নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবশেষে আজ ঘোষণা হয়েছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সূচি। ছয় ভেন্যুতে নিজেদের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ধর্মশালা, কলকাতা আর পুনেতে দুটি করে বাংলাদেশের ৯ ম্যাচের ছয়টি হবে। বিশ্বকাপে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সূচি প্রকাশের পর আইসিসিকে তামিম বলেছেন, ‘আমাদের যে দলটা বিশ্বকাপে খেলবে, সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলছি। বিশ্বকাপ বাছাইপর্বে আমরা সেরা দলগুলোর একটি। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আমাদের দারুণ একটি দল। কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত।’
ভারতে খেলতে পারা সব সময় আনন্দের জানিয়ে তামিম আরও বলেছেন, ‘ভারতে খেলা সব সময় উপভোগ্য। সমর্থকদের উপচে পড়া সমর্থন, দারুণ সব স্টেডিয়াম ও ক্রিকেট নিয়ে সমর্থকদের জানাশোনা, অন্যরকম এক অভিজ্ঞতাই হবে। পৃথিবীর যে প্রান্তেই আমরা খেলি না কেন, সব সময় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পাই।’
দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ম্যাচ জেতা খুব একটা সহজ হবে বলে মনে করেন না তামিম। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের কাঠামোই এমন যে এখানে নির্ভার থাকার সুযোগ নেই। সব দলই এখানে কঠিন। কোনো ম্যাচই সহজ হবে না। এটাই (বিশ্বকাপ) চূড়ান্ত মঞ্চ। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কারণ, সাদা বলে এর চেয়ে চ্যালেঞ্জের কিছু নেই, যেখানে ধারাবাহিকভাবে আপনার টেম্পারামেন্ট ও ম্যাচের কোন সময়ে কীভাবে উতরে যেতে হবে সেটার সর্বোচ্চ পরীক্ষা নেয়।’
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ অক্টোবর আফগানিস্তান ধর্মশালা
১০ অক্টোবর ইংল্যান্ড ধর্মশালা
১৪ অক্টোবর নিউজিল্যান্ড চেন্নাই
১৯ অক্টোবর ভারত পুনে
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৮ অক্টোবর কোয়ালিফায়ার ১ কলকাতা
৩১ অক্টোবর পাকিস্তান কলকাতা
৬ নভেম্বর কোয়ালিফায়ার ২ দিল্লি
১২ নভেম্বর অস্ট্রেলিয়া পুনে
অবশেষে আজ ঘোষণা হয়েছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সূচি। ছয় ভেন্যুতে নিজেদের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ধর্মশালা, কলকাতা আর পুনেতে দুটি করে বাংলাদেশের ৯ ম্যাচের ছয়টি হবে। বিশ্বকাপে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সূচি প্রকাশের পর আইসিসিকে তামিম বলেছেন, ‘আমাদের যে দলটা বিশ্বকাপে খেলবে, সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলছি। বিশ্বকাপ বাছাইপর্বে আমরা সেরা দলগুলোর একটি। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আমাদের দারুণ একটি দল। কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত।’
ভারতে খেলতে পারা সব সময় আনন্দের জানিয়ে তামিম আরও বলেছেন, ‘ভারতে খেলা সব সময় উপভোগ্য। সমর্থকদের উপচে পড়া সমর্থন, দারুণ সব স্টেডিয়াম ও ক্রিকেট নিয়ে সমর্থকদের জানাশোনা, অন্যরকম এক অভিজ্ঞতাই হবে। পৃথিবীর যে প্রান্তেই আমরা খেলি না কেন, সব সময় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পাই।’
দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ম্যাচ জেতা খুব একটা সহজ হবে বলে মনে করেন না তামিম। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের কাঠামোই এমন যে এখানে নির্ভার থাকার সুযোগ নেই। সব দলই এখানে কঠিন। কোনো ম্যাচই সহজ হবে না। এটাই (বিশ্বকাপ) চূড়ান্ত মঞ্চ। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কারণ, সাদা বলে এর চেয়ে চ্যালেঞ্জের কিছু নেই, যেখানে ধারাবাহিকভাবে আপনার টেম্পারামেন্ট ও ম্যাচের কোন সময়ে কীভাবে উতরে যেতে হবে সেটার সর্বোচ্চ পরীক্ষা নেয়।’
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ অক্টোবর আফগানিস্তান ধর্মশালা
১০ অক্টোবর ইংল্যান্ড ধর্মশালা
১৪ অক্টোবর নিউজিল্যান্ড চেন্নাই
১৯ অক্টোবর ভারত পুনে
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৮ অক্টোবর কোয়ালিফায়ার ১ কলকাতা
৩১ অক্টোবর পাকিস্তান কলকাতা
৬ নভেম্বর কোয়ালিফায়ার ২ দিল্লি
১২ নভেম্বর অস্ট্রেলিয়া পুনে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৫ মিনিট আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
২১ মিনিট আগে২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
২ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩ ঘণ্টা আগে