অনলাইন ডেস্ক
মজার প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিশু-কিশোরদের উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘রকেট মেকিং ওয়ার্কশপ’। আগামী ১৮ মার্চ বেলা ১১টায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হবে ওয়ার্কশপটি। এতে সারা দেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ শিক্ষার্থী অংশ নেবে।
এই ওয়ার্কশপে শিশুরা মডেল রকেট বানানো শেখার পাশাপাশি রকেটের বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে জানবে। এ ছাড়া রকেটের ইতিহাস, রকেট কীভাবে কাজ করে, সেই সঙ্গে কীভাবে গাণিতিক বিভিন্ন হিসাব-নিকেশের মাধ্যমে রকেট আকাশে উড়তে পারে—সে বিষয়ে শিশুরা এই ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারবে। আয়োজনটিতে শিশুরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তিন ধরনের রকেট বানাবে। এগুলো হলো—মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকেল রকেট।
এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘শিশুদের মাঝে বিভিন্ন মজার প্রকল্প এবং খেলার ছলে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। এই ওয়ার্কশপের মাধ্যমে তারা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথম্যাটিকস, কম্পিউটিং, প্রবলেম সলভিং মেথড, টিমওয়ার্ক ইত্যাদি হাতে-কলমে শিখতে পারবে।’
আয়োজনটিতে সহযোগিতায় রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটিতে অংশ নিতে ভিজিট করুন এই লিংকে।
মজার প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিশু-কিশোরদের উৎসাহিত করতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘রকেট মেকিং ওয়ার্কশপ’। আগামী ১৮ মার্চ বেলা ১১টায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হবে ওয়ার্কশপটি। এতে সারা দেশ থেকে ৪ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০ শিক্ষার্থী অংশ নেবে।
এই ওয়ার্কশপে শিশুরা মডেল রকেট বানানো শেখার পাশাপাশি রকেটের বিভিন্ন যন্ত্রাংশ সম্বন্ধে জানবে। এ ছাড়া রকেটের ইতিহাস, রকেট কীভাবে কাজ করে, সেই সঙ্গে কীভাবে গাণিতিক বিভিন্ন হিসাব-নিকেশের মাধ্যমে রকেট আকাশে উড়তে পারে—সে বিষয়ে শিশুরা এই ওয়ার্কশপের মাধ্যমে জানতে পারবে। আয়োজনটিতে শিশুরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তিন ধরনের রকেট বানাবে। এগুলো হলো—মডেল রকেট, ওয়াটার রকেট ও ভেহিকেল রকেট।
এ প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে স্পেস ইনোভেশন ক্যাম্পের ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, ‘শিশুদের মাঝে বিভিন্ন মজার প্রকল্প এবং খেলার ছলে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। এই ওয়ার্কশপের মাধ্যমে তারা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথম্যাটিকস, কম্পিউটিং, প্রবলেম সলভিং মেথড, টিমওয়ার্ক ইত্যাদি হাতে-কলমে শিখতে পারবে।’
আয়োজনটিতে সহযোগিতায় রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটিতে অংশ নিতে ভিজিট করুন এই লিংকে।
সেলিব্রিটি শেফ বা ইতালি নানিরা যা কখনোই কল্পনা করতে পারেননি তাই তৈরি করে দেখালেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা। বিশ্বের সবচেয়ে পাতলা স্প্যাগেটি তৈরি করলেন তাঁরা। গবেষকেরা এমন এক স্টার্চ ন্যানোফাইবারের তৈরি স্প্যাগেটি তৈরি করেছে, যা মাত্র ৩৭২ ন্যানোমিটার চওড়া। চুলের চেয়ে ২০০ গুণ পাত
২ দিন আগেপ্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
৩ দিন আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৫ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
১১ দিন আগে