Ajker Patrika

জন্মদিনে জয়ের সঙ্গে তাসকিন-মিরাজদের দুষ্টুমি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১২: ৪৬
জন্মদিনে জয়ের সঙ্গে অ্যান্টিগায় এভাবে দুষ্টুমিতে মজেছেন তাসকিন আহমেদ-মেহেদী হাসান মিরাজরা। ছবি: বিসিবি
জন্মদিনে জয়ের সঙ্গে অ্যান্টিগায় এভাবে দুষ্টুমিতে মজেছেন তাসকিন আহমেদ-মেহেদী হাসান মিরাজরা। ছবি: বিসিবি

২৪ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলো একটু দেরিতেই। সে যা-ই হোক, সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ্য কজনেরই বা হয়!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সকাল ৯টা ২৮ মিনিটে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘অ্যান্টিগায় চলছে জন্মদিনের আবহ। হাসি, মজায় উদযাপন করা হলো জয়ের বিশেষ দিন। দলের স্পিরিটটাও অপ্রতিরোধ্য।’ ৯ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, মেহেদী হাসান মিরাজ কেকটা কেটে জয়কে খাওয়াচ্ছেন। মুহূর্তেই তাসকিন আহমেদ কেকের একটা অংশ নিয়ে জয়ের কপাল থেকে শুরু করে নাক-মুখে মাখিয়ে দিয়েছেন। সে সময় জয়ের মাথায় হাত দিয়ে রাখেন হাসান মাহমুদ। এমন ঘটনায় জয় কিছুটা হতচকিত হয়ে গেছেন। বিসিবির এই ভিডিওতে ১ ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া এসেছে প্রায় ৩ হাজার। এক শর কাছাকাছি মন্তব্য হয়েছে। অনেকেই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।

অ্যান্টিগায় এখন অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল অ্যান্টিগার কুলিজ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশের দুই দিনের টুর ম্যাচ। প্রথম দিনটা বাংলাদেশ শেষ করেছে ২৪৮ রানে এগিয়ে থেকে। জাকের আলী অনিক (৪৮) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৪১) দুর্দান্ত ব্যাটিংয়েই প্রথম ইনিংসে ২৫৩ রান করতে পারে বাংলাদেশ। তবে ওপেনিংয়ে নেমে জয় করেছেন ১৯ বলে ৮ রান।

আন্তর্জাতিক ক্রিকেটেও জয় ব্যর্থ হচ্ছেন নিয়মিত। টেস্টে সবশেষ ফিফটি পেয়েছেন গত বছরের নভেম্বর-ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর এই সংস্করণে টানা ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। জন্মদিন যেভাবে উদযাপন করা হয়েছে, তাঁর ব্যাট সেভাবেই জ্বলে উঠুক বাংলাদেশের ভক্ত-সমর্থকদের এখন চাওয়া নিশ্চয়ই এটুকু। ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত