অনলাইন ডেস্ক
টুথপেস্ট দিয়ে দাঁত মাজার সময় ফেনা তৈরি হয় এবং মুখে মিষ্টি স্বাদ অনুভূত হয়। দাঁত মাজার পেস্টে মিষ্টি স্বাদ দেওয়ার পেছনে কিছু কারণ রয়েছে।
ফেনা তৈরির ডিটারজেন্টের অস্বস্তিকর স্বাদ দূর করার জন্য প্রস্তুতকারকেরা মূলত টুথপেস্টে মিষ্টি স্বাদ যুক্ত করে। এ জন্য কোম্পানিগুলো জাইলিটল বা সরবিটলের মতো উপাদান ব্যবহার করে।
জাইলিটল ও সরবিটল—দুটিই সুগার অ্যালকোহল জাতীয় যৌগ। এগুলোর স্বাদ মিষ্টি। মানুষের পরিপাকতন্ত্র এসব যৌগ খুব ধীরে হজম করতে পারে।
এই রাসায়নিক পদার্থগুলো পানির অণুকে আকর্ষণ করে। এসব যৌগ টুথপেস্টে অতিরিক্ত পানি আটকে রাখে এবং শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে। জাইলিটল মুখের প্ল্যাক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। প্ল্যাক ব্যাকটেরিয়া চিনি গ্রহণ করতে না পেরে মরে যায়।
টুথপেস্টের বেশির ভাগ উপাদানই এর স্বাদ, গন্ধ ও সংরক্ষণকারী হিসেবে কাজ করে। আর বাকি উপাদানগুলো মুখ ও দাঁতের সুরক্ষায় ব্যবহার করা হয়।
বাকি উপাদানগুলো হলো সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম লরিল সালফেট ও ট্রাইক্লোসান হাইড্রেটেড সিলিকা।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
টুথপেস্ট দিয়ে দাঁত মাজার সময় ফেনা তৈরি হয় এবং মুখে মিষ্টি স্বাদ অনুভূত হয়। দাঁত মাজার পেস্টে মিষ্টি স্বাদ দেওয়ার পেছনে কিছু কারণ রয়েছে।
ফেনা তৈরির ডিটারজেন্টের অস্বস্তিকর স্বাদ দূর করার জন্য প্রস্তুতকারকেরা মূলত টুথপেস্টে মিষ্টি স্বাদ যুক্ত করে। এ জন্য কোম্পানিগুলো জাইলিটল বা সরবিটলের মতো উপাদান ব্যবহার করে।
জাইলিটল ও সরবিটল—দুটিই সুগার অ্যালকোহল জাতীয় যৌগ। এগুলোর স্বাদ মিষ্টি। মানুষের পরিপাকতন্ত্র এসব যৌগ খুব ধীরে হজম করতে পারে।
এই রাসায়নিক পদার্থগুলো পানির অণুকে আকর্ষণ করে। এসব যৌগ টুথপেস্টে অতিরিক্ত পানি আটকে রাখে এবং শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে। জাইলিটল মুখের প্ল্যাক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। প্ল্যাক ব্যাকটেরিয়া চিনি গ্রহণ করতে না পেরে মরে যায়।
টুথপেস্টের বেশির ভাগ উপাদানই এর স্বাদ, গন্ধ ও সংরক্ষণকারী হিসেবে কাজ করে। আর বাকি উপাদানগুলো মুখ ও দাঁতের সুরক্ষায় ব্যবহার করা হয়।
বাকি উপাদানগুলো হলো সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম লরিল সালফেট ও ট্রাইক্লোসান হাইড্রেটেড সিলিকা।
তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস
প্রথমবারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, শহর পরিকল্পনা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
১৫ ঘণ্টা আগেপ্রথম পরীক্ষামূলক ফ্লাইটে ‘নিউ গ্লেন’ রকেট সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণে সমর্থ হয়েছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
১৮ ঘণ্টা আগেএখন পর্যন্ত কেউ মৃত্যুর পর ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে আবারও বেঁচে উঠেছেন এমন নজির নেই। এমনকি এ রকম ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা পুরোপুরি রক্ষা করা সম্ভব হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। কিংস কলেজ লন্ডনের নিউরোসায়েন্সের অধ্যাপক ক্লাইভ কোয়েন এই ধারণাকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন।
১ দিন আগেজে-০৪১০-০১৩৯ নামের এই ব্ল্যাক হোলটির ভর সূর্যের ভরের প্রায় ৭০ কোটি গুণ। এটি এ পর্যন্ত আবিষ্কৃত অন্যতম প্রাচীন ব্ল্যাক হোল। নাসার চন্দ্র অবজারভেটরি এবং চিলির ভেরি লার্জ টেলিস্কোপসহ বিভিন্ন টেলিস্কোপের মাধ্যমে এটি শনাক্ত করা হয়েছে। এটি শিশু মহাবিশ্ব সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ করে দিয়েছে।
২ দিন আগে