অনলাইন ডেস্ক
নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও সুইস পদার্থবিদ মিকেলে বেসোর হাতে লেখা বিশ্বখ্যাত থিওরি অব রিলেটিভিটির পাণ্ডুলিপিটি ১ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে রেকর্ড পরিমাণ দামে পাণ্ডুলিপিটি বিক্রি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছাড়া ওই তত্ত্ব সংশ্লিষ্ট আর মাত্র একটি পাণ্ডুলিপির অস্তিত্ব আছে। এই তত্ত্বটি ১৯১৫ সালে প্রকাশিত হয়। যার মাধ্যমে স্থান, সময় এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল।
১৯১৩ এবং ১৯১৪ সালে হাতে লেখা ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটি গতকাল মঙ্গলাবার নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।
এ নিলামের বিষয়ে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলয় বলেন, আইনস্টাইন এমন একজন মানুষ যিনি খুব কম নোট রেখেছিলেন। এটি এই পাণ্ডুলিপিটিকে অসাধারণ করে তুলেছে।
তবে আইনস্টাইনের হাতে লেখা পাণ্ডুলিপিটি কে কিনেছে তাঁর পরিচয় এখনো প্রকাশিত হয়নি।
নোবেল বিজয়ী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও সুইস পদার্থবিদ মিকেলে বেসোর হাতে লেখা বিশ্বখ্যাত থিওরি অব রিলেটিভিটির পাণ্ডুলিপিটি ১ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে রেকর্ড পরিমাণ দামে পাণ্ডুলিপিটি বিক্রি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছাড়া ওই তত্ত্ব সংশ্লিষ্ট আর মাত্র একটি পাণ্ডুলিপির অস্তিত্ব আছে। এই তত্ত্বটি ১৯১৫ সালে প্রকাশিত হয়। যার মাধ্যমে স্থান, সময় এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল।
১৯১৩ এবং ১৯১৪ সালে হাতে লেখা ৫৪ পৃষ্ঠার পাণ্ডুলিপিটি গতকাল মঙ্গলাবার নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।
এ নিলামের বিষয়ে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির বিশেষজ্ঞ ভিনসেন্ট বেলয় বলেন, আইনস্টাইন এমন একজন মানুষ যিনি খুব কম নোট রেখেছিলেন। এটি এই পাণ্ডুলিপিটিকে অসাধারণ করে তুলেছে।
তবে আইনস্টাইনের হাতে লেখা পাণ্ডুলিপিটি কে কিনেছে তাঁর পরিচয় এখনো প্রকাশিত হয়নি।
সূর্যগ্রহণের সময় চাঁদে কী হয়, তা দেখতে ও দেখাতে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বারের মতো চাঁদে অবতরণ করেছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের একটি মহাকাশযান। আজ রোববার মার্কিন সময় রাত ৩টা ৩৫ মিনিটের দিকে (স্থানীয়) চাঁদের মাটি স্পর্শ করে টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেসের চন্দ্রযান ব্লু ঘোস্ট।
১ দিন আগেপৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গলে আজ থেকে ৩৬০ কোটি বছর আগে বিশাল এক মহাসাগর ছিল এবং তার ঢেউ সৈকতে আছড়ে পড়ত। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিচ্ছে নতুন গবেষণা। চীনের ঝুরং রোভার ২০২১-২২ সাল সময়ের মধ্যে মঙ্গলের ইউটোপিয়া প্লানিশিয়া এলাকায় অভিযান চালিয়ে ভূগর্ভস্থ রাডার ব্যবহার করে সম্ভাব্য এই প্রাচীন মহাসাগরের উপকূলরেখ
১ দিন আগেঅতীতের দিকে তাকালে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনকে রোলার কোস্টারের সঙ্গে তুলনা করা যায়। সময়ে সময়ে এই গ্রহের তাপমাত্রার পরিবর্তন ঘটেছে। একবার উষ্ণ হয়ে উঠেছে, আবার বরফযুগ শুরু হয়েছে। এই পরিবর্তনগুলো কখনোই স্থায়ী নয়। কিছু সময় পর পৃথিবী বর্তমানে উষ্ণ পরিবেশে ফিরে আসে। তবে নতুন এক গবেষণায় জানা যায়, আজ থেকে ১১
২ দিন আগেবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষক দল। তারা একটি নতুন পরমাণু ব্যাটারি উদ্ভাবন করেছেন, যা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। কারণ এই ধরনের পরমাণু ব্যাটারি কোনো চার্জ বা রক্ষণাবেক্ষণ...
৪ দিন আগে