলোয় আলোকিত হতে দেখা যায়।
তথ্যসূত্র: এবিসি সায়েন্স, সায়েন্স কানেক্টেড ম্যাগাজিন ও গুড লিভিং
আমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
২ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৮ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৮ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৯ দিন আগে