ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা একটু সময় নিয়েই করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল এরই মধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের জার্সি গত রাতে উন্মোচন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে মজায় মেতে ওঠেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা।
আইসিসি আজ বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশের জার্সি উন্মোচন নিয়ে ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, জার্সি উন্মোচনের জন্য ছবি তুলতে যাচ্ছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, জাকের আলী অনিকেরা। বিশ্বকাপের ১৫ ক্রিকেটার একসঙ্গে ছবি তুলেছেন। ঘাড়ের পেছনে ব্যাট রেখে ছবি তুলেছেন অধিনায়ক শান্ত। আইসিসির ক্যামেরায় আরও দেখা গেছে, হাসছেন তাওহীদ হৃদয়কে। নাচছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোস্তাফিজ, জাকের, লিটনসহ অনেকেই বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। কাগজ, ব্যাটে স্বাক্ষর করতেও দেখা গেছে সবাইকে। তখনই তানজিদ হাসান তামিমের সঙ্গে অন্যরকম এক দুষ্টুমি করেন মোস্তাফিজ।
জার্সি উন্মোচনের ভিডিওতে সৌম্য সরকারকে দেখা গেছে থাম্বসআপ দিতে। উইকেট নেওয়ার পর একজন বোলার যেভাবে উদ্যাপন করেন, শরীফুলকে সেভাবেই উদ্যাপন করতে দেখা গেছে। বেশ মজা করেই জার্সি উন্মোচনের দিনটা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ভিডিওটা পোস্ট করার পর বেলা ২টা ১৩ মিনিট পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য এসেছে প্রায় দেড় হাজার। ৪৭০ বার শেয়ার হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে জার্সি উন্মোচনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটার একত্রে ছবি তুলেছেন। বিসিবি লিখেছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন:
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা একটু সময় নিয়েই করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল এরই মধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের জার্সি গত রাতে উন্মোচন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে মজায় মেতে ওঠেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা।
আইসিসি আজ বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশের জার্সি উন্মোচন নিয়ে ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, জার্সি উন্মোচনের জন্য ছবি তুলতে যাচ্ছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, জাকের আলী অনিকেরা। বিশ্বকাপের ১৫ ক্রিকেটার একসঙ্গে ছবি তুলেছেন। ঘাড়ের পেছনে ব্যাট রেখে ছবি তুলেছেন অধিনায়ক শান্ত। আইসিসির ক্যামেরায় আরও দেখা গেছে, হাসছেন তাওহীদ হৃদয়কে। নাচছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোস্তাফিজ, জাকের, লিটনসহ অনেকেই বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। কাগজ, ব্যাটে স্বাক্ষর করতেও দেখা গেছে সবাইকে। তখনই তানজিদ হাসান তামিমের সঙ্গে অন্যরকম এক দুষ্টুমি করেন মোস্তাফিজ।
জার্সি উন্মোচনের ভিডিওতে সৌম্য সরকারকে দেখা গেছে থাম্বসআপ দিতে। উইকেট নেওয়ার পর একজন বোলার যেভাবে উদ্যাপন করেন, শরীফুলকে সেভাবেই উদ্যাপন করতে দেখা গেছে। বেশ মজা করেই জার্সি উন্মোচনের দিনটা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ভিডিওটা পোস্ট করার পর বেলা ২টা ১৩ মিনিট পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য এসেছে প্রায় দেড় হাজার। ৪৭০ বার শেয়ার হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে জার্সি উন্মোচনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটার একত্রে ছবি তুলেছেন। বিসিবি লিখেছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন:
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১ মিনিট আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৮ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
১ ঘণ্টা আগে