ক্রীড়া ডেস্ক
সারা দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তবে প্রথম দিন একটু আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তার আগে শন উইলিয়ামসই আলোকিত করে রেখেছিলেন বুলাওয়ের কুইনস স্পোর্স ক্লাব। তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়েছে জিম্বাবুয়ে। দিন পার করেছে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে।
প্রথমবার জিম্বাবুয়েতে টেস্ট খেলছে আফগানিস্তান। সেটিও বক্সিং ডে’তে। তার জন্য দর্শকদের টিকিট ফ্রিতেই দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। দর্শকদেরও নিরাশ করেননি জিম্বাবুয়েনরা। সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি প্রমাণ করতেও সময় লাগেনি তাদের।
ইনিংসের ১০ম ওভারে ওপেনার-উইকেটরক্ষক জয়লর্ড গাম্বিকে (৯) হারালেও পুরো দিন আফগানদের দৌড়ের ওপর রাখে জিম্বাবুয়ের ব্যাটাররা। অভিষেক টেস্ট ফিফটি পেয়েছেন দুই ইংলিশ অলরাউন্ডার টম কারান ও স্যাম কারানের ভাই ওপেনার বেন কারান (৬৮)।
তবে চার রানের আক্ষেপ নিয়ে ফেরেন তাকুদজওয়ানাশে কাইতানো (৪৬)। এরপরই উইলিয়ামসের ব্যাটিং প্রদর্শনী। তৃতীয় সেশনে অধিনায়ক ক্রেইগ আরভিনকে (৫৬) নিয়ে করেন ১৪৭ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামবেন দুজনে। উইলিয়ামস ১৬১ বলে করেছেন ১৪৫ রান। আফগানিস্তানের হয়ে দিনের সেরা বোলার স্পিনার আল্লাহ গজনফর (২/৮৩)।
সারা দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তবে প্রথম দিন একটু আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তার আগে শন উইলিয়ামসই আলোকিত করে রেখেছিলেন বুলাওয়ের কুইনস স্পোর্স ক্লাব। তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়েছে জিম্বাবুয়ে। দিন পার করেছে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে।
প্রথমবার জিম্বাবুয়েতে টেস্ট খেলছে আফগানিস্তান। সেটিও বক্সিং ডে’তে। তার জন্য দর্শকদের টিকিট ফ্রিতেই দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। দর্শকদেরও নিরাশ করেননি জিম্বাবুয়েনরা। সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি প্রমাণ করতেও সময় লাগেনি তাদের।
ইনিংসের ১০ম ওভারে ওপেনার-উইকেটরক্ষক জয়লর্ড গাম্বিকে (৯) হারালেও পুরো দিন আফগানদের দৌড়ের ওপর রাখে জিম্বাবুয়ের ব্যাটাররা। অভিষেক টেস্ট ফিফটি পেয়েছেন দুই ইংলিশ অলরাউন্ডার টম কারান ও স্যাম কারানের ভাই ওপেনার বেন কারান (৬৮)।
তবে চার রানের আক্ষেপ নিয়ে ফেরেন তাকুদজওয়ানাশে কাইতানো (৪৬)। এরপরই উইলিয়ামসের ব্যাটিং প্রদর্শনী। তৃতীয় সেশনে অধিনায়ক ক্রেইগ আরভিনকে (৫৬) নিয়ে করেন ১৪৭ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামবেন দুজনে। উইলিয়ামস ১৬১ বলে করেছেন ১৪৫ রান। আফগানিস্তানের হয়ে দিনের সেরা বোলার স্পিনার আল্লাহ গজনফর (২/৮৩)।
সেঞ্চুরিয়নে গতকাল শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান প্রথম টেস্ট। প্রথম দিন প্রোটিয়ারা শেষ করেছে ৩ উইকেটে ৮২ রানে। এখনো তারা পিছিয়ে ১২৯ রানে। বাংলাদেশ সময় আজ বেলা ২টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। ফুটবলে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেতারকাদের নিয়ে আগে থেকে কোনো উপসংহারে আসা যায় না। যত বেশি সমালোচনা, ততই বেশি উজ্জীবিত হয়ে ওঠেন। কদিন আগে যে স্টিভ স্মিথ ধুঁকছিলেন, ভারত সিরিজে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে নতুন এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগেদুর্দান্ত গতিতে ছুটে চলেছেন মোহাম্মদ সালাহ। গোল তো করছেনই, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। নতুন মাইলফলকও ছুঁয়ে ফেলছেন সালাহ। তবে মিসরীয় এই ফরোয়ার্ড শুধু মাইলফলক গড়াতেই থেমে থাকতে চান না। তাঁর লক্ষ্যটা আরও বড়।
২ ঘণ্টা আগেকোথায়, কখন কী ঘটবে, সেটা আগে থেকে অনুমান করা বেশির ভাগ ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। স্যাম কনস্টাসও কি ঘুণাক্ষরে টের পেয়েছিলেন তাঁকে বিরাট কোহলি এভাবে ধাক্কা দেবেন? অথচ কয়েক মাস আগেও অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার কোহলিকে সবার ওপরে স্থান দিয়েছিলেন।
৩ ঘণ্টা আগে