Ajker Patrika

আফগান বোলারদের কাছ থেকে জিম্বাবুয়েকে বাঁচাল বৃষ্টি

ক্রীড়া ডেস্ক   
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫২
মুষলধারে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। ছবি: এসিবি
মুষলধারে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। ছবি: এসিবি

হারারেতে আজ বৃষ্টিতে বৃষ্টিতেই কেটেছে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। দিন শেষে জয়ী হয়েছে বৃষ্টি। তাতে বড় এক বিপদ থেকে বেঁচে গেল জিম্বাবুয়ে।

মুষলধারে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে-আফগানিস্তান প্রথম ওয়ানডের দৈর্ঘ্য কমিয়ে ২৮ ওভারে নিয়ে আসা হয়। কমিয়ে আনা ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। প্রথমে ব্যাটিং পেয়ে ৯.২ ওভারে ৫ উইকেটে ৪৪ রানে পরিণত হয় জিম্বাবুয়ে। এমন পরিস্থিতিতে বৃষ্টি যেন স্বাগতিকদের জন্য ‘আশীর্বাদ’ হয়ে এসেছে। বৃষ্টি যখন নাছোড়বান্দার মতো আচরণ করতে থাকে, আম্পায়াররাও বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার খবরটা শুনে মন খারাপ আফগানিস্তানের। এক মিডিয়া বিজ্ঞপ্তিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ‘এই খবর আমরা শেয়ার করতে চাইনি। হারারেতে নিরবচ্ছিন্ন বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে পরিত্যক্ত করা হয়েছে। আশা করি পরের ম্যাচে আবহাওয়া ভালো থাকবে।’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পরশু মুখোমুখি হবে জিম্বাবুয়ে-আফগানিস্তান। তৃতীয় ওয়ানডে হবে ২১ ডিসেম্বর। শেষ দুই ওয়ানডে হারারেতেই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।

বাংলাদেশ সময় আজ বেলা দেড়টায় শুরু হওয়ার কথা ছিল জিম্বাবুয়ে-আফগানিস্তান প্রথম ওয়ানডে। তবে মুষলধারে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে শুরু হয় ২৮ ওভারের ম্যাচ। ৫৬ বল পর সেটা তো বলই করতে হয়েছে। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে আফগানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত