ক্রীড়া ডেস্ক
ইউরোপ ছেড়ে এবারই ভিন্ন মহাদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলে প্রথমবারই করেছেন বাজিমাত। মায়ামিকে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দ এনে দিয়েছেন তিনি।
লিগ কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। ক্রুজ আজুলের বিপক্ষে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে অভিষেক ম্যাচে জিতিয়েছেন মায়ামিকে। এরপর আটলান্টা, অরলান্ডো সিটি, এফসি ডালাস—তিন দলের বিপক্ষেই জোড়া গোল করেছেন মেসি। মায়ামির জার্সিতে প্রতি ম্যাচেই গোল পেয়েছেন তিনি। ৭ ম্যাচে করেছেন ১০ গোল এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। গিওদিস পার্কে আজ ন্যাশভিলের বিপক্ষে ফাইনালেও গোল করেছেন তিনি। দূরপাল্লার শটে তাঁর দুর্দান্ত গোলে মুগ্ধ হয়েছে মেজর লিগ সকার (এমএলএস)। ফেসবুকে লিখেছে, ‘লিওনেল মেসি আপনাকে কুর্নিশ করি।’ রুদ্ধশ্বাস ফাইনালে পেনাল্টিতে ১০-৯ গোলে জিতে এবারের লিগ কাপ জিতেছে মায়ামি। মায়ামির ইতিহাসে এটাই প্রথম শিরোপা।
মায়ামির হয়ে চ্যাম্পিয়ন হয়ে ক্যাবিনেটে আরও একটি শিরোপা যোগ করেছেন মেসি। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে ৪৪ শিরোপা জিতেছেন তিনি। ৪৪ শিরোপার মধ্যে ৩৫টিই জিতেছেন বার্সেলোনার হয়ে, যেখানে লা লিগা জিতেছেন ১০ বার ও ৪ বার জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। পিএসজির হয়ে জিতেছেন ৩টি শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে জিতেছেন ৩টি শিরোপা। এই ৩টিই জিতেছেন ২০২১ থেকে ২০২২-এর মধ্যে। ২০২১ সালে ২৮ বছর পর কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে এটি মেসির প্রথম শিরোপা। এরপর ২০২২ সালে জিতেছেন ফিনালিসিমা। একই বছর কাতারে জিতেছেন বিশ্বকাপ। শিরোপাজয়ী মেসির ছবি পোস্ট করে এমএলএস লিখেছে, ‘ট্রফি কিং।’
মেসির যত শিরোপা:
বার্সেলোনা:
লা লিগা: ১০
কোপা দেল রে: ৭
সুপারকোপা: ৮
চ্যাম্পিয়নস লিগ: ৪
উয়েফা সুপার কাপ: ৩
ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩
পিএসজি:
লিগ ওয়ান: ২
ট্রফি দে চ্যাম্পিয়নস: ১
ইন্টার মায়ামি:
লিগস কাপ: ১
আর্জেন্টিনা:
বিশ্বকাপ: ১
কোপা আমেরিকা: ১
ফিনালিসিমা: ১
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩:
অলিম্পিক: ১
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০:
যুব বিশ্বকাপ: ১
ইউরোপ ছেড়ে এবারই ভিন্ন মহাদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলে প্রথমবারই করেছেন বাজিমাত। মায়ামিকে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দ এনে দিয়েছেন তিনি।
লিগ কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। ক্রুজ আজুলের বিপক্ষে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে অভিষেক ম্যাচে জিতিয়েছেন মায়ামিকে। এরপর আটলান্টা, অরলান্ডো সিটি, এফসি ডালাস—তিন দলের বিপক্ষেই জোড়া গোল করেছেন মেসি। মায়ামির জার্সিতে প্রতি ম্যাচেই গোল পেয়েছেন তিনি। ৭ ম্যাচে করেছেন ১০ গোল এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। গিওদিস পার্কে আজ ন্যাশভিলের বিপক্ষে ফাইনালেও গোল করেছেন তিনি। দূরপাল্লার শটে তাঁর দুর্দান্ত গোলে মুগ্ধ হয়েছে মেজর লিগ সকার (এমএলএস)। ফেসবুকে লিখেছে, ‘লিওনেল মেসি আপনাকে কুর্নিশ করি।’ রুদ্ধশ্বাস ফাইনালে পেনাল্টিতে ১০-৯ গোলে জিতে এবারের লিগ কাপ জিতেছে মায়ামি। মায়ামির ইতিহাসে এটাই প্রথম শিরোপা।
মায়ামির হয়ে চ্যাম্পিয়ন হয়ে ক্যাবিনেটে আরও একটি শিরোপা যোগ করেছেন মেসি। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে ৪৪ শিরোপা জিতেছেন তিনি। ৪৪ শিরোপার মধ্যে ৩৫টিই জিতেছেন বার্সেলোনার হয়ে, যেখানে লা লিগা জিতেছেন ১০ বার ও ৪ বার জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। পিএসজির হয়ে জিতেছেন ৩টি শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে জিতেছেন ৩টি শিরোপা। এই ৩টিই জিতেছেন ২০২১ থেকে ২০২২-এর মধ্যে। ২০২১ সালে ২৮ বছর পর কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে এটি মেসির প্রথম শিরোপা। এরপর ২০২২ সালে জিতেছেন ফিনালিসিমা। একই বছর কাতারে জিতেছেন বিশ্বকাপ। শিরোপাজয়ী মেসির ছবি পোস্ট করে এমএলএস লিখেছে, ‘ট্রফি কিং।’
মেসির যত শিরোপা:
বার্সেলোনা:
লা লিগা: ১০
কোপা দেল রে: ৭
সুপারকোপা: ৮
চ্যাম্পিয়নস লিগ: ৪
উয়েফা সুপার কাপ: ৩
ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩
পিএসজি:
লিগ ওয়ান: ২
ট্রফি দে চ্যাম্পিয়নস: ১
ইন্টার মায়ামি:
লিগস কাপ: ১
আর্জেন্টিনা:
বিশ্বকাপ: ১
কোপা আমেরিকা: ১
ফিনালিসিমা: ১
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩:
অলিম্পিক: ১
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০:
যুব বিশ্বকাপ: ১
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৩ ঘণ্টা আগে