ক্রীড়া ডেস্ক
সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যেন এক কাঠি সরেস কলকাতা পুলিশ। প্রায়ই ক্রিকেটের নানা ঘটনাকে উপজীব্য করে নাগরিকদের সচেতন করে। এবার তেমনি চট্টগ্রাম টেস্টের এক ঘটনাকে কাজে লাগিয়ে ফেসবুক সুরক্ষায় সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে তারা।
কলকাতা পুলিশের উদ্দেশ্য সচেতনতা তৈরি হলেও বাংলাদেশের ক্রিকেটে সেটি কিছুটা ব্যঙ্গাত্মক। বাংলাদেশের ফিল্ডারদের মাখন মাখানো হাতের চিত্র সামনে এনেছে কলকাতা পুলিশ। স্লিপে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের ঘটনা বাংলাদেশ-শ্রীলঙ্কার চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের।
দ্বিতীয় সেশনের সময় ১২১তম ওভারে খালেদ আহমেদের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন প্রবাত জয়াসুরিয়া। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাত ফসকে দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দিপুর কাছে যায়। হেলমেট পরে ফিল্ডিং করা দিপুও ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। জয়াসুরিয়ার ক্যাচ ধরার শেষ সুযোগ পান জাকির হাসান। কিন্তু তিনিও ক্যাচটি মিস করে বসেন। শেষ দুই ফিল্ডারই আবার হেলমেট পরে ফিল্ডিং করছিলেন স্লিপে। ক্রিকেট মাঠের অন্যতম কঠিন জায়গা হলেও সাধারণত হেলমেট পড়ে ফিল্ডিং করতে দেখা যায় না স্লিপে। তাঁরা দুজন হেলমেট পরে ফিল্ডিং বিষয়টি আরও হাস্যকর করে তোলেন। ক্যাচ ফসকানোর ঘটনা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে ফেসবুকে।
ক্যাচ মিসের এই ঘটনা ফেসবুক সুরক্ষায় কাজে লাগিয়েছে কলকাতা পুলিশ। ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় ‘মোয়ে মোয়ে’ গান রেখে শান্তর ক্যাচ মিসকে দুর্বল পাসওয়ার্ড বলে মন্তব্য করেছে তারা। দিপুর ক্যাচ মিসকে ‘টু-ফেক্টর অথেনটিকেশন’ নেই বলে জানিয়েছে। আর সবশেষ জাকিরের ক্যাচ মিসকে ফেসবুক প্রোফাইল লক করা হয়নি বলা হচ্ছে। ফেসবুক সুরক্ষায় এই তিন বিষয়কে গুরত্ব দিতে ভিডিও তৈরি করেছে তারা। নাহলে বাংলাদেশের ফিল্ডারদের মতোই ভুলের খেসারত দিতে হবে—এমনটা বোঝাতে চেয়েছে কলকাতা পুলিশ।
কিছুদিন আগে বাংলাদেশের অধিনায়ক শান্তর হাস্যকর রিভিউ নিয়েও ভিডিও বানিয়েছিল কলকাতা পুলিশ। শান্তর রিভিউকে লোভনীয় লিঙ্কে ক্লিক করার সঙ্গে তুলনা করেছিল তারা। উইজডেন ক্রিকেট শান্তর নেওয়া রিভিউকে তো অল টাইম গ্রেট রিভিউ ফেইল বলে মতও দিয়েছে ক্রিকেট সাময়িকী।
সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যেন এক কাঠি সরেস কলকাতা পুলিশ। প্রায়ই ক্রিকেটের নানা ঘটনাকে উপজীব্য করে নাগরিকদের সচেতন করে। এবার তেমনি চট্টগ্রাম টেস্টের এক ঘটনাকে কাজে লাগিয়ে ফেসবুক সুরক্ষায় সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে তারা।
কলকাতা পুলিশের উদ্দেশ্য সচেতনতা তৈরি হলেও বাংলাদেশের ক্রিকেটে সেটি কিছুটা ব্যঙ্গাত্মক। বাংলাদেশের ফিল্ডারদের মাখন মাখানো হাতের চিত্র সামনে এনেছে কলকাতা পুলিশ। স্লিপে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের ঘটনা বাংলাদেশ-শ্রীলঙ্কার চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের।
দ্বিতীয় সেশনের সময় ১২১তম ওভারে খালেদ আহমেদের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন প্রবাত জয়াসুরিয়া। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাত ফসকে দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দিপুর কাছে যায়। হেলমেট পরে ফিল্ডিং করা দিপুও ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। জয়াসুরিয়ার ক্যাচ ধরার শেষ সুযোগ পান জাকির হাসান। কিন্তু তিনিও ক্যাচটি মিস করে বসেন। শেষ দুই ফিল্ডারই আবার হেলমেট পরে ফিল্ডিং করছিলেন স্লিপে। ক্রিকেট মাঠের অন্যতম কঠিন জায়গা হলেও সাধারণত হেলমেট পড়ে ফিল্ডিং করতে দেখা যায় না স্লিপে। তাঁরা দুজন হেলমেট পরে ফিল্ডিং বিষয়টি আরও হাস্যকর করে তোলেন। ক্যাচ ফসকানোর ঘটনা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে ফেসবুকে।
ক্যাচ মিসের এই ঘটনা ফেসবুক সুরক্ষায় কাজে লাগিয়েছে কলকাতা পুলিশ। ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় ‘মোয়ে মোয়ে’ গান রেখে শান্তর ক্যাচ মিসকে দুর্বল পাসওয়ার্ড বলে মন্তব্য করেছে তারা। দিপুর ক্যাচ মিসকে ‘টু-ফেক্টর অথেনটিকেশন’ নেই বলে জানিয়েছে। আর সবশেষ জাকিরের ক্যাচ মিসকে ফেসবুক প্রোফাইল লক করা হয়নি বলা হচ্ছে। ফেসবুক সুরক্ষায় এই তিন বিষয়কে গুরত্ব দিতে ভিডিও তৈরি করেছে তারা। নাহলে বাংলাদেশের ফিল্ডারদের মতোই ভুলের খেসারত দিতে হবে—এমনটা বোঝাতে চেয়েছে কলকাতা পুলিশ।
কিছুদিন আগে বাংলাদেশের অধিনায়ক শান্তর হাস্যকর রিভিউ নিয়েও ভিডিও বানিয়েছিল কলকাতা পুলিশ। শান্তর রিভিউকে লোভনীয় লিঙ্কে ক্লিক করার সঙ্গে তুলনা করেছিল তারা। উইজডেন ক্রিকেট শান্তর নেওয়া রিভিউকে তো অল টাইম গ্রেট রিভিউ ফেইল বলে মতও দিয়েছে ক্রিকেট সাময়িকী।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৮ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৮ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৮ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৯ ঘণ্টা আগে