নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী লিগের দলবদল শুরু হয়েছিল গত ৪ ফেব্রুয়ারি, শেষ হওয়ার কথা ছিল ৮ মার্চ। এক মাসেও দলবদল না হওয়ায় সময় বাড়ানো হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। একদম শেষ দিনে এসে দলবদল সেরেছেন জাতীয় দলের নারী ফুটবলাররা। ৯ দলের ৮টিই দলবদল সেরেছে আজ।
সাফ জেতার পরও নারী লিগে দল পেতে হিমশিম খেতে হয়েছে সাবিনা খাতুনদের। টানা তিনবারের লিগ জেতা বসুন্ধরা কিংস নিজেদের নাম প্রত্যাহারের পর থেকেই দল পাওয়া নিয়ে সংকটে পড়েন এই ফুটবলাররা। ভালো দলের বিষয়টি তো ছিলই, সঙ্গে ভালো মানের পারিশ্রমিক নিয়েও ছিল শঙ্কা। সব জল্পনা-কল্পনা কাটিয়ে নাসরিন স্পোর্টিং একাডেমিতে নাম লিখিয়েছেন জাতীয় দলের অধিকাংশ ফুটবলার।
নারী লিগে নিয়মিত খেললেও বেশির ভাগ সময়েই সাদামাটা দল গড়েছে নাসরিন স্পোর্টিং। তাদের সর্বোচ্চ সাফল্য ২০১৯ সালে রানার্সআপ হওয়া। হঠাৎ করে এই দলটা কীভাবে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে দল সাজাল, সেটি নিয়ে তৈরি হয়েছে জল্পনা। গুঞ্জন আছে, জাতীয় দলের ফুটবলারদের নিতে নাসরিনে টাকা ঢেলেছেন নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ!
আগের তিন মৌসুমে বসুন্ধরা থেকে ভালোই পারিশ্রমিক পেয়েছিলেন সাবিনারা। কিন্তু নারী ফুটবলারদের ‘সিন্ডিকেট’ করার অভিমান থেকে এবার নাম সরিয়ে নেয় লিগসেরা দলটি। বসুন্ধরার সমান না হলেও এবার নাসরিন থেকে কাছাকাছি পরিমাণ টাকা পাচ্ছেন বলে জানালেন সাবিনা। বসুন্ধরার অভিযোগ শুনে বিস্ময়ও প্রকাশ করে বললেন, ‘কী কারণে ওরা (বসুন্ধরা) দল গঠন করল না, সেটা ওদের ব্যক্তিগত বিষয়। আমি তো তিন বছর খেলেছি, আমার মতো বাকিরাও আশা করেছিল এবারও ওদের দলেই খেলবে। কেন করেনি (দল) এটা ওরাই ভালো বলতে পারবে।’
নারী লিগের দলবদল শুরু হয়েছিল গত ৪ ফেব্রুয়ারি, শেষ হওয়ার কথা ছিল ৮ মার্চ। এক মাসেও দলবদল না হওয়ায় সময় বাড়ানো হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। একদম শেষ দিনে এসে দলবদল সেরেছেন জাতীয় দলের নারী ফুটবলাররা। ৯ দলের ৮টিই দলবদল সেরেছে আজ।
সাফ জেতার পরও নারী লিগে দল পেতে হিমশিম খেতে হয়েছে সাবিনা খাতুনদের। টানা তিনবারের লিগ জেতা বসুন্ধরা কিংস নিজেদের নাম প্রত্যাহারের পর থেকেই দল পাওয়া নিয়ে সংকটে পড়েন এই ফুটবলাররা। ভালো দলের বিষয়টি তো ছিলই, সঙ্গে ভালো মানের পারিশ্রমিক নিয়েও ছিল শঙ্কা। সব জল্পনা-কল্পনা কাটিয়ে নাসরিন স্পোর্টিং একাডেমিতে নাম লিখিয়েছেন জাতীয় দলের অধিকাংশ ফুটবলার।
নারী লিগে নিয়মিত খেললেও বেশির ভাগ সময়েই সাদামাটা দল গড়েছে নাসরিন স্পোর্টিং। তাদের সর্বোচ্চ সাফল্য ২০১৯ সালে রানার্সআপ হওয়া। হঠাৎ করে এই দলটা কীভাবে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে দল সাজাল, সেটি নিয়ে তৈরি হয়েছে জল্পনা। গুঞ্জন আছে, জাতীয় দলের ফুটবলারদের নিতে নাসরিনে টাকা ঢেলেছেন নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ!
আগের তিন মৌসুমে বসুন্ধরা থেকে ভালোই পারিশ্রমিক পেয়েছিলেন সাবিনারা। কিন্তু নারী ফুটবলারদের ‘সিন্ডিকেট’ করার অভিমান থেকে এবার নাম সরিয়ে নেয় লিগসেরা দলটি। বসুন্ধরার সমান না হলেও এবার নাসরিন থেকে কাছাকাছি পরিমাণ টাকা পাচ্ছেন বলে জানালেন সাবিনা। বসুন্ধরার অভিযোগ শুনে বিস্ময়ও প্রকাশ করে বললেন, ‘কী কারণে ওরা (বসুন্ধরা) দল গঠন করল না, সেটা ওদের ব্যক্তিগত বিষয়। আমি তো তিন বছর খেলেছি, আমার মতো বাকিরাও আশা করেছিল এবারও ওদের দলেই খেলবে। কেন করেনি (দল) এটা ওরাই ভালো বলতে পারবে।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৭ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৭ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৭ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৮ ঘণ্টা আগে