নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নেমেছে। মেহেদী হাসান মিরাজকে ডাকুন। বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবেন। বোলিংয়েও যখন উইকেটের জন্য দীর্ঘ অপেক্ষা, মিরাজ এনে দিচ্ছেন ব্রেকথ্রু। দলের বিপদে ত্রাতা বনে যাওয়া মিরাজের সঙ্গে সাকিব আল হাসানের তুলনাটা আসছে বারবার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সাকিবের অনুপস্থিতিতে ব্যাটিংটা ভালো করবেন মিরাজ। বাংলাদেশ ৭ উইকেটে হারলেও শান্তর আস্থার প্রতিদান দিয়েছেন মিরাজ। বিরুদ্ধ পরিস্থিতিতে মিরাজ লড়ে গেছেন নিজের সাধ্যমত। ভবিষ্যতে সাকিবের ব্যাটিংয়ের অভাব পূরণ করতে পারবেন কি না, মিরাজকে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হয়। বাংলাদেশের অলরাউন্ডার তখন বলেন, ‘দেখুন একটা জিনিস কী। আপনারা সব সময় একটা কথা বলেন, সাকিব ভাইয়ের জায়গায় আমি। ব্যাটিংয়ে রানটা শুরু করেছি মাত্র ১-২ বছর। আপনি ধারাবাহিকভাবে রান করার ব্যাপারটা যদি দেখেন। সাকিব ভাই শুরু থেকে রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই। আমি আমার জায়গায়।’
মিরপুরে এই টেস্ট দিয়েই সাকিব তাঁর টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। প্রথম টেস্টের দলে প্রথমে তাঁর নামও ছিল। তবে শেষ মুহূর্তে এসে সাকিবকে বাধ্য হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত বদলে ফেলতে হয়। সংবাদ সম্মেলনে আজ যখন ‘সাকিবের বিদায়ী টেস্ট’-এর প্রসঙ্গ আসে, মিরাজ তখন বলেন, ‘তিনি (সাকিব ভাই) কেন আসতে পারেননি, খেলতে পারেননি, এটা আমরা সবাই জানি। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়। বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। সেটা অস্বীকার করতে পারব না। তবে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু যাচ্ছেন, আমার মনে হয় তার পাশে সবার থাকা উচিত।’
২৪৬ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব। এছাড়াও ২০০৬ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবকে প্রশংসায় ভাসিয়ে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখুন, সাকিব ভাই বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন করেছেন। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়।’
আরও পড়ুন:
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নেমেছে। মেহেদী হাসান মিরাজকে ডাকুন। বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবেন। বোলিংয়েও যখন উইকেটের জন্য দীর্ঘ অপেক্ষা, মিরাজ এনে দিচ্ছেন ব্রেকথ্রু। দলের বিপদে ত্রাতা বনে যাওয়া মিরাজের সঙ্গে সাকিব আল হাসানের তুলনাটা আসছে বারবার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সাকিবের অনুপস্থিতিতে ব্যাটিংটা ভালো করবেন মিরাজ। বাংলাদেশ ৭ উইকেটে হারলেও শান্তর আস্থার প্রতিদান দিয়েছেন মিরাজ। বিরুদ্ধ পরিস্থিতিতে মিরাজ লড়ে গেছেন নিজের সাধ্যমত। ভবিষ্যতে সাকিবের ব্যাটিংয়ের অভাব পূরণ করতে পারবেন কি না, মিরাজকে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হয়। বাংলাদেশের অলরাউন্ডার তখন বলেন, ‘দেখুন একটা জিনিস কী। আপনারা সব সময় একটা কথা বলেন, সাকিব ভাইয়ের জায়গায় আমি। ব্যাটিংয়ে রানটা শুরু করেছি মাত্র ১-২ বছর। আপনি ধারাবাহিকভাবে রান করার ব্যাপারটা যদি দেখেন। সাকিব ভাই শুরু থেকে রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই। আমি আমার জায়গায়।’
মিরপুরে এই টেস্ট দিয়েই সাকিব তাঁর টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। প্রথম টেস্টের দলে প্রথমে তাঁর নামও ছিল। তবে শেষ মুহূর্তে এসে সাকিবকে বাধ্য হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত বদলে ফেলতে হয়। সংবাদ সম্মেলনে আজ যখন ‘সাকিবের বিদায়ী টেস্ট’-এর প্রসঙ্গ আসে, মিরাজ তখন বলেন, ‘তিনি (সাকিব ভাই) কেন আসতে পারেননি, খেলতে পারেননি, এটা আমরা সবাই জানি। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়। বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। সেটা অস্বীকার করতে পারব না। তবে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু যাচ্ছেন, আমার মনে হয় তার পাশে সবার থাকা উচিত।’
২৪৬ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব। এছাড়াও ২০০৬ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবকে প্রশংসায় ভাসিয়ে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখুন, সাকিব ভাই বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন করেছেন। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়।’
আরও পড়ুন:
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
৩৩ মিনিট আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৭ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৮ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
৯ ঘণ্টা আগে