সাইরুল ইসলাম, ঢাকা
২৫ বছরের টগবগে এক যুবক। ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন সমুদ্রে। নীল পানির মাঝে খুঁজে নিলেন জীবনের মানে। শৈশব থেকেই রহস্য খোঁজার নেশা যাঁর, তিনি কি স্কুল-কলেজের বই-খাতায় আটকে থাকতে পারেন? রহস্যময় এই দুনিয়ার যতটুকু রহস্য সমাধান করা যায়, পরের প্রজন্মকে ততটুকু এগিয়ে রাখা যাবে—এই ভাবনা নিয়ে পথ চলা শুরু তাঁর।
বলছি চার্লস ডারউইনের কথা। ছোটবেলা থেকেই বেশ চুপচাপ ছেলেটির স্কুলে থাকতেই প্রকৃতির প্রতি বেশ টান ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনোই তাঁর আগ্রহ মেটাতে পারেনি। সবাই ভেবেছিল, এই ছেলেকে দিয়ে কিছুই হবে না। কিন্তু বাবা ইংরেজ চিকিৎসক রবার্ট ওয়ারিং ডারউইন ছেলেকে নিজের মতো বড় হতে দিলেন। এই ছেলেই কী করে যেন কেমব্রিজে উদ্ভিদবিদ্যা পড়ার সুযোগ পেলেন। আর পেয়ে গেলেন স্বপ্নের কাছাকাছি যাওয়ার সিঁড়ি।
১৮৩১ সালের শেষের দিকে ‘এইচএমএস বিগল’ জাহাজে করে রবার্ট ফিজরয়ের নেতৃত্বে সমুদ্রে নেমে পড়ে এক অনুসন্ধানী দল। ২৫ বছরের টগবগে যুবক চার্লস ডারউইনকে দেওয়া হয় প্রকৃতিবিদের দায়িত্ব। পাঁচ বছর সমুদ্রে কাটান তাঁরা। ঘুরে দেখেন দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন মহাদেশের দ্বীপপুঞ্জ। সংগ্রহ করতে থাকেন বিভিন্ন প্রজাতির গাছ এবং অন্যান্য জীব। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে এসে থমকে যান ডারউইন। আর তখনই তাঁর মাথায় আসে ঐতিহাসিক ‘প্রাকৃতিক নির্বাচন’ ও ‘বিবর্তনবাদ’তত্ত্বের প্রাথমিক ধারণা। ভ্রমণ শেষে শুরু করেন গবেষণা। আর ভিত্তি পায় বিখ্যাত ‘বিবর্তনবাদ’তত্ত্ব। পরে ১৮৫৯ সালে প্রকাশিত বই ‘অন দ্য অরিজিন অব স্পিসিস’-এ ব্যাখ্যা দেন নিজস্ব সব ধারণার।
বিজ্ঞান, ইতিহাস কিংবা সাহিত্যের বইয়ে ডারউইনের এমন কিছু গল্প প্রায়ই দেখা যায়। কিন্তু অন্যান্য বিখ্যাত ব্যক্তির মতো তাঁরও কিছু অজানা কাহিনি আছে। বিজ্ঞানভিত্তিক সাময়িকী ডিসকভারের এক প্রতিবেদনে এমনই কয়েকটি বিষয় উঠে এসেছে।
ঝরে পড়া ছাত্র: চিকিৎসক বাবা চেয়েছিলেন ছেলেও চিকিৎসাসেবায় একজন প্রাণপুরুষ হবেন। ১৮২৫ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ছুরি-কাঁচির কারসাজি তাঁকে চিকিৎসাবিজ্ঞানী হতে আগ্রহী করে তুলতে পারেনি। তাই তো মাত্র দুই বছর পড়ার পর বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন।
মৃত প্রাণী সংরক্ষণবিদ্যা: বিশ্ববিদ্যালয় ছেড়ে গেলেও একটি বিদ্যা সঙ্গে করে নিয়ে যান ডারউইন। বিবর্তনবাদের জনকের জন্য যেটি অনেকটা কাঙ্ক্ষিতও বটে। মৃত প্রাণী সংরক্ষণের বিদ্যা বা ‘ট্যাক্সিডার্মি’। তবে যাঁর কাছ থেকে শিখেছেন, সেটি বেশ অবাক করার মতো। শিক্ষকের নাম জন এডমোনস্টোন, যিনি একসময় দাস ছিলেন। ১৮১৭ সালে মুক্তি পাওয়ার পর ট্যাক্সিডার্মি শেখানো শুরু করেন।
বিচিত্র খাবারে আগ্রহ: অদ্ভুত প্রাণী শুধু ডারউইনের নোটবুকেই থাকত না, তাঁর খাবারের প্লেটেও থাকত। কেমব্রিজের গ্লুটন ক্লাবের সদস্য ডারউইনের প্লেটে মাঝে মাঝে দেখা যেত তীক্ষ্ণ চোখের বাজপাখি কিংবা নিশাচর প্যাঁচা। কি, ভোজনরসিক বলবেন?
অচেনা রোগে কাবু: বিচিত্র খাবারের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে, ডারউইন অদ্ভুত সব রোগে ভুগতেন। ক্রমাগত পেটে ব্যথা থেকে শুরু করে মাথায় যন্ত্রণা। তিন সন্তান হারিয়ে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে যান তিনি। এর মধ্যে পৃথিবীতে আসার আগেই মারা যায় দুজন। তাঁর মানসিক সে রোগ কোনো চিকিৎসক ভালো করতে পারেননি।
২৫ বছরের টগবগে এক যুবক। ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন সমুদ্রে। নীল পানির মাঝে খুঁজে নিলেন জীবনের মানে। শৈশব থেকেই রহস্য খোঁজার নেশা যাঁর, তিনি কি স্কুল-কলেজের বই-খাতায় আটকে থাকতে পারেন? রহস্যময় এই দুনিয়ার যতটুকু রহস্য সমাধান করা যায়, পরের প্রজন্মকে ততটুকু এগিয়ে রাখা যাবে—এই ভাবনা নিয়ে পথ চলা শুরু তাঁর।
বলছি চার্লস ডারউইনের কথা। ছোটবেলা থেকেই বেশ চুপচাপ ছেলেটির স্কুলে থাকতেই প্রকৃতির প্রতি বেশ টান ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনোই তাঁর আগ্রহ মেটাতে পারেনি। সবাই ভেবেছিল, এই ছেলেকে দিয়ে কিছুই হবে না। কিন্তু বাবা ইংরেজ চিকিৎসক রবার্ট ওয়ারিং ডারউইন ছেলেকে নিজের মতো বড় হতে দিলেন। এই ছেলেই কী করে যেন কেমব্রিজে উদ্ভিদবিদ্যা পড়ার সুযোগ পেলেন। আর পেয়ে গেলেন স্বপ্নের কাছাকাছি যাওয়ার সিঁড়ি।
১৮৩১ সালের শেষের দিকে ‘এইচএমএস বিগল’ জাহাজে করে রবার্ট ফিজরয়ের নেতৃত্বে সমুদ্রে নেমে পড়ে এক অনুসন্ধানী দল। ২৫ বছরের টগবগে যুবক চার্লস ডারউইনকে দেওয়া হয় প্রকৃতিবিদের দায়িত্ব। পাঁচ বছর সমুদ্রে কাটান তাঁরা। ঘুরে দেখেন দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন মহাদেশের দ্বীপপুঞ্জ। সংগ্রহ করতে থাকেন বিভিন্ন প্রজাতির গাছ এবং অন্যান্য জীব। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে এসে থমকে যান ডারউইন। আর তখনই তাঁর মাথায় আসে ঐতিহাসিক ‘প্রাকৃতিক নির্বাচন’ ও ‘বিবর্তনবাদ’তত্ত্বের প্রাথমিক ধারণা। ভ্রমণ শেষে শুরু করেন গবেষণা। আর ভিত্তি পায় বিখ্যাত ‘বিবর্তনবাদ’তত্ত্ব। পরে ১৮৫৯ সালে প্রকাশিত বই ‘অন দ্য অরিজিন অব স্পিসিস’-এ ব্যাখ্যা দেন নিজস্ব সব ধারণার।
বিজ্ঞান, ইতিহাস কিংবা সাহিত্যের বইয়ে ডারউইনের এমন কিছু গল্প প্রায়ই দেখা যায়। কিন্তু অন্যান্য বিখ্যাত ব্যক্তির মতো তাঁরও কিছু অজানা কাহিনি আছে। বিজ্ঞানভিত্তিক সাময়িকী ডিসকভারের এক প্রতিবেদনে এমনই কয়েকটি বিষয় উঠে এসেছে।
ঝরে পড়া ছাত্র: চিকিৎসক বাবা চেয়েছিলেন ছেলেও চিকিৎসাসেবায় একজন প্রাণপুরুষ হবেন। ১৮২৫ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ছুরি-কাঁচির কারসাজি তাঁকে চিকিৎসাবিজ্ঞানী হতে আগ্রহী করে তুলতে পারেনি। তাই তো মাত্র দুই বছর পড়ার পর বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন।
মৃত প্রাণী সংরক্ষণবিদ্যা: বিশ্ববিদ্যালয় ছেড়ে গেলেও একটি বিদ্যা সঙ্গে করে নিয়ে যান ডারউইন। বিবর্তনবাদের জনকের জন্য যেটি অনেকটা কাঙ্ক্ষিতও বটে। মৃত প্রাণী সংরক্ষণের বিদ্যা বা ‘ট্যাক্সিডার্মি’। তবে যাঁর কাছ থেকে শিখেছেন, সেটি বেশ অবাক করার মতো। শিক্ষকের নাম জন এডমোনস্টোন, যিনি একসময় দাস ছিলেন। ১৮১৭ সালে মুক্তি পাওয়ার পর ট্যাক্সিডার্মি শেখানো শুরু করেন।
বিচিত্র খাবারে আগ্রহ: অদ্ভুত প্রাণী শুধু ডারউইনের নোটবুকেই থাকত না, তাঁর খাবারের প্লেটেও থাকত। কেমব্রিজের গ্লুটন ক্লাবের সদস্য ডারউইনের প্লেটে মাঝে মাঝে দেখা যেত তীক্ষ্ণ চোখের বাজপাখি কিংবা নিশাচর প্যাঁচা। কি, ভোজনরসিক বলবেন?
অচেনা রোগে কাবু: বিচিত্র খাবারের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে, ডারউইন অদ্ভুত সব রোগে ভুগতেন। ক্রমাগত পেটে ব্যথা থেকে শুরু করে মাথায় যন্ত্রণা। তিন সন্তান হারিয়ে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে যান তিনি। এর মধ্যে পৃথিবীতে আসার আগেই মারা যায় দুজন। তাঁর মানসিক সে রোগ কোনো চিকিৎসক ভালো করতে পারেননি।
প্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
১ ঘণ্টা আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৩ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৯ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৯ দিন আগে