অনলাইন ডেস্ক
সাপের মতো দেখতে এই রোবটের নাম ‘কোবরা’। জেট ইঞ্জিনিয়ারিং এবং পারমাণবিক প্ল্যান্টের কাজে এর আগে ব্যবহার করা হয়েছে এটি। এই রোবট আগামী ১০ বছরের মধ্যে ক্যানসার সার্জারিতে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। রোবটটি তৈরি করেছেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নটিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণা দলের প্রধান ড্রাগোস অ্যাক্সিন্টে বলেন, ‘রোবটটি অস্ত্রোপচার করতে সক্ষম কি না তা দেখার জন্য আমরা প্রাথমিক পরীক্ষা শুরু করেছি। রোবটটির মাধ্যমে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ রয়েছে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক।’
অস্ত্রোপচারে কোবরাকে ব্যবহার নিয়ে গবেষণার জন্য যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিলের কাছ থেকে এরই মধ্যে তহবিল পেয়েছেন গবেষকেরা। মূলত গলার ক্যানসার এবং আঘাতের অস্ত্রোপচারে এই রোবট সাপ ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। রোবটটির উচ্চতা ১৬ ফুট। যার পুরুত্ব (ব্যাস) দশমিক ৩৫ ইঞ্চি (৯ মিলিমিটার)। এটি সহজেই আঁটসাঁট জায়গা এবং বৃত্তাকার বাঁকের মধ্যে দিয়ে চলতে সক্ষম।
রোবট সাপটির চিকিৎসায় ব্যবহার উপযোগিতা পরীক্ষা করেছেন ইউনিভার্সিটি হসপিটালস অব লিসেস্টার এনএইচএস ট্রাস্টের কান, নাক, গলা বিশেষজ্ঞ ও রোবোটিক সার্জন ডা. ওলাদেজো ওলালে। রোবটটি একটি মানব ডামিতে পরীক্ষা করা হয়েছে। রোবটটিকে ডামির মুখ দিয়ে প্রবেশ করিয়ে গলার পেছনের অংশে পৌঁছানো গেছে। গলার এই অংশে চিকিৎসা করতে হলে সাধারণত অত্যন্ত গভীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
সাপের মতো দেখতে এই রোবটের নাম ‘কোবরা’। জেট ইঞ্জিনিয়ারিং এবং পারমাণবিক প্ল্যান্টের কাজে এর আগে ব্যবহার করা হয়েছে এটি। এই রোবট আগামী ১০ বছরের মধ্যে ক্যানসার সার্জারিতে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। রোবটটি তৈরি করেছেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নটিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণা দলের প্রধান ড্রাগোস অ্যাক্সিন্টে বলেন, ‘রোবটটি অস্ত্রোপচার করতে সক্ষম কি না তা দেখার জন্য আমরা প্রাথমিক পরীক্ষা শুরু করেছি। রোবটটির মাধ্যমে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ রয়েছে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক।’
অস্ত্রোপচারে কোবরাকে ব্যবহার নিয়ে গবেষণার জন্য যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিলের কাছ থেকে এরই মধ্যে তহবিল পেয়েছেন গবেষকেরা। মূলত গলার ক্যানসার এবং আঘাতের অস্ত্রোপচারে এই রোবট সাপ ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। রোবটটির উচ্চতা ১৬ ফুট। যার পুরুত্ব (ব্যাস) দশমিক ৩৫ ইঞ্চি (৯ মিলিমিটার)। এটি সহজেই আঁটসাঁট জায়গা এবং বৃত্তাকার বাঁকের মধ্যে দিয়ে চলতে সক্ষম।
রোবট সাপটির চিকিৎসায় ব্যবহার উপযোগিতা পরীক্ষা করেছেন ইউনিভার্সিটি হসপিটালস অব লিসেস্টার এনএইচএস ট্রাস্টের কান, নাক, গলা বিশেষজ্ঞ ও রোবোটিক সার্জন ডা. ওলাদেজো ওলালে। রোবটটি একটি মানব ডামিতে পরীক্ষা করা হয়েছে। রোবটটিকে ডামির মুখ দিয়ে প্রবেশ করিয়ে গলার পেছনের অংশে পৌঁছানো গেছে। গলার এই অংশে চিকিৎসা করতে হলে সাধারণত অত্যন্ত গভীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
সেলিব্রিটি শেফ বা ইতালি নানিরা যা কখনোই কল্পনা করতে পারেননি তাই তৈরি করে দেখালেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা। বিশ্বের সবচেয়ে পাতলা স্প্যাগেটি তৈরি করলেন তাঁরা। গবেষকেরা এমন এক স্টার্চ ন্যানোফাইবারের তৈরি স্প্যাগেটি তৈরি করেছে, যা মাত্র ৩৭২ ন্যানোমিটার চওড়া। চুলের চেয়ে ২০০ গুণ পাত
২ দিন আগেপ্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
৩ দিন আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৫ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
১১ দিন আগে