অনলাইন ডেস্ক
মিসরের বিজ্ঞানীরা চার পা বিশিষ্ট নতুন প্রজাতির তিমি আবিষ্কার করেছে। এটি প্রায় চার কোটি ৩০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। এই উভচর প্রজাতির চতুষ্পদ তিমির জীবাশ্মটি মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি আবিষ্কার হয়।
গত বুধবার প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি-র প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৩ মিটার এবং ওজন প্রায় ৬০০ কেজি। তিমিটি ভূমিতে হাঁটতে এবং পানিতে সাঁতার কাটতে সক্ষম ছিল।
তিমির যে আংশিক কঙ্কাল পাওয়া যায় তা মনসৌরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন। এলাকাটি এখন মরুভূমি । তবে ধারণা করা হচ্ছে, এটি একসময় সমুদ্রবর্তী অঞ্চল ছিল এবং এটি জীবাশ্মের একটি সমৃদ্ধ উৎস ছিল।
এই গবেষণায় প্রধানের ভূমিকায় থাকা আব্দুল্লাহ গোহার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিওমিসেটাস অ্যানুবিস একটি নতুন প্রজাতির তিমি। মিসরীয় এবং আফ্রিকান জীবাশ্মবিদ্যার জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।
মনে করা হচ্ছে, প্রথম তিমি প্রায় পাঁচ কোটি বছর আগে দক্ষিণ এশিয়ায় বিবর্তিত হয়েছিল। ২০১১ সালে পেরুর প্যালিওন্টোলজিস্টদের একটি দলও চার পায়ের তিমির জীবাশ্ম আবিষ্কার করেছিল।
মিসরের বিজ্ঞানীরা চার পা বিশিষ্ট নতুন প্রজাতির তিমি আবিষ্কার করেছে। এটি প্রায় চার কোটি ৩০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। এই উভচর প্রজাতির চতুষ্পদ তিমির জীবাশ্মটি মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি আবিষ্কার হয়।
গত বুধবার প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি-র প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৩ মিটার এবং ওজন প্রায় ৬০০ কেজি। তিমিটি ভূমিতে হাঁটতে এবং পানিতে সাঁতার কাটতে সক্ষম ছিল।
তিমির যে আংশিক কঙ্কাল পাওয়া যায় তা মনসৌরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন। এলাকাটি এখন মরুভূমি । তবে ধারণা করা হচ্ছে, এটি একসময় সমুদ্রবর্তী অঞ্চল ছিল এবং এটি জীবাশ্মের একটি সমৃদ্ধ উৎস ছিল।
এই গবেষণায় প্রধানের ভূমিকায় থাকা আব্দুল্লাহ গোহার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিওমিসেটাস অ্যানুবিস একটি নতুন প্রজাতির তিমি। মিসরীয় এবং আফ্রিকান জীবাশ্মবিদ্যার জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।
মনে করা হচ্ছে, প্রথম তিমি প্রায় পাঁচ কোটি বছর আগে দক্ষিণ এশিয়ায় বিবর্তিত হয়েছিল। ২০১১ সালে পেরুর প্যালিওন্টোলজিস্টদের একটি দলও চার পায়ের তিমির জীবাশ্ম আবিষ্কার করেছিল।
যুক্তরাষ্ট্রে উচ্চ বিদ্যালয়ে পড়া দুই ছাত্রী এমন একটি গাণিতিক সমস্যার সমাধান করেছেন, যা এত দিন প্রায় অসম্ভব বলে মনে করতেন অনেকে। ২০২২ সালে ত্রিকোণমিতি ব্যবহার করে পিথাগোরাসের তত্ত্ব প্রমাণ করে আলোচনায় আসে ক্যালসিয়া জনসন ও নে’কিয়া জ্যাকসন। এই অর্জন এবার বিজ্ঞান সাময়িকী ‘আমেরিকান ম্যাথেমেটিক্যাল মান্থল
১৫ ঘণ্টা আগেসমুদ্রতীরে কাঁকড়ার চলাফেরা খেয়াল করলে দেখা যায়, এরা কখনো এদের সম্মুখের দিকে হাঁটে না! এরা সরাসরি সামনে হাঁটার পরিবর্তে দ্রুতগতিতে এক কাত হয়ে হাঁটে। যেখানে মানুষের জন্য ডান বা বাম দিকে একপাশে হাঁটা খুব কঠিন।
৩ দিন আগেনিজের যৌবন ধরে রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করেন প্রযুক্তি ধনকুব ব্রায়ান জনসন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চুলের চমকপ্রদ পরিবর্তন শেয়ার করেন। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি এক বছরের কম সময় নিজের চুল পড়া রোধ করেছেন ও চুলের প্রাকৃতিক রঙ পুনরুদ্ধার করেছেন।
৫ দিন আগেপ্রত্নতাত্ত্বিকেরা ধূমপানের উল্লেখযোগ্য স্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া আবিষ্কার করেছেন। তাঁদের গবেষণায় বেরিয়ে এসেছে, তামাক ধূমপায়ীদের হাড়ে যে চিহ্ন তৈরি করে—তা কেবল তাদের জীবিতাবস্থায় নয়, মৃত্যুর পরেও বহু শতাব্দী ধরে রয়ে যায়।
১২ দিন আগে