পাকিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৪: ১১
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৫: ৫২

চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সংস্করণের খেলা শেষে মিরপুরে আজ শুরু হয়েছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। 

৮২ রানের লক্ষ্যে শুরুতে হোঁচট খেয়েছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। ৭.৫ ওভারে ২৭ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। পাকিস্তানের দুই ওপেনার সাদাফ শামাস, সিদরা আমিন দুজনেই আউট হয়েছেন ৭ রান করে। এরপর বিসমাহ মারুফ আউট হয়েছেন ৩ রান করে। যার মধ্যে আমিন ও মারুফ পাকিস্তানের দুই টপ অর্ডার ব্যাটারকেই এলবিডব্লুর ফাদে ফেলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আর সাদাফ আউট হয়েছেন রানআউটের ফাঁদে কাটা পড়ে। 

২৭ রানে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে যাওয়ার পর অধিনায়ক নিদা দার দলের হাল ধরেছেন। চতুর্থ ও পঞ্চম উইকেটে মুনিবা আলি ও আলিয়া রিয়াজের সঙ্গে ১৫ ও ২৮ রানের দুটি জুটি গড়তে অবদান রেখেছেন নিদা। তাতেই পাকিস্তান জয়ের অনেক কাছাকাছি চলে যায়। এরপর ২৫ তম ওভারের পঞ্চম বলে নাহিদাকে চার মেরে পাকিস্তানকে এনে দেন ৫ উইকেটের দুর্দান্ত এক জয়। সফরকারীরা এই জয় পেয়েছে ১৫১ বল হাতে রেখে। ৫৯ বলে ৩ চারে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন, যা পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদা। ১ উইকেট নিয়েছেন ফাহিমা। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ ৩১.৫ ওভারে ৮১ রানে অলআউট হয়েছে। যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেছেন ফাহিমা। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল। উম্মে হানি ও নিদা নিয়েছেন ৩টি করে উইকেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত