বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন উইন্ডিজ অধিনায়কও

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১১: ৪০
রভমান পাওয়েলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশের কাছে। ছবি: এএফপি

ম্যাজিক, রূপকথার মতো শব্দগুলোও যে আজ কম হয়ে যাচ্ছে বাংলাদেশের এমন অসাধারণ পারফরম্যান্সের পর। ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ সিরিজজুড়ে করে গেছেন লিটন দাস, জাকের আলী অনিকদের প্রশংসা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে টেস্ট সিরিজ ১-১ ড্র করে বাংলাদেশ। এরপর ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে উইন্ডিজের কাছে। তখন বাংলাদেশকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজে বাজি ধরেছিলেন খুব কম মানুষই। কারণ, টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের তাণ্ডবের কথা তো কারও অজানা নয়। লিটনের নেতৃত্বে বাংলাদেশ এখানেই পাশার দান উল্টে দিয়েছে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৮০ রানে হারিয়ে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতল বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারিবীয় অধিনায়ক রভমান পাওয়েল বলেন, ‘তারা দুর্দান্ত। ওয়ানডে সিরিজের পর দুর্দান্ত খেলেছে। তারা নিরাপদে বাড়ি ফিরবেন এই শুভকামনা।’

১৯০ রানের লক্ষ্যে নেমে আজ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে জনসন চার্লস ও নিকোলাস পুরানের ২৪ বলে ৩৮ রানের জুটিটাই তাদের ইনিংস সর্বোচ্চ জুটি। শেষ ৪ উইকেট ১৪ রানে হারিয়ে ১৬.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। হারের ব্যাখ্যায় পাওয়েল বলেন,‘মিডল ওভারে আমরা দারুণ বোলিং করেছি। পাওয়ার প্লে ও শেষে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারিনি। উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। প্রথম দুই ওভারেই যদি উইকেট হারান, তাহলে সব সময় আপনি ভুগবেন। গত ৮ বা তার বেশি ম্যাচ ধরে হচ্ছে এমনটা।’

২০২৪ সাল শেষ হতে আর বেশি বাকি নেই। ২৫ ডিসেম্বর বড়দিনের পরের সপ্তাহেই শুরু ২০২৫ সাল। ভক্ত-সমর্থকদের বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পাওয়েল বলেন, ‘অধিনায়ক হিসেবে এবারই প্রথম পুরো বছর খেললাম। ৯ নম্বর অবস্থান থেকে উন্নতি করেছি। তবে গত কয়েক সিরিজে যা হয়েছে, তা খুবই হতাশাজনক। এক কথায় আমরা মুখ থুবড়ে পড়েছি। ক্যারিবীয় ভক্ত-সমর্থকদের জানাই বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা।’ পাওয়েলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ এ বছর টি-টোয়েন্টিতে পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। জিতেছে কেবল একটিতে। জুনে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বাধীন উইন্ডিজ বিদায় নিয়েছে সুপার এইট থেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত