ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়তে বাংলাদেশের চেয়ে যেন ভালো প্রতিপক্ষ হয়ই না। সংস্করণ, দল, ভেন্যু যা-ই হোক না কেন, প্রায়ই কোনো না কোনো রেকর্ড হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস কৃপণ বোলিংয়ে ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন। তাঁর কীর্তির দিনে বেকায়দায় পড়েছে বাংলাদেশ।
১৫.৫ ওভারে ৫ রান, ৪ উইকেট—সিলসের এমন বোলিং দেখে উইকেটের চেয়ে স্বাভাবিকভাবেই তাঁর রান খরচের দিকে চোখ পড়েছে সবার। কারণ, ওভার প্রতি ১ রানও তিনি দেননি। ০.৩১ ইকোনমিতে বোলিং করে ১৯৭৮ সাল থেকে হিসেব করলে এটাই সবচেয়ে কৃপণ বোলিং। হিসেবটা করা হয়েছে কমপক্ষে ৬০ বোলিং করা বোলারদের ক্ষেত্রে। আগে এই রেকর্ড ছিল উমেশ যাদবের। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০.৪২ ইকোনমিতে বোলিং করে ৩ উইকেট নিয়েছিলেন উমেশ।
প্রথম ইনিংসে ২ উইকেটে ৭০ রানে বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। এখান থেকে সফরকারীরা আর ১০০ রানও যোগ করতে পারেনি। ১৬৪ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। রেকর্ড বই তছনছ করে দেওয়া সিলস তাঁর উইকেটের হালখাতা খোলেন লিটন দাসকে ফিরিয়ে। ক্যারিবীয় পেসার এরপর নিয়েছেন তাসকিন আহমেদ, মিরাজ, নাহিদ রানা-বাংলাদেশের এই তিন ব্যাটারের উইকেট। যেখানে নাহিদকে বোল্ড করে সিলস বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন। শেষ ৫ রান যোগ করতে বাংলাদেশ যে শেষ ৩ উইকেট হারিয়েছে, সবগুলোই নিয়েছেন সিলস।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান ইসলাম। ১৩৭ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। টেস্টে এই বাঁহাতি ব্যাটার ৪ ইনিংস পর পেয়েছেন ফিফটির দেখা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক মিরাজ। সিলসের পর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা বোলিং করেছেন শামার জোসেফ। ১৫ ওভারে ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। কেমার রোচ ও আলজারি জোসেফ নিয়েছেন ২ ও ১ উইকেট।
আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ করতে হয়েছে আগেভাগে। প্রথম ইনিংসে ১ উইকেটে ৭০ রানে দিনটা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করেছে ৩৭ ওভার। একমাত্র উইকেটটি পেয়েছেন নাহিদ। উইন্ডিজ ওপেনার মিকাইল লুইসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন নাহিদ। ৪৭ বলে ১ চারে লুইস করেন ১২ রান। ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ৩৩ রানে অপরাজিত। কিসি কার্টি ব্যাটিং করছেন ১৯ রানে।
ব্র্যাথওয়েট অবশ্য ২৬ রানেই ফিরতে পারতেন। তাইজুল ইসলামের বলে এক্সট্রা কাভারে ক্যাচ মিস করেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ ৫৯ রানে হারাতে পারত দ্বিতীয় উইকেট। এখন স্বাগতিকেরা আজ রাতে তৃতীয় দিনের খেলা শুরু করবে ৯ উইকেট হাতে নিয়ে। তারা পিছিয়ে এখনো ৯৪ রানে।
রেকর্ড গড়তে বাংলাদেশের চেয়ে যেন ভালো প্রতিপক্ষ হয়ই না। সংস্করণ, দল, ভেন্যু যা-ই হোক না কেন, প্রায়ই কোনো না কোনো রেকর্ড হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস কৃপণ বোলিংয়ে ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন। তাঁর কীর্তির দিনে বেকায়দায় পড়েছে বাংলাদেশ।
১৫.৫ ওভারে ৫ রান, ৪ উইকেট—সিলসের এমন বোলিং দেখে উইকেটের চেয়ে স্বাভাবিকভাবেই তাঁর রান খরচের দিকে চোখ পড়েছে সবার। কারণ, ওভার প্রতি ১ রানও তিনি দেননি। ০.৩১ ইকোনমিতে বোলিং করে ১৯৭৮ সাল থেকে হিসেব করলে এটাই সবচেয়ে কৃপণ বোলিং। হিসেবটা করা হয়েছে কমপক্ষে ৬০ বোলিং করা বোলারদের ক্ষেত্রে। আগে এই রেকর্ড ছিল উমেশ যাদবের। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০.৪২ ইকোনমিতে বোলিং করে ৩ উইকেট নিয়েছিলেন উমেশ।
প্রথম ইনিংসে ২ উইকেটে ৭০ রানে বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। এখান থেকে সফরকারীরা আর ১০০ রানও যোগ করতে পারেনি। ১৬৪ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। রেকর্ড বই তছনছ করে দেওয়া সিলস তাঁর উইকেটের হালখাতা খোলেন লিটন দাসকে ফিরিয়ে। ক্যারিবীয় পেসার এরপর নিয়েছেন তাসকিন আহমেদ, মিরাজ, নাহিদ রানা-বাংলাদেশের এই তিন ব্যাটারের উইকেট। যেখানে নাহিদকে বোল্ড করে সিলস বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন। শেষ ৫ রান যোগ করতে বাংলাদেশ যে শেষ ৩ উইকেট হারিয়েছে, সবগুলোই নিয়েছেন সিলস।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান ইসলাম। ১৩৭ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। টেস্টে এই বাঁহাতি ব্যাটার ৪ ইনিংস পর পেয়েছেন ফিফটির দেখা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক মিরাজ। সিলসের পর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা বোলিং করেছেন শামার জোসেফ। ১৫ ওভারে ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। কেমার রোচ ও আলজারি জোসেফ নিয়েছেন ২ ও ১ উইকেট।
আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ করতে হয়েছে আগেভাগে। প্রথম ইনিংসে ১ উইকেটে ৭০ রানে দিনটা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করেছে ৩৭ ওভার। একমাত্র উইকেটটি পেয়েছেন নাহিদ। উইন্ডিজ ওপেনার মিকাইল লুইসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন নাহিদ। ৪৭ বলে ১ চারে লুইস করেন ১২ রান। ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ৩৩ রানে অপরাজিত। কিসি কার্টি ব্যাটিং করছেন ১৯ রানে।
ব্র্যাথওয়েট অবশ্য ২৬ রানেই ফিরতে পারতেন। তাইজুল ইসলামের বলে এক্সট্রা কাভারে ক্যাচ মিস করেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ ৫৯ রানে হারাতে পারত দ্বিতীয় উইকেট। এখন স্বাগতিকেরা আজ রাতে তৃতীয় দিনের খেলা শুরু করবে ৯ উইকেট হাতে নিয়ে। তারা পিছিয়ে এখনো ৯৪ রানে।
একটু দেরি করে আজ ভোরে যাঁরা টিভি অন করেছেন, পর্দায় চোখ রেখেই হকচকিয়ে গেছেন। এও কী সম্ভব! যে জসপ্রীত বুমরা শিকার করেই অভ্যস্ত, বক্সিং ডে টেস্ট শুরুর দিনেই উল্টো তিনি ‘শিকার’ ব্যাটারের হাতে! আর সেই ব্যাটার একদমই আনকোরা—স্যাম কনস্টাস; বয়স ১৯ বছর ৮৫ দিন।
২ ঘণ্টা আগেসেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে পড়েছে ১৩ উইকেট। সব উইকেট গেছে পেসারদের পকেটে। ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়ে দিনের সেরা বোলার দক্ষিণ আফ্রিকার ড্যান পিটারসন। তাঁর তোপেই পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১১ রানে।
২ ঘণ্টা আগেসারা দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তবে প্রথম দিন একটু আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তার আগে শন উইলিয়ামসই আলোকিত করে রেখেছিলেন বুলাওয়ের কুইনস স্পোর্স ক্লাব। তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়েছে জিম্বাবুয়ে। দিন পার করেছে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে।
৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে থাকবেন সুমাইয়া আক্তার, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফিয়া আশিমা ইরা।
৩ ঘণ্টা আগে