ভালো বোধ করছেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১০: ৩২

সবকিছু ঠিক থাকলে গতকাল রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা তামিম ইকবালের। ব্যথানাশক ইনজেকশন নেওয়ার পর দুই দিন পর্যবেক্ষণে ছিলেন তিনি। গতকাল তামিমের পর্যবেক্ষণ পর্ব শেষ হয়েছে। জানা গেছে, ইনজেকশন নেওয়ার পর থেকে ভালো বোধ করছেন তামিম। তবে ব্যথার অবস্থা বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। 

আপাতত দেশে ফিরে তাঁকে ৭ থেকে ১০ দিন পুরো বিশ্রামে থাকতে হবে। এ সময় তামিমের ব্যথার অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। ব্যথা ফিরে না এলে এরপর শুরু হবে তাঁর মাঠের ফেরার প্রক্রিয়া। কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে তামিমের সামনে দুটি পথ খোলা ছিল—অপারেশনের টেবিলে বসা অথবা ইনজেকশন। তামিম দ্বিতীয়টিকে বেছে নিয়েছেন। অবসর ভেঙে মাঠে ফেরার অপেক্ষায় থাকা তামিমের কাছে অবশ্য ভিন্ন উপায়ও ছিল না। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। ছুরি-কাঁচির নিচে গেলে লম্বা সময় মাঠের বাইরে গিয়ে দুটিকেই বিসর্জন দিতে হতো। তবে এখনো তামিমের ফেরার ওপর অনেক ‘যদি’ ‘কিন্তু’ ঝুলে আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত