অনলাইন ডেস্ক
মানুষের অস্ত্রোপচারের ইতিহাস কত বছরের পুরোনো? ৫ থেকে ৭ হাজার বছর আগের মানুষ অস্ত্রোপচার করত বলে অনুমান রয়েছে। তবে সাম্প্রতিক একটি আবিষ্কার বলছে ৫ থেকে ৭ হাজার বছর আগে নয় বরং তারও অন্তত ২৪ হাজার বছর অর্থাৎ অন্তত ৩০ / ৩১ হাজার বছর আগেও দক্ষিণ–পূর্ব এশিয়ার মানুষ অস্ত্রোপচার করেছে। প্রখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার বোর্নিও—যা স্থানীয়ভাবে কালিমানতাং নামে পরিচিত—পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারস্থল। সম্প্রতি সেখানে অভিযান চালান অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক নিবন্ধে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
নেচারে প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়েছে, পূর্ব বোর্নিওর সাংকুলিরাং-মাংকালিহাত উপদ্বীপে অবস্থিত গুহা লিয়াং তেবোতে একটি প্রাচীন সমাধির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া প্রাচীনতম সমাধি বলেই ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীর বলছেন, তাঁরা ৩১ হাজার বছরের পুরোনো মানবদেহের যে কঙ্কালটি খুঁজে পেয়েছেন তার বাম পা এবং বাম পায়ের আরও একটি অংশ অনুপস্থিত ছিল। এই অনুপস্থিতির কারণ হিসেবে গবেষকেরা মনে করছেন অস্ত্রোপচার করেই পা কেটে ফেলা হয়েছিল। কারণ, অস্ত্রোপচারের যাবতীয় লক্ষণ সেই পায়ের সংশ্লিষ্ট অংশে বিদ্যমান। ফলে আগের রেকর্ড অনুসারে সর্বশেষ অস্ত্রোপচার করা হয়েছিল যত বছর আগে তার চেয়েও অন্তত ২৪ হাজার বছর আগে প্রথম অস্ত্রোপচার হয়েছিল।
২০২০ সালের শুরুর দিকে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক ও লিয়াং তেবো গুহায় অভিযান পরিচালনাকারী দলের প্রধান ইন্ডিয়া এলা ডিকস-হল এবং সহকর্মীরা গুহার ক্যাথেড্রালের মতো দেখতে একটি চেম্বারের মেঝে খনন করে ২০ বছর বয়সী এক ব্যক্তির কঙ্কাল খুঁজে পান। গবেষকদের ধারণা, ওই ব্যক্তিকে খুবই যত্ন করে সমাহিত করা হয়েছিল। ওই ব্যক্তির মুখের একপাশে লালচে–হলুদ বর্ণের একটি মুদ্রা রাখা ছিল। এই মুদ্রার উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বোর্নিও প্রাচীনকাল থেকেই পাথরে নকশা করার জন্য বিখ্যাত।
এদিকে, নেচারে লিখিত গবেষণাপত্রের প্রধান লেখক টিমোথি ম্যালোনি বলেছেন, ‘বাম পায়ের টিবিয়া ও ফিবুলার পুনরুদ্ধার করা অংশগুলোতে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। যা ইচ্ছাকৃতভাবে অস্ত্রোপচারের মাধ্যমে হাড় কেটে ফেলার ক্লিনিক্যাল দৃষ্টান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়।’
এ ছাড়া, হাড়ের উপরিভাগ আরও ইঙ্গিত করে যে—ওই ব্যক্তির শৈশবেই অস্ত্রোপচার করা হয়েছিল এবং অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরও ওই ব্যক্তি আরও অন্তত ৬–৯ বছর বেঁচে ছিলেন। গবেষকদের ধারণা, ওই ব্যক্তি অস্ত্রোপচারের পর ভালোভাবেই সেরে উঠেছিলেন। এই বিষয়টি নিশ্চিত করে যে, ওই সময়ে স্পষ্টতই অস্ত্রোপচার ব্যবস্থা বেশ উন্নতি লাভ করেছিল। ফলে, সংগত কারণে এই বিষয়টিও ধারণা করা হচ্ছে, এ ধরনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির জন্য মানুষের শরীর বিষয়ে বিশদ জ্ঞানও ওই সময়ের মানুষেরা অর্জন করেছিলেন।
টিমোথি ম্যালোনি আরও বলেছেন, ‘এই বিষয়টি প্রমাণ করে যে, এই সম্প্রদায়গুলো অ্যান্টিসেপটিক ও অণুজীব প্রতিরোধী ব্যবস্থাপনার বিষয়ে দারুণভাবে জ্ঞাত ছিল। সম্ভবত, তাঁরা এই অঞ্চলের জীববৈচিত্র্যের সুবিধা দারুণভাবেই গ্রহণ করেছিল।’
যা হোক, সাম্প্রতিক এই আবিষ্কার আগের অনুমানগুলোকে উল্টে দেয়। আগে যেমনটা ধারণা করা হতো যে, অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ থেকে প্রায় ৭ হাজার বছর আগে ইউরোপে শুরু হয়েছিল। কিন্তু এই আবিষ্কারের পর, এটি এখন অনুমান করা যেতেই পারে যে, মানুষ দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষেরাও ইউরোপেরও অনেক আগে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি জানত।
মানুষের অস্ত্রোপচারের ইতিহাস কত বছরের পুরোনো? ৫ থেকে ৭ হাজার বছর আগের মানুষ অস্ত্রোপচার করত বলে অনুমান রয়েছে। তবে সাম্প্রতিক একটি আবিষ্কার বলছে ৫ থেকে ৭ হাজার বছর আগে নয় বরং তারও অন্তত ২৪ হাজার বছর অর্থাৎ অন্তত ৩০ / ৩১ হাজার বছর আগেও দক্ষিণ–পূর্ব এশিয়ার মানুষ অস্ত্রোপচার করেছে। প্রখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার বোর্নিও—যা স্থানীয়ভাবে কালিমানতাং নামে পরিচিত—পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারস্থল। সম্প্রতি সেখানে অভিযান চালান অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক নিবন্ধে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
নেচারে প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়েছে, পূর্ব বোর্নিওর সাংকুলিরাং-মাংকালিহাত উপদ্বীপে অবস্থিত গুহা লিয়াং তেবোতে একটি প্রাচীন সমাধির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া প্রাচীনতম সমাধি বলেই ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীর বলছেন, তাঁরা ৩১ হাজার বছরের পুরোনো মানবদেহের যে কঙ্কালটি খুঁজে পেয়েছেন তার বাম পা এবং বাম পায়ের আরও একটি অংশ অনুপস্থিত ছিল। এই অনুপস্থিতির কারণ হিসেবে গবেষকেরা মনে করছেন অস্ত্রোপচার করেই পা কেটে ফেলা হয়েছিল। কারণ, অস্ত্রোপচারের যাবতীয় লক্ষণ সেই পায়ের সংশ্লিষ্ট অংশে বিদ্যমান। ফলে আগের রেকর্ড অনুসারে সর্বশেষ অস্ত্রোপচার করা হয়েছিল যত বছর আগে তার চেয়েও অন্তত ২৪ হাজার বছর আগে প্রথম অস্ত্রোপচার হয়েছিল।
২০২০ সালের শুরুর দিকে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক ও লিয়াং তেবো গুহায় অভিযান পরিচালনাকারী দলের প্রধান ইন্ডিয়া এলা ডিকস-হল এবং সহকর্মীরা গুহার ক্যাথেড্রালের মতো দেখতে একটি চেম্বারের মেঝে খনন করে ২০ বছর বয়সী এক ব্যক্তির কঙ্কাল খুঁজে পান। গবেষকদের ধারণা, ওই ব্যক্তিকে খুবই যত্ন করে সমাহিত করা হয়েছিল। ওই ব্যক্তির মুখের একপাশে লালচে–হলুদ বর্ণের একটি মুদ্রা রাখা ছিল। এই মুদ্রার উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বোর্নিও প্রাচীনকাল থেকেই পাথরে নকশা করার জন্য বিখ্যাত।
এদিকে, নেচারে লিখিত গবেষণাপত্রের প্রধান লেখক টিমোথি ম্যালোনি বলেছেন, ‘বাম পায়ের টিবিয়া ও ফিবুলার পুনরুদ্ধার করা অংশগুলোতে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। যা ইচ্ছাকৃতভাবে অস্ত্রোপচারের মাধ্যমে হাড় কেটে ফেলার ক্লিনিক্যাল দৃষ্টান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়।’
এ ছাড়া, হাড়ের উপরিভাগ আরও ইঙ্গিত করে যে—ওই ব্যক্তির শৈশবেই অস্ত্রোপচার করা হয়েছিল এবং অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরও ওই ব্যক্তি আরও অন্তত ৬–৯ বছর বেঁচে ছিলেন। গবেষকদের ধারণা, ওই ব্যক্তি অস্ত্রোপচারের পর ভালোভাবেই সেরে উঠেছিলেন। এই বিষয়টি নিশ্চিত করে যে, ওই সময়ে স্পষ্টতই অস্ত্রোপচার ব্যবস্থা বেশ উন্নতি লাভ করেছিল। ফলে, সংগত কারণে এই বিষয়টিও ধারণা করা হচ্ছে, এ ধরনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির জন্য মানুষের শরীর বিষয়ে বিশদ জ্ঞানও ওই সময়ের মানুষেরা অর্জন করেছিলেন।
টিমোথি ম্যালোনি আরও বলেছেন, ‘এই বিষয়টি প্রমাণ করে যে, এই সম্প্রদায়গুলো অ্যান্টিসেপটিক ও অণুজীব প্রতিরোধী ব্যবস্থাপনার বিষয়ে দারুণভাবে জ্ঞাত ছিল। সম্ভবত, তাঁরা এই অঞ্চলের জীববৈচিত্র্যের সুবিধা দারুণভাবেই গ্রহণ করেছিল।’
যা হোক, সাম্প্রতিক এই আবিষ্কার আগের অনুমানগুলোকে উল্টে দেয়। আগে যেমনটা ধারণা করা হতো যে, অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ থেকে প্রায় ৭ হাজার বছর আগে ইউরোপে শুরু হয়েছিল। কিন্তু এই আবিষ্কারের পর, এটি এখন অনুমান করা যেতেই পারে যে, মানুষ দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষেরাও ইউরোপেরও অনেক আগে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি জানত।
সেলিব্রিটি শেফ বা ইতালি নানিরা যা কখনোই কল্পনা করতে পারেননি তাই তৈরি করে দেখালেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা। বিশ্বের সবচেয়ে পাতলা স্প্যাগেটি তৈরি করলেন তাঁরা। গবেষকেরা এমন এক স্টার্চ ন্যানোফাইবারের তৈরি স্প্যাগেটি তৈরি করেছে, যা মাত্র ৩৭২ ন্যানোমিটার চওড়া। চুলের চেয়ে ২০০ গুণ পাত
২০ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
১ দিন আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৪ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
১০ দিন আগে