ফিচার ডেস্ক
আমরা যেমন মলা-ঢেলার মতো ছোট মাছ খেতে অভ্যস্ত, তেমনি দ্বীপরাষ্ট্র জাপানের অধিবাসীরা বিভিন্ন ধরনের ছোট মাছ খেয়ে থাকে। তাদের মধ্যে হোয়াইট বেট, আটলান্টিক ক্যাপেলিন কিংবা ছোট শুকনো সার্ডিন মাছ খাওয়ার অভ্যাস আছে। মাথা, হাড় কিংবা অঙ্গপ্রত্যঙ্গ কোনো কিছু না ফেলে সম্পূর্ণ ছোট মাছ খাওয়া যায়। বলা হয়ে থাকে, মলা, ঢেলা, চান্দা, পুঁটি, কাঁচকি, ট্যাংরা, বাতাসি ইত্যাদির মতো যেকোনো ছোট মাছ যথেষ্ট পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিংক, আয়রন, ফসফরাস ও প্রোটিনের মতো মাইক্রোনিউট্রিয়েন্টে সমৃদ্ধ।
জাপানের নাগোয়া ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের একটি নতুন গবেষণায় দেখা গেছে, ছোট মাছ খাওয়ার সঙ্গে জাপানি নারীদের ক্যানসার ও অন্যান্য রোগের কারণে মৃত্যুর ঝুঁকি কমে যাওয়ার সম্পর্ক আছে। সম্প্রতি ‘পাবলিক হেলথ নিউট্রিশন’ জার্নালে প্রকাশিত এই গবেষণাকর্মে বলা হয়েছে, প্রতিদিনের খাদ্যতালিকায় ছোট মাছ রাখা আয়ু বাড়ানোর সহজ ও কার্যকর উপায়।
এই গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ড. চিনাৎসু কাসাহারা জানান, ছোটবেলা থেকে তাঁর ছোট মাছ খাওয়ার অভ্যাস ছিল বলে এই গবেষণার বিষয়ে আগ্রহী হয়েছিলেন তিনি। এখন তিনি নিজের সন্তানদের এগুলো খাওয়াচ্ছেন নিয়মিত।
নারীদের জন্য সুখবর
গবেষকেরা জাপানিদের মধ্যে ছোট মাছ খাওয়া এবং মৃত্যুঝুঁকির মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করেন। সে জন্য ৩৫ থেকে ৬৯ বছর বয়সী ৮০ হাজার ৮০২ জন অংশগ্রহণকারীর ওপর সমীক্ষা চালানো হয়। এর মধ্যে ৩৪ হাজার ৫৫৫ জন পুরুষ এবং ৪৬ হাজার ২৪৭ জন ছিলেন নারী। গবেষকেরা এই বিপুলসংখ্যক মানুষকে গড়ে ৯ বছর ধরে পর্যবেক্ষণ করেন। ফলোআপের সময় গবেষণায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৪৮২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।
গবেষণায় অংশ নেওয়া নারীদের ছোট মাছ খাওয়ার কারণে ক্যানসারে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। গবেষণায় অংশগ্রহণকারী যেসব নারী মাসে এক থেকে তিনবার ছোট মাছ খেয়েছিল, ক্যানসারে তাদের মৃত্যুঝুঁকি যারা এর চেয়ে কম ছোট মাছ খেলেছিল তাদের তুলনায় শূন্য দশমিক ৬৮ শতাংশ কম। এ ছাড়া যারা সপ্তাহে এক থেকে দুবার বা তার বেশি ছোট মাছ খেয়েছিল, তাদের মৃত্যুঝুঁকি শূন্য দশমিক ৭২ শতাংশ কমে গিয়েছিল। এভাবে একাধিক প্যারামিটার ধরে পর্যবেক্ষণ করা হয় এই গবেষণায়।
এই গবেষণায় অংশগ্রহণকারীদের বয়স, ধূমপান ও অ্যালকোহল সেবনের অভ্যাস, বিএমআই এবং বিভিন্ন পুষ্টি ও খাবার গ্রহণের মতো মৃত্যুর ঝুঁকিকে প্রভাবিত করতে পারে এমন কারণগুলো প্রথমে নিয়ন্ত্রণ করা হয়। এরপর গবেষকেরা দেখেন, গবেষণায় অংশগ্রহণকারী যেসব নারী ঘন ঘন ছোট মাছ খায়, তাদের মৃত্যুর আশঙ্কা কম ছিল।
যদিও বিপুলসংখ্যক পুরুষ এই গবেষণায় অংশ নিয়েছিল, কিন্তু ফলাফলে পুরুষদের বিষয়ে কিছু বলা হয়নি।
প্রভাব এবং ভবিষ্যৎ গবেষণা
অতিরিক্ত গবেষণার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন প্রধান গবেষক ড. চিনাৎসু কাসাহারা। তিনি জানান, গবেষণাটি শুধু জাপানিদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অন্যান্য জাতির জন্যও গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
সাশ্রয়ী মূল্যের ছোট মাছকে পুষ্টির সম্ভাব্য গুরুত্বপূর্ণ উৎস হিসেবে তুলে ধরেতে উন্নয়নশীল দেশগুলোতে এর আগেও কিছু গবেষণা হয়েছিল। এবারের গবেষণাটি প্রমাণ করেছে, খাদ্যতালিকায় থাকা যেসব খাবার বেশি স্বাস্থ্যসুবিধা দিতে পারে, তার মধ্যে ছোট মাছ গুরুত্বপূর্ণ। কাসাহারা ব্যাখ্যা করে বলেছেন, ‘ছোট মাছ প্রত্যেকের পক্ষে খাওয়া সহজ এবং এগুলো মাথা, হাড় ও অঙ্গসহ পুরো খাওয়া যেতে পারে। ছোট মাছের অনন্য পুষ্টি এবং শারীরবৃত্তীয় সক্রিয় উপাদানগুলো আমাদের সুস্বাস্থ্য ধরে রাখার ক্ষেত্রে অবদান রাখতে পারে। ছোট মাছ খাওয়ার সঙ্গে নারীর মৃত্যুঝুঁকির বিপরীত সম্পর্ক মানুষের ডায়েটে এই পুষ্টিঘন খাবারের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।’
কাসাহারার সহগবেষক ছিলেন সহযোগী অধ্যাপক তাকাশি তামুরা। তিনি বলেছেন, ‘আমরা ধারণা করছি যে, যেকোনো জায়গার ছোট মাছ খাওয়াকে আয়ু বাড়ানোর উপায় হিসেবে দেখা যেতে পারে। তবে মৃত্যুর ঝুঁকি কমাতে ছোট মাছ খাওয়ার সম্ভাব্য ভূমিকা ব্যাখ্যা করার জন্য আরও প্রমাণ প্রয়োজন।’
সূত্র: এসসিআইটেক ডেইলি ডট কম
আমরা যেমন মলা-ঢেলার মতো ছোট মাছ খেতে অভ্যস্ত, তেমনি দ্বীপরাষ্ট্র জাপানের অধিবাসীরা বিভিন্ন ধরনের ছোট মাছ খেয়ে থাকে। তাদের মধ্যে হোয়াইট বেট, আটলান্টিক ক্যাপেলিন কিংবা ছোট শুকনো সার্ডিন মাছ খাওয়ার অভ্যাস আছে। মাথা, হাড় কিংবা অঙ্গপ্রত্যঙ্গ কোনো কিছু না ফেলে সম্পূর্ণ ছোট মাছ খাওয়া যায়। বলা হয়ে থাকে, মলা, ঢেলা, চান্দা, পুঁটি, কাঁচকি, ট্যাংরা, বাতাসি ইত্যাদির মতো যেকোনো ছোট মাছ যথেষ্ট পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিংক, আয়রন, ফসফরাস ও প্রোটিনের মতো মাইক্রোনিউট্রিয়েন্টে সমৃদ্ধ।
জাপানের নাগোয়া ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের একটি নতুন গবেষণায় দেখা গেছে, ছোট মাছ খাওয়ার সঙ্গে জাপানি নারীদের ক্যানসার ও অন্যান্য রোগের কারণে মৃত্যুর ঝুঁকি কমে যাওয়ার সম্পর্ক আছে। সম্প্রতি ‘পাবলিক হেলথ নিউট্রিশন’ জার্নালে প্রকাশিত এই গবেষণাকর্মে বলা হয়েছে, প্রতিদিনের খাদ্যতালিকায় ছোট মাছ রাখা আয়ু বাড়ানোর সহজ ও কার্যকর উপায়।
এই গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ড. চিনাৎসু কাসাহারা জানান, ছোটবেলা থেকে তাঁর ছোট মাছ খাওয়ার অভ্যাস ছিল বলে এই গবেষণার বিষয়ে আগ্রহী হয়েছিলেন তিনি। এখন তিনি নিজের সন্তানদের এগুলো খাওয়াচ্ছেন নিয়মিত।
নারীদের জন্য সুখবর
গবেষকেরা জাপানিদের মধ্যে ছোট মাছ খাওয়া এবং মৃত্যুঝুঁকির মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করেন। সে জন্য ৩৫ থেকে ৬৯ বছর বয়সী ৮০ হাজার ৮০২ জন অংশগ্রহণকারীর ওপর সমীক্ষা চালানো হয়। এর মধ্যে ৩৪ হাজার ৫৫৫ জন পুরুষ এবং ৪৬ হাজার ২৪৭ জন ছিলেন নারী। গবেষকেরা এই বিপুলসংখ্যক মানুষকে গড়ে ৯ বছর ধরে পর্যবেক্ষণ করেন। ফলোআপের সময় গবেষণায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৪৮২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।
গবেষণায় অংশ নেওয়া নারীদের ছোট মাছ খাওয়ার কারণে ক্যানসারে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। গবেষণায় অংশগ্রহণকারী যেসব নারী মাসে এক থেকে তিনবার ছোট মাছ খেয়েছিল, ক্যানসারে তাদের মৃত্যুঝুঁকি যারা এর চেয়ে কম ছোট মাছ খেলেছিল তাদের তুলনায় শূন্য দশমিক ৬৮ শতাংশ কম। এ ছাড়া যারা সপ্তাহে এক থেকে দুবার বা তার বেশি ছোট মাছ খেয়েছিল, তাদের মৃত্যুঝুঁকি শূন্য দশমিক ৭২ শতাংশ কমে গিয়েছিল। এভাবে একাধিক প্যারামিটার ধরে পর্যবেক্ষণ করা হয় এই গবেষণায়।
এই গবেষণায় অংশগ্রহণকারীদের বয়স, ধূমপান ও অ্যালকোহল সেবনের অভ্যাস, বিএমআই এবং বিভিন্ন পুষ্টি ও খাবার গ্রহণের মতো মৃত্যুর ঝুঁকিকে প্রভাবিত করতে পারে এমন কারণগুলো প্রথমে নিয়ন্ত্রণ করা হয়। এরপর গবেষকেরা দেখেন, গবেষণায় অংশগ্রহণকারী যেসব নারী ঘন ঘন ছোট মাছ খায়, তাদের মৃত্যুর আশঙ্কা কম ছিল।
যদিও বিপুলসংখ্যক পুরুষ এই গবেষণায় অংশ নিয়েছিল, কিন্তু ফলাফলে পুরুষদের বিষয়ে কিছু বলা হয়নি।
প্রভাব এবং ভবিষ্যৎ গবেষণা
অতিরিক্ত গবেষণার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন প্রধান গবেষক ড. চিনাৎসু কাসাহারা। তিনি জানান, গবেষণাটি শুধু জাপানিদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অন্যান্য জাতির জন্যও গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
সাশ্রয়ী মূল্যের ছোট মাছকে পুষ্টির সম্ভাব্য গুরুত্বপূর্ণ উৎস হিসেবে তুলে ধরেতে উন্নয়নশীল দেশগুলোতে এর আগেও কিছু গবেষণা হয়েছিল। এবারের গবেষণাটি প্রমাণ করেছে, খাদ্যতালিকায় থাকা যেসব খাবার বেশি স্বাস্থ্যসুবিধা দিতে পারে, তার মধ্যে ছোট মাছ গুরুত্বপূর্ণ। কাসাহারা ব্যাখ্যা করে বলেছেন, ‘ছোট মাছ প্রত্যেকের পক্ষে খাওয়া সহজ এবং এগুলো মাথা, হাড় ও অঙ্গসহ পুরো খাওয়া যেতে পারে। ছোট মাছের অনন্য পুষ্টি এবং শারীরবৃত্তীয় সক্রিয় উপাদানগুলো আমাদের সুস্বাস্থ্য ধরে রাখার ক্ষেত্রে অবদান রাখতে পারে। ছোট মাছ খাওয়ার সঙ্গে নারীর মৃত্যুঝুঁকির বিপরীত সম্পর্ক মানুষের ডায়েটে এই পুষ্টিঘন খাবারের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।’
কাসাহারার সহগবেষক ছিলেন সহযোগী অধ্যাপক তাকাশি তামুরা। তিনি বলেছেন, ‘আমরা ধারণা করছি যে, যেকোনো জায়গার ছোট মাছ খাওয়াকে আয়ু বাড়ানোর উপায় হিসেবে দেখা যেতে পারে। তবে মৃত্যুর ঝুঁকি কমাতে ছোট মাছ খাওয়ার সম্ভাব্য ভূমিকা ব্যাখ্যা করার জন্য আরও প্রমাণ প্রয়োজন।’
সূত্র: এসসিআইটেক ডেইলি ডট কম
প্রথমবারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, শহর পরিকল্পনা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
১৬ ঘণ্টা আগেপ্রথম পরীক্ষামূলক ফ্লাইটে ‘নিউ গ্লেন’ রকেট সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণে সমর্থ হয়েছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
১৯ ঘণ্টা আগেএখন পর্যন্ত কেউ মৃত্যুর পর ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে আবারও বেঁচে উঠেছেন এমন নজির নেই। এমনকি এ রকম ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা পুরোপুরি রক্ষা করা সম্ভব হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। কিংস কলেজ লন্ডনের নিউরোসায়েন্সের অধ্যাপক ক্লাইভ কোয়েন এই ধারণাকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন।
১ দিন আগেজে-০৪১০-০১৩৯ নামের এই ব্ল্যাক হোলটির ভর সূর্যের ভরের প্রায় ৭০ কোটি গুণ। এটি এ পর্যন্ত আবিষ্কৃত অন্যতম প্রাচীন ব্ল্যাক হোল। নাসার চন্দ্র অবজারভেটরি এবং চিলির ভেরি লার্জ টেলিস্কোপসহ বিভিন্ন টেলিস্কোপের মাধ্যমে এটি শনাক্ত করা হয়েছে। এটি শিশু মহাবিশ্ব সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ করে দিয়েছে।
২ দিন আগে