ক্রীড়া ডেস্ক
১৪ মাস আগে ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনা থেকে কোনো রকমে বেঁচে ফিরেছিলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় পা হারাতে বসেছিলেন। তবে সেই দুঃস্বপ্নের সময়টা পেছনে ফেলে ফের গলফের দুনিয়ায় ফিরেছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া শীর্ষ গলফ প্রতিযোগিতা মাস্টার্সে দেখা যাবে তাঁকে। উডসের এই ফেরাকে অলৌকিকই মনে হচ্ছে অনেকের কাছে।
গাড়ি দুর্ঘটনার পর তিন মাস হুইলচেয়ারে চলা ফেরা করেছেন উডস। এমনকি তাঁর আবার গলফে ফেরাটাও অসম্ভব বলে ধরা হচ্ছিল। কিন্তু লড়াকু উডসকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত। এই সপ্তাহের শুরুতে নিজেই জানান মাস্টার্সে খেলবেন। এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। এর আগে সোমবার ৬০ হাজার দর্শকের হর্ষধ্বনির মধ্যে নিজের অনুশীলনও সেরেছেন এই মার্কিন গলফ রাজা।
উডস নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘এই মুহূর্ত আমার সিদ্ধান্ত হচ্ছে, আমি খেলব। ফিরে আসাটা দারুণ ব্যাপার। আমি আবার রোমাঞ্চিত বোধ করছি।’
প্রতিযোগিতার ষষ্ঠ শিরোপা জিতে জ্যাক নিকলাউসের সঙ্গে সমতায় আসতে পারবেন কি না, জানতে চাইলে উডস বলেন, ‘আমি মনে করি, পারব। যদি আমি মনে করি কোনো ইভেন্ট জিততে পারব না, তবে সেই ইভেন্ট আমি খেলি না।’
উডসের এই ফেরাকে গলফের জন্য দারুণ এক সংবাদ বলে মনে করছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী গলফার রয় ম্যাকলরি। ম্যাকলরি বলেন, ‘উডসের এখানে থাকাটা দারুণ ব্যাপার। গলফ নিয়ে এমন মনোযোগ তৈরি করেছেন, যা আর কেউ পারেনি। এটা তাঁর সহকর্মীদের জন্য, সংবাদমাধ্যমের জন্য, এই গলফ ক্লাবের জন্য এবং সবার জন্য দারুণ এক সংবাদ।’
মাস্টার্সে ফিরলেও সারা বছর গলফ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন উডস। বছরের বিভিন্ন সময়ে বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন তিনি।
১৪ মাস আগে ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনা থেকে কোনো রকমে বেঁচে ফিরেছিলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় পা হারাতে বসেছিলেন। তবে সেই দুঃস্বপ্নের সময়টা পেছনে ফেলে ফের গলফের দুনিয়ায় ফিরেছেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া শীর্ষ গলফ প্রতিযোগিতা মাস্টার্সে দেখা যাবে তাঁকে। উডসের এই ফেরাকে অলৌকিকই মনে হচ্ছে অনেকের কাছে।
গাড়ি দুর্ঘটনার পর তিন মাস হুইলচেয়ারে চলা ফেরা করেছেন উডস। এমনকি তাঁর আবার গলফে ফেরাটাও অসম্ভব বলে ধরা হচ্ছিল। কিন্তু লড়াকু উডসকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত। এই সপ্তাহের শুরুতে নিজেই জানান মাস্টার্সে খেলবেন। এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। এর আগে সোমবার ৬০ হাজার দর্শকের হর্ষধ্বনির মধ্যে নিজের অনুশীলনও সেরেছেন এই মার্কিন গলফ রাজা।
উডস নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘এই মুহূর্ত আমার সিদ্ধান্ত হচ্ছে, আমি খেলব। ফিরে আসাটা দারুণ ব্যাপার। আমি আবার রোমাঞ্চিত বোধ করছি।’
প্রতিযোগিতার ষষ্ঠ শিরোপা জিতে জ্যাক নিকলাউসের সঙ্গে সমতায় আসতে পারবেন কি না, জানতে চাইলে উডস বলেন, ‘আমি মনে করি, পারব। যদি আমি মনে করি কোনো ইভেন্ট জিততে পারব না, তবে সেই ইভেন্ট আমি খেলি না।’
উডসের এই ফেরাকে গলফের জন্য দারুণ এক সংবাদ বলে মনে করছেন তাঁরই প্রতিদ্বন্দ্বী গলফার রয় ম্যাকলরি। ম্যাকলরি বলেন, ‘উডসের এখানে থাকাটা দারুণ ব্যাপার। গলফ নিয়ে এমন মনোযোগ তৈরি করেছেন, যা আর কেউ পারেনি। এটা তাঁর সহকর্মীদের জন্য, সংবাদমাধ্যমের জন্য, এই গলফ ক্লাবের জন্য এবং সবার জন্য দারুণ এক সংবাদ।’
মাস্টার্সে ফিরলেও সারা বছর গলফ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন উডস। বছরের বিভিন্ন সময়ে বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন তিনি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৮ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৮ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৮ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৯ ঘণ্টা আগে