ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন কোহলি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ২৩: ৪৪

হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছিল ৭৮ রানে। ইনিংস ও ৭৬ রানে টেস্ট হারে এই ব্যাটিং ব্যর্থতায় ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচ শেষে বিরাট কোহলিও জানিয়েছেন সে কথায়। 

তৃতীয় টেস্টে হারের পর ইংল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিয়েছেন কোহলি। প্রথম ইনিংসে রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি ভারতের কোনো ব্যাটসম্যান। তবে দ্বিতীয় ইনিংসে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে টেস্ট বাঁচানোর আশা জাগিয়েছিল ভারত। ইংলিশ পেসারদের তোপে অবশ্য হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচ হারের পর কোহলিও তাই বলেছেন, ‘চাপটা পড়েছিল স্কোরবোর্ডে। কোনো দল  ৮০ রানের নিচে অলআউট হওয়ার পর প্রতিপক্ষ বড় স্কোর গড়লে স্বাভাবিকভাবেই সেই দল চাপে থাকবে।’

দ্বিতীয় ইনিংসে কাল বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল ভারত। তৃতীয় উইকেট জুটিতে ভালোই এগোচ্ছিলেন বিরাট কোহলি আর চেতেশ্বর পূজারা। তবে আজ চতুর্থ দিনের প্রথম সেশনেই ইংলিশ বোলারদের তোপে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপের। কোহলি অবশ্য এটার কৃতিত্ব দিয়েছেন ওলি রবিনসন ও জিমি অ্যান্ডারসনদের, ‘গতকাল পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। যতটা সম্ভব লড়াই করেছি এবং নিজেদের একটি সুযোগ দিয়েছি। তবে আজ ইংলিশ বোলাররা অসাধারণ করেছে। সেটির ফলও তারা পেয়েছে।’

প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ার কারণও ব্যাখ্যা করেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক এ প্রসঙ্গে বলেছেন, ‘এই উইকেটে এমন হতেই পারে। আমরা ভেবেছিলাম উইকেট ব্যাটিং সহায়ক। তবে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আমাদের ভুল করতে বাধ্য করেছে। তারা ক্রমাগত চাপ সৃষ্টি করছে। যখন আপনি রান করতে পারবেন না, তখন এই বোলিং সামলানো আরও কঠিন হয়ে যায়। এ কারণেই ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছে।’

হেডিংলি টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজের চতুর্থ টেস্টে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন কোহলি। গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে ৩৬ রানের অলআউটের পর ঘুরে দাঁড়ানোর কথাও মনে করিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত