ক্রীড়া ডেস্ক
সারা দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তবে প্রথম দিন একটু আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তার আগে শন উইলিয়ামসই আলোকিত করে রেখেছিলেন বুলাওয়ের কুইনস স্পোর্স ক্লাব। তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়েছে জিম্বাবুয়ে। দিন পার করেছে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে।
প্রথমবার জিম্বাবুয়েতে টেস্ট খেলছে আফগানিস্তান। সেটিও বক্সিং ডে’তে। তার জন্য দর্শকদের টিকিট ফ্রিতেই দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। দর্শকদেরও নিরাশ করেননি জিম্বাবুয়েনরা। সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি প্রমাণ করতেও সময় লাগেনি তাদের।
ইনিংসের ১০ম ওভারে ওপেনার-উইকেটরক্ষক জয়লর্ড গাম্বিকে (৯) হারালেও পুরো দিন আফগানদের দৌড়ের ওপর রাখে জিম্বাবুয়ের ব্যাটাররা। অভিষেক টেস্ট ফিফটি পেয়েছেন দুই ইংলিশ অলরাউন্ডার টম কারান ও স্যাম কারানের ভাই ওপেনার বেন কারান (৬৮)।
তবে চার রানের আক্ষেপ নিয়ে ফেরেন তাকুদজওয়ানাশে কাইতানো (৪৬)। এরপরই উইলিয়ামসের ব্যাটিং প্রদর্শনী। তৃতীয় সেশনে অধিনায়ক ক্রেইগ আরভিনকে (৫৬) নিয়ে করেন ১৪৭ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামবেন দুজনে। উইলিয়ামস ১৬১ বলে করেছেন ১৪৫ রান। আফগানিস্তানের হয়ে দিনের সেরা বোলার স্পিনার আল্লাহ গজনফর (২/৮৩)।
সারা দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তবে প্রথম দিন একটু আগেভাগে শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে। তার আগে শন উইলিয়ামসই আলোকিত করে রেখেছিলেন বুলাওয়ের কুইনস স্পোর্স ক্লাব। তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়েছে জিম্বাবুয়ে। দিন পার করেছে ৪ উইকেটে ৩৬৩ রান নিয়ে।
প্রথমবার জিম্বাবুয়েতে টেস্ট খেলছে আফগানিস্তান। সেটিও বক্সিং ডে’তে। তার জন্য দর্শকদের টিকিট ফ্রিতেই দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। দর্শকদেরও নিরাশ করেননি জিম্বাবুয়েনরা। সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি প্রমাণ করতেও সময় লাগেনি তাদের।
ইনিংসের ১০ম ওভারে ওপেনার-উইকেটরক্ষক জয়লর্ড গাম্বিকে (৯) হারালেও পুরো দিন আফগানদের দৌড়ের ওপর রাখে জিম্বাবুয়ের ব্যাটাররা। অভিষেক টেস্ট ফিফটি পেয়েছেন দুই ইংলিশ অলরাউন্ডার টম কারান ও স্যাম কারানের ভাই ওপেনার বেন কারান (৬৮)।
তবে চার রানের আক্ষেপ নিয়ে ফেরেন তাকুদজওয়ানাশে কাইতানো (৪৬)। এরপরই উইলিয়ামসের ব্যাটিং প্রদর্শনী। তৃতীয় সেশনে অধিনায়ক ক্রেইগ আরভিনকে (৫৬) নিয়ে করেন ১৪৭ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামবেন দুজনে। উইলিয়ামস ১৬১ বলে করেছেন ১৪৫ রান। আফগানিস্তানের হয়ে দিনের সেরা বোলার স্পিনার আল্লাহ গজনফর (২/৮৩)।
ডিপিএলে শাইনপুকুর ও গুলশানের ম্যাচে আজ দুটি আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড়। সাবেক-বর্তমান ক্রিকেটররা ধুয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। ইচ্ছে করেই যেন উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটার। ইমরুল তাঁদের প্রতি প্রশ্ন রেখেই বললেন, এই ক্রিকেটারদের দিয়ে কি দেশের প্রতিনিধি
১১ ঘণ্টা আগেডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটার ও ক্লাব কর্তারা আরও সচেতন হবেন, অন্তত দেশের সবচেয়ে বড় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এমনই আশা করছিল। লিগ যত শেষের দিকে যাচ্ছে, ততই যেন খেলার চেতনা পরিপন্থী ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
১৩ ঘণ্টা আগে