ভিসা জটিলতায় এখনো ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাতে পারেনি আফগান যুবারা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ১১: ২০

দরজায় কড়া নাড়ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুব বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে বাকি দলগুলো ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে। অনুশীলন শেষ করে তারা প্রস্তুতি ম্যাচও খেলা শুরু করেছে। কিন্তু ভিসা জটিলতায় আফগানিস্তান এখনো উইন্ডিজে পৌঁছাতেই পারেনি। বাতিল করা হয়েছে আফগানদের দুটি প্রস্তুতি ম্যাচও।

আফগানদের এই ভিসা জটিলতার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি করেছে আইসিসি। তারা জানিয়েছে, ‘আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে যাচ্ছি। দ্রুত সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি যেন তারা ভ্রমণের অনুমতি পায়। ১৪ জানুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচগুলোর নতুন সূচি করা হয়েছে। এতে করে ভেন্যুতে উপস্থিত দলগুলো বিশ্বকাপ শুরুর আগে যথাযথ প্রস্তুতির সুযোগ পাবে।’ 

ইংল্যান্ড ও আমিরাতের বিপক্ষে আফগানদের প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় আগামীকাল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড-আমিরাত। বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি, জিম্বাবুয়ের বিপক্ষে। আর ১৪ জানুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত