অনলাইন ডেস্ক
পৃথিবীতে সৌরঝড় আঘাত হানার একটি বার্তা কয়েক দিন আগে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এসডব্লিউপিসি)। বলা হয়েছিল এতে কিছু অরোরা বা আলোকচ্ছটা দেখা যেতে পারে। এ ছাড়া বৈদ্যুতিক গ্রিড, নৌ চালনা কিংবা যোগাযোগব্যবস্থায় ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। সৌরঝড়টি গতকাল আঘাত হানে। এতে যুক্তরাষ্ট্রে চমৎকার কিছু অরোরা বা আলোকচ্ছটা দেখা যায়।
গত কয়েক মাসে কিছু সৌরঝড়ের মুখোমুখি হয় পৃথিবী। ২০২৫ সালে সোলার মেক্সিমাসে যাওয়ার আগপর্যন্ত এর তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সোলার মেক্সিমাস হলো সূর্যের ১১ বছরের চক্রের এমন একটি সময় যেখানে, সৌর কার্যকলাপ শীর্ষে পৌঁছায়। এতে সৌরঝড় অর্থাৎ ভূচৌম্বকীয় ঝড়, করোনাল মাস ইজেকশনসহ (সিএমই) অন্যান্য বিপজ্জনক সৌর ঘটনাগুলোর সংখ্যা বৃদ্ধি পায়। সিএমইতে সূর্যের বলয় থেকে প্লাজমা ও চৌম্বকীয় ক্ষেত্রের বড় নির্গমন হয়। এদিকে ভূচৌম্বকীয় ঝড় সৌর নির্গমনের কারণে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের ব্যাঘাতকে বোঝায়। ভূচৌম্বকীয় ঝড়ের তীব্রতা জি১ থেকে জি৫ মাত্রার হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরনিক অ্যাডমিনিস্ট্রেশনের দ্য স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এসডব্লিউপিসি) কয়েক দিন আগে অনুমান করে একটা সিএমই বা সৌরঝড় পৃথিবীর দিকে আসছে। এটাই আঘাত হানে গতকাল। এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় দারুণ অরোরা বা আলোকচ্ছটা দেখা যায়।
স্পেসওয়েদার ডটকমের একটি প্রতিবেদনে সিএমই ২ সেপ্টেম্বর (বাংলাদেশের হিসাবে ৩ সেপ্টেম্বর) আঘাত করার কথা বলা হয়েছিল। এটি প্রভাবও বিস্তার করে, কিন্তু অদ্ভুতভাবে সৌর বায়ুতে এর প্রভাবের কোনো লক্ষণ ছিল না। এর কারণ সম্ভবত এ সময় সৌর বায়ুও প্রবলভাবে প্রবাহিত হয়, যা ওই সিএমই বা ঝড়ের প্রভাবকে ঢেকে দেয়। সম্ভবত এই সিএমই একই দিনে ছড়িয়ে পড়া জি২ মাত্রার ভূচৌম্বকীয় ঝড়ের পেছনে ছিল। এই ঝড়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আকর্ষণীয় অরোরা বা আলোকচ্ছটা দেখা যায়।
আলোকচিত্রী ইথান হনকে ২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের (বাংলাদেশের হিসেবে ৩ সেপ্টেম্বর সকালে) দিকে যুক্তরাষ্ট্রের মিশিগানের এমপায়ারের কাছে স্লিপিং বিয়ার ডিউনস ন্যাশনাল লেকশোর থেকে শ্বাসরুদ্ধকর নর্দার্ন লাইট বা অরোরা দেখেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে ছবিটি শেয়ার করেছেন তিনি। স্পেসওয়েদারকে ইথান হোনকে বলেন, ‘গত রাতটি ছিল একেবারেই মহাকাব্যিক। উজ্জ্বল চাঁদের আলো ছড়িয়ে পড়ার আগে মিশিগান লেকের জলের ওপর নর্দার্ন লাইটের আলো নাচতে দেখা যায়।’
ভূচৌম্বকীয় ঝড় শুধু অরোরাকে উদ্দীপিত করেনি, সম্ভবত অতি উচ্চতায় অবস্থিত কোনো কোনো বিদ্যুৎব্যবস্থায় সমস্যাও তৈরি করে।
সূত্র: টেক ডট হিন্দুস্তান টাইমস ডট কম, এনডিটিভি
পৃথিবীতে সৌরঝড় আঘাত হানার একটি বার্তা কয়েক দিন আগে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এসডব্লিউপিসি)। বলা হয়েছিল এতে কিছু অরোরা বা আলোকচ্ছটা দেখা যেতে পারে। এ ছাড়া বৈদ্যুতিক গ্রিড, নৌ চালনা কিংবা যোগাযোগব্যবস্থায় ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। সৌরঝড়টি গতকাল আঘাত হানে। এতে যুক্তরাষ্ট্রে চমৎকার কিছু অরোরা বা আলোকচ্ছটা দেখা যায়।
গত কয়েক মাসে কিছু সৌরঝড়ের মুখোমুখি হয় পৃথিবী। ২০২৫ সালে সোলার মেক্সিমাসে যাওয়ার আগপর্যন্ত এর তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সোলার মেক্সিমাস হলো সূর্যের ১১ বছরের চক্রের এমন একটি সময় যেখানে, সৌর কার্যকলাপ শীর্ষে পৌঁছায়। এতে সৌরঝড় অর্থাৎ ভূচৌম্বকীয় ঝড়, করোনাল মাস ইজেকশনসহ (সিএমই) অন্যান্য বিপজ্জনক সৌর ঘটনাগুলোর সংখ্যা বৃদ্ধি পায়। সিএমইতে সূর্যের বলয় থেকে প্লাজমা ও চৌম্বকীয় ক্ষেত্রের বড় নির্গমন হয়। এদিকে ভূচৌম্বকীয় ঝড় সৌর নির্গমনের কারণে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের ব্যাঘাতকে বোঝায়। ভূচৌম্বকীয় ঝড়ের তীব্রতা জি১ থেকে জি৫ মাত্রার হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরনিক অ্যাডমিনিস্ট্রেশনের দ্য স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এসডব্লিউপিসি) কয়েক দিন আগে অনুমান করে একটা সিএমই বা সৌরঝড় পৃথিবীর দিকে আসছে। এটাই আঘাত হানে গতকাল। এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় দারুণ অরোরা বা আলোকচ্ছটা দেখা যায়।
স্পেসওয়েদার ডটকমের একটি প্রতিবেদনে সিএমই ২ সেপ্টেম্বর (বাংলাদেশের হিসাবে ৩ সেপ্টেম্বর) আঘাত করার কথা বলা হয়েছিল। এটি প্রভাবও বিস্তার করে, কিন্তু অদ্ভুতভাবে সৌর বায়ুতে এর প্রভাবের কোনো লক্ষণ ছিল না। এর কারণ সম্ভবত এ সময় সৌর বায়ুও প্রবলভাবে প্রবাহিত হয়, যা ওই সিএমই বা ঝড়ের প্রভাবকে ঢেকে দেয়। সম্ভবত এই সিএমই একই দিনে ছড়িয়ে পড়া জি২ মাত্রার ভূচৌম্বকীয় ঝড়ের পেছনে ছিল। এই ঝড়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আকর্ষণীয় অরোরা বা আলোকচ্ছটা দেখা যায়।
আলোকচিত্রী ইথান হনকে ২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের (বাংলাদেশের হিসেবে ৩ সেপ্টেম্বর সকালে) দিকে যুক্তরাষ্ট্রের মিশিগানের এমপায়ারের কাছে স্লিপিং বিয়ার ডিউনস ন্যাশনাল লেকশোর থেকে শ্বাসরুদ্ধকর নর্দার্ন লাইট বা অরোরা দেখেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে ছবিটি শেয়ার করেছেন তিনি। স্পেসওয়েদারকে ইথান হোনকে বলেন, ‘গত রাতটি ছিল একেবারেই মহাকাব্যিক। উজ্জ্বল চাঁদের আলো ছড়িয়ে পড়ার আগে মিশিগান লেকের জলের ওপর নর্দার্ন লাইটের আলো নাচতে দেখা যায়।’
ভূচৌম্বকীয় ঝড় শুধু অরোরাকে উদ্দীপিত করেনি, সম্ভবত অতি উচ্চতায় অবস্থিত কোনো কোনো বিদ্যুৎব্যবস্থায় সমস্যাও তৈরি করে।
সূত্র: টেক ডট হিন্দুস্তান টাইমস ডট কম, এনডিটিভি
সেলিব্রিটি শেফ বা ইতালি নানিরা যা কখনোই কল্পনা করতে পারেননি তাই তৈরি করে দেখালেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা। বিশ্বের সবচেয়ে পাতলা স্প্যাগেটি তৈরি করলেন তাঁরা। গবেষকেরা এমন এক স্টার্চ ন্যানোফাইবারের তৈরি স্প্যাগেটি তৈরি করেছে, যা মাত্র ৩৭২ ন্যানোমিটার চওড়া। চুলের চেয়ে ২০০ গুণ পাত
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
১৩ ঘণ্টা আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৩ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৯ দিন আগে