ক্রীড়া ডেস্ক
বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেক নাথান ম্যাকসুইনির। কিন্তু অভিষেক সেভাবে রাঙাতে পারলেন কই! সিরিজে মাত্র ৩ টেস্ট খেলেই বাদ পড়লেন এই ওপেনার। তাঁর পরিবর্তে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ডাক পেয়েছেন স্যাম কনস্টাস।
গত অক্টোবরে ১৯ বছর বয়সে পারা এই কনস্টাসের সামনেই এখন অস্ট্রেলিয়ার ৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুযোগ। তার জন্য রান করতে হবে এমন নয়। এই ওপেনার ব্যাট হাতে মাঠে নামলেই গড়ে ফেলবেন রেকর্ড। কী সেই কীর্তি?
মেলবোর্ন টেস্টে যদি কনস্টাস খেলেন তবে তিনিই হবেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কমবয়সী টেস্ট ওপেনার। ভাঙবেন ১৯২৯ সালে করা আর্চি জ্যাকসনের রেকর্ড। সে বছর অ্যাডিলেডে ১৯ বছর ১৪৯ দিনে অভিষেক হয় সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী ওপেনার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন প্রয়াত ফিল হিউজ। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর অভিষেক হয় ২০ বছর বয়সে।
২৬ ডিসেম্বর মেলবোর্নে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। এদিন কনস্টাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। এদিন যদি তাঁর অভিষেক হয় তবে অস্ট্রেলিয়ার টেস্টে কমবয়সী চতুর্থ ক্রিকেটার হবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত ক্রিকেটারের তালিকায় সবার ওপরে আছেন ইয়ান ক্রেইগ। ১৭ বছর ২৩৯ দিন বয়সে ১৯৫৩ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর।
এরপর পরে আছেন প্যাট কামিন্স (১৮ বছর ১৯৩ দিন)। অজি পেসারেরও টেস্ট অভিষেক হয়েছিল প্রোটিয়াদের বিপক্ষে। ২০১১ সালে জোহানেসবার্গে। তাঁর পরে টম গ্যারেট (১৮ বছর ২৩২ দিন), ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে। পরের স্থানে ক্লেম হিল (১৯ বছর ৯৬ দিন), ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে।
বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেক নাথান ম্যাকসুইনির। কিন্তু অভিষেক সেভাবে রাঙাতে পারলেন কই! সিরিজে মাত্র ৩ টেস্ট খেলেই বাদ পড়লেন এই ওপেনার। তাঁর পরিবর্তে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ডাক পেয়েছেন স্যাম কনস্টাস।
গত অক্টোবরে ১৯ বছর বয়সে পারা এই কনস্টাসের সামনেই এখন অস্ট্রেলিয়ার ৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুযোগ। তার জন্য রান করতে হবে এমন নয়। এই ওপেনার ব্যাট হাতে মাঠে নামলেই গড়ে ফেলবেন রেকর্ড। কী সেই কীর্তি?
মেলবোর্ন টেস্টে যদি কনস্টাস খেলেন তবে তিনিই হবেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কমবয়সী টেস্ট ওপেনার। ভাঙবেন ১৯২৯ সালে করা আর্চি জ্যাকসনের রেকর্ড। সে বছর অ্যাডিলেডে ১৯ বছর ১৪৯ দিনে অভিষেক হয় সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী ওপেনার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন প্রয়াত ফিল হিউজ। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর অভিষেক হয় ২০ বছর বয়সে।
২৬ ডিসেম্বর মেলবোর্নে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। এদিন কনস্টাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। এদিন যদি তাঁর অভিষেক হয় তবে অস্ট্রেলিয়ার টেস্টে কমবয়সী চতুর্থ ক্রিকেটার হবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সবচেয়ে কম বয়সে অভিষিক্ত ক্রিকেটারের তালিকায় সবার ওপরে আছেন ইয়ান ক্রেইগ। ১৭ বছর ২৩৯ দিন বয়সে ১৯৫৩ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর।
এরপর পরে আছেন প্যাট কামিন্স (১৮ বছর ১৯৩ দিন)। অজি পেসারেরও টেস্ট অভিষেক হয়েছিল প্রোটিয়াদের বিপক্ষে। ২০১১ সালে জোহানেসবার্গে। তাঁর পরে টম গ্যারেট (১৮ বছর ২৩২ দিন), ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে। পরের স্থানে ক্লেম হিল (১৯ বছর ৯৬ দিন), ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৭ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৭ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৮ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১২ ঘণ্টা আগে