অনলাইন ডেস্ক
কীটনাশকের যে নানা রকমের নেতিবাচক প্রভাব রয়েছে আমাদের সবার স্বাস্থ্যের ওপর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এবার বিশেষ করে পুরুষদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে একটি গবেষণা। বিগত ৫০ বছর সময়সীমা ধরে পরিচালিত অন্তত ২৫টি গবেষণার সম্মিলিত ফলাফল বলছে, কীটনাশকের কারণে পুরুষের শুক্রাণুর পরিমাণ কমছে।
বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইতালি ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা এই গবেষণা করেছেন। তাঁরা দাবি করেছেন, তাদের গবেষণাই এই খাতে সবচেয়ে বেশি সিস্টেমেটিক রিভিউয়ের মধ্য দিয়ে গিয়েছে। এর অর্থ হলো—এই গবেষণার প্রাপ্ত ফলাফলের সঙ্গে দ্বিমত করার সুযোগ সামান্যই। তার পরও বিজ্ঞানীরা তাদের গবেষণাকে আরও এগিয়ে নিতে বিভিন্ন সুপারিশ করেছেন এবং তাদের বিভিন্ন দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন।
গবেষণার ফলাফলের বিষয়ে গবেষক দলের প্রধান ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিষয়ক বিভাগের গবেষক লরেন এলিস বলেন, ‘কীটনাশক আমাদের পরিবেশের প্রায় সর্বত্রই ব্যবহৃত হয় এবং এ কারণে সেগুলো মানুষের শুক্রাণুর পরিমাণ ও প্রজনন স্বাস্থ্যকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে তা বোঝা জরুরি।’ তিনি আরও বলেন, ‘কীটনাশক জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বিষয়।’
এলিস ও তাঁর সহযোগীরা এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের অন্তত ১ হাজার ৭৭৪ জন পুরুষের ওপর গবেষণা চালান। তাদের প্রজনন স্বাস্থ্যের ওপর বিভিন্ন ফসফেটের বিভিন্ন জৈব সার এবং মিথাইল কার্বামেটের বিভিন্ন যৌগ কী প্রভাব ফেলে তা জানার চেষ্টা করেন।
ব্যাপকভাবে ব্যবহৃত এসব কীটনাশক বিভিন্ন এনজাইম সৃষ্টিতে বাধা দেয় এবং অ্যাসিটাইলকোলিনের মতো বিভিন্ন নিউরোট্রান্সমিটার বা স্নায়বিক বার্তাবাহকের (বিভিন্ন হরমোন) ধ্বংসের কারণ। এই অ্যাসিটাইলকোলিন মানুষের পেশি ও মস্তিষ্কের গঠন ও পরিচালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ ও অণুজীববিজ্ঞানের শিক্ষক মেলিসা পেরি বলেন, ‘বড় বা ছোট আকারের গবেষণা কোনো বিষয়ই না। বাস্তবতা হলো—কীটনাশকের সঙ্গে পুরুষের শুক্রাণু কমে যাওয়ার বিষয়টি ক্রমেই বাড়ছে।’ তবে এই গবেষণা থেকে জানা যায়নি যে, কীটনাশকের কারণে শুক্রাণুর গুণগত মানে কোনো পরিবর্তন আসে কিনা।
২০২২ সালে পরিচালিত এক গবেষণা থেকে দেখা গেছে, ১৯৭৩ সাল থেকে ২০১৮ সালের মধ্যে গবেষণায় অংশগ্রহণকারীদের শুক্রাণুর পরিমাণ প্রায় ৫১ শতাংশ কমেছে। আগে যেখানে তাদের প্রতি মিলিলিটার বীর্যে শুক্রাণুর পরিমাণ ছিল ১০ কোটি ১২ লাখ সেখানে তা কমে নেমে এসেছে মাত্র ৪ কোটি ৯০ লাখে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই পরিমাণ শুক্রাণুও স্বাভাবিক।
গবেষণার সীমাবদ্ধতা স্বীকার করে বিজ্ঞানীরা এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেক্টিভ জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলেন, ‘যদিও এই প্রতিকূল পরিস্থিতির জন্য একটি মাত্র জৈবিক মেকানিজম দায়ী তা সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যথেষ্ট কঠিন কিন্তু আমাদের শারীরিক ও ব্যবস্থাগত গবেষণা বলছে যে, ফসফেটের বিভিন্ন জৈব সার এবং মিথাইল কার্বামেটের বিভিন্ন যৌগ পুরুষের শুক্রাণুর পরিমাণ কমিয়ে দেওয়ার অন্যতম কারণ।’
কীটনাশকের যে নানা রকমের নেতিবাচক প্রভাব রয়েছে আমাদের সবার স্বাস্থ্যের ওপর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এবার বিশেষ করে পুরুষদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে একটি গবেষণা। বিগত ৫০ বছর সময়সীমা ধরে পরিচালিত অন্তত ২৫টি গবেষণার সম্মিলিত ফলাফল বলছে, কীটনাশকের কারণে পুরুষের শুক্রাণুর পরিমাণ কমছে।
বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইতালি ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা এই গবেষণা করেছেন। তাঁরা দাবি করেছেন, তাদের গবেষণাই এই খাতে সবচেয়ে বেশি সিস্টেমেটিক রিভিউয়ের মধ্য দিয়ে গিয়েছে। এর অর্থ হলো—এই গবেষণার প্রাপ্ত ফলাফলের সঙ্গে দ্বিমত করার সুযোগ সামান্যই। তার পরও বিজ্ঞানীরা তাদের গবেষণাকে আরও এগিয়ে নিতে বিভিন্ন সুপারিশ করেছেন এবং তাদের বিভিন্ন দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন।
গবেষণার ফলাফলের বিষয়ে গবেষক দলের প্রধান ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিষয়ক বিভাগের গবেষক লরেন এলিস বলেন, ‘কীটনাশক আমাদের পরিবেশের প্রায় সর্বত্রই ব্যবহৃত হয় এবং এ কারণে সেগুলো মানুষের শুক্রাণুর পরিমাণ ও প্রজনন স্বাস্থ্যকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে তা বোঝা জরুরি।’ তিনি আরও বলেন, ‘কীটনাশক জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বিষয়।’
এলিস ও তাঁর সহযোগীরা এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের অন্তত ১ হাজার ৭৭৪ জন পুরুষের ওপর গবেষণা চালান। তাদের প্রজনন স্বাস্থ্যের ওপর বিভিন্ন ফসফেটের বিভিন্ন জৈব সার এবং মিথাইল কার্বামেটের বিভিন্ন যৌগ কী প্রভাব ফেলে তা জানার চেষ্টা করেন।
ব্যাপকভাবে ব্যবহৃত এসব কীটনাশক বিভিন্ন এনজাইম সৃষ্টিতে বাধা দেয় এবং অ্যাসিটাইলকোলিনের মতো বিভিন্ন নিউরোট্রান্সমিটার বা স্নায়বিক বার্তাবাহকের (বিভিন্ন হরমোন) ধ্বংসের কারণ। এই অ্যাসিটাইলকোলিন মানুষের পেশি ও মস্তিষ্কের গঠন ও পরিচালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ ও অণুজীববিজ্ঞানের শিক্ষক মেলিসা পেরি বলেন, ‘বড় বা ছোট আকারের গবেষণা কোনো বিষয়ই না। বাস্তবতা হলো—কীটনাশকের সঙ্গে পুরুষের শুক্রাণু কমে যাওয়ার বিষয়টি ক্রমেই বাড়ছে।’ তবে এই গবেষণা থেকে জানা যায়নি যে, কীটনাশকের কারণে শুক্রাণুর গুণগত মানে কোনো পরিবর্তন আসে কিনা।
২০২২ সালে পরিচালিত এক গবেষণা থেকে দেখা গেছে, ১৯৭৩ সাল থেকে ২০১৮ সালের মধ্যে গবেষণায় অংশগ্রহণকারীদের শুক্রাণুর পরিমাণ প্রায় ৫১ শতাংশ কমেছে। আগে যেখানে তাদের প্রতি মিলিলিটার বীর্যে শুক্রাণুর পরিমাণ ছিল ১০ কোটি ১২ লাখ সেখানে তা কমে নেমে এসেছে মাত্র ৪ কোটি ৯০ লাখে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই পরিমাণ শুক্রাণুও স্বাভাবিক।
গবেষণার সীমাবদ্ধতা স্বীকার করে বিজ্ঞানীরা এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেক্টিভ জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলেন, ‘যদিও এই প্রতিকূল পরিস্থিতির জন্য একটি মাত্র জৈবিক মেকানিজম দায়ী তা সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যথেষ্ট কঠিন কিন্তু আমাদের শারীরিক ও ব্যবস্থাগত গবেষণা বলছে যে, ফসফেটের বিভিন্ন জৈব সার এবং মিথাইল কার্বামেটের বিভিন্ন যৌগ পুরুষের শুক্রাণুর পরিমাণ কমিয়ে দেওয়ার অন্যতম কারণ।’
প্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
২ ঘণ্টা আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৩ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৯ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৯ দিন আগে