ক্রীড়া ডেস্ক
আইসিসি ইভেন্ট, এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় প্রায়ই। তবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না দীর্ঘদিন। পাকিস্তান আগ্রহ দেখালেও ভারত নাকচ করেছে বারবার।
২০১২-১৩ সালে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। এটাই সর্বশেষ ভারত-পাকিস্তান সিরিজ। এই সময়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও অনেক দল। ঘরের মাঠ, অ্যাওয়ে, নিরপেক্ষ ভেন্যু-সবখানেই খেলেছে পাকিস্তান। ভারত-পাকিস্তান সিরিজ না হওয়া প্রসঙ্গে আবদুল রাজ্জাক ২৫ বছর আগের কথা উল্লেখ করেছেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সালে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী তিনটি ওয়ানডে সিরিজ খেলেছিল। পাকিস্তান জিতেছিল ৭ ম্যাচ, ৬ ম্যাচ হেরেছিল এবং বৃষ্টিতে এক ম্যাচ ভেস্তে গিয়েছিল। রাজ্জাক বলেন, ‘একমাত্র ভারতই পাকিস্তানের সঙ্গে খেলে না। ১৯৯৭-৯৮ সালে তারা (ভারত) আমাদের বিপক্ষে বেশি ম্যাচ খেলেনি। কারণ আমরা অনেক ভালো খেলতাম। ভারত সব সময়ই হারত।’
রাজ্জাক ২০২৩ অ্যাশেজের কথাও উল্লেখ করেছেন। এজবাস্টন, লর্ডস, হেডিংলি-অ্যাশেজের তিন টেস্টই রোমাঞ্চ ছড়িয়েছে। প্রথম দুই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও তৃতীয় টেস্ট জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘এখন পরিস্থিতি বদলে গেছে। আমরা ২০২৩ সালে আছি। আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে। কোনো দল বড় বা ছোট না। আপনি অ্যাশেজ দেখুন। কোন দল বেশি ভালো তা আপনি বলতে পারবেন? যে দল ভালো খেলবে, সে দলই জিতবে।
পাকিস্তান দল দুর্বল এটা বলা যাবে না।’
এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা তিনটি, যদি তারা ফাইনালে পৌঁছায়। আর ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপে মুখোমুখি হবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আইসিসি ইভেন্ট, এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় প্রায়ই। তবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না দীর্ঘদিন। পাকিস্তান আগ্রহ দেখালেও ভারত নাকচ করেছে বারবার।
২০১২-১৩ সালে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। এটাই সর্বশেষ ভারত-পাকিস্তান সিরিজ। এই সময়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও অনেক দল। ঘরের মাঠ, অ্যাওয়ে, নিরপেক্ষ ভেন্যু-সবখানেই খেলেছে পাকিস্তান। ভারত-পাকিস্তান সিরিজ না হওয়া প্রসঙ্গে আবদুল রাজ্জাক ২৫ বছর আগের কথা উল্লেখ করেছেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সালে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী তিনটি ওয়ানডে সিরিজ খেলেছিল। পাকিস্তান জিতেছিল ৭ ম্যাচ, ৬ ম্যাচ হেরেছিল এবং বৃষ্টিতে এক ম্যাচ ভেস্তে গিয়েছিল। রাজ্জাক বলেন, ‘একমাত্র ভারতই পাকিস্তানের সঙ্গে খেলে না। ১৯৯৭-৯৮ সালে তারা (ভারত) আমাদের বিপক্ষে বেশি ম্যাচ খেলেনি। কারণ আমরা অনেক ভালো খেলতাম। ভারত সব সময়ই হারত।’
রাজ্জাক ২০২৩ অ্যাশেজের কথাও উল্লেখ করেছেন। এজবাস্টন, লর্ডস, হেডিংলি-অ্যাশেজের তিন টেস্টই রোমাঞ্চ ছড়িয়েছে। প্রথম দুই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও তৃতীয় টেস্ট জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘এখন পরিস্থিতি বদলে গেছে। আমরা ২০২৩ সালে আছি। আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে। কোনো দল বড় বা ছোট না। আপনি অ্যাশেজ দেখুন। কোন দল বেশি ভালো তা আপনি বলতে পারবেন? যে দল ভালো খেলবে, সে দলই জিতবে।
পাকিস্তান দল দুর্বল এটা বলা যাবে না।’
এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা তিনটি, যদি তারা ফাইনালে পৌঁছায়। আর ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপে মুখোমুখি হবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৪১ মিনিট আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
১ ঘণ্টা আগে২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
২ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩ ঘণ্টা আগে