ক্রীড়া ডেস্ক
প্রথা ভাঙতে চায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ এখন পর্যন্ত ৬ দল পেলেও স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য কারও হয়নি। এবার সেই অপূর্ণতা ঘোচানোর লক্ষ্যেই বিশ্বকাপে খেলতে নামবে ক্যারিবিয়ানরা।
চ্যাম্পিয়ন হতে পারলে প্রথম দল হিসেবে তিনবার সংক্ষিপ্ত সংস্করণের মুকুটও পরবে ওয়েস্ট ইন্ডিজরা। বর্তমানে ২টি শিরোপা নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে তারা। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সেই লক্ষ্যই থাকবে ক্যারিবিয়ানদের, এমনটিই জানিয়েছেন কার্টলি অ্যামব্রোস।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং ছিলেন অ্যামব্রোস। সেই বিশ্বকাপের জয়ী কোচ ও সাবেক ক্যারিবিয়ান পেসার বলেছেন, ‘এটা সহজ নয়, তবে দুটি বিশ্বকাপ জিতেছে—এমন দুটি দলের মধ্যে আমরা একটি। এবার সংখ্যাটা তিন করার চেষ্টা থাকবে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো দলই নিজেদের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি। এসব কিছুই ছেলেদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রাণিত করবে।’
রেকর্ড গড়ার হাতছানিই শুধু ওয়েস্ট ইন্ডিজকে অনুপ্রেরণা দেবে না, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ তিন বিশ্বকাপের বাজে পারফরম্যান্সও তাদের তাতিয়ে দেবে। সবশেষ দুই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও গত বছর তো ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে সুযোগই পায়নি মোট ৪টি বিশ্বকাপজয়ীরা।
অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এবারের দলটি দুর্দান্ত হয়েছে বলে জানিয়েছেন অ্যামব্রোস। ম্যাচ জিততে শুধু দলের চাই ধারাবাহিকতা। তিনি বলেছেন, ‘এবারের দলটি দুর্দান্ত হয়েছে। একবার ছেলেরা ধারাবাহিক এবং স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আমি বিশ্বাস করি আমরা শিরোপা জিততে পারব।’
অ্যামব্রোসের মতো আত্মবিশ্বাসী কিছু না বললেও এবারের বিশ্বকাপে চমক দেখানোর কথা জানিয়েছেন কোচ ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেছেন, ‘গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যা করেছি, যে খেলোয়াড়দের পেয়েছি, তা আমাদের এই মুহূর্তটা দিয়েছে। তবে এবার আমি মনে করি, বিশ্বকে চমক দেখাতে পারব।’
প্রথা ভাঙতে চায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ এখন পর্যন্ত ৬ দল পেলেও স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য কারও হয়নি। এবার সেই অপূর্ণতা ঘোচানোর লক্ষ্যেই বিশ্বকাপে খেলতে নামবে ক্যারিবিয়ানরা।
চ্যাম্পিয়ন হতে পারলে প্রথম দল হিসেবে তিনবার সংক্ষিপ্ত সংস্করণের মুকুটও পরবে ওয়েস্ট ইন্ডিজরা। বর্তমানে ২টি শিরোপা নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে তারা। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সেই লক্ষ্যই থাকবে ক্যারিবিয়ানদের, এমনটিই জানিয়েছেন কার্টলি অ্যামব্রোস।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং ছিলেন অ্যামব্রোস। সেই বিশ্বকাপের জয়ী কোচ ও সাবেক ক্যারিবিয়ান পেসার বলেছেন, ‘এটা সহজ নয়, তবে দুটি বিশ্বকাপ জিতেছে—এমন দুটি দলের মধ্যে আমরা একটি। এবার সংখ্যাটা তিন করার চেষ্টা থাকবে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো দলই নিজেদের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি। এসব কিছুই ছেলেদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রাণিত করবে।’
রেকর্ড গড়ার হাতছানিই শুধু ওয়েস্ট ইন্ডিজকে অনুপ্রেরণা দেবে না, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সবশেষ তিন বিশ্বকাপের বাজে পারফরম্যান্সও তাদের তাতিয়ে দেবে। সবশেষ দুই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও গত বছর তো ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে সুযোগই পায়নি মোট ৪টি বিশ্বকাপজয়ীরা।
অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এবারের দলটি দুর্দান্ত হয়েছে বলে জানিয়েছেন অ্যামব্রোস। ম্যাচ জিততে শুধু দলের চাই ধারাবাহিকতা। তিনি বলেছেন, ‘এবারের দলটি দুর্দান্ত হয়েছে। একবার ছেলেরা ধারাবাহিক এবং স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আমি বিশ্বাস করি আমরা শিরোপা জিততে পারব।’
অ্যামব্রোসের মতো আত্মবিশ্বাসী কিছু না বললেও এবারের বিশ্বকাপে চমক দেখানোর কথা জানিয়েছেন কোচ ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেছেন, ‘গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যা করেছি, যে খেলোয়াড়দের পেয়েছি, তা আমাদের এই মুহূর্তটা দিয়েছে। তবে এবার আমি মনে করি, বিশ্বকে চমক দেখাতে পারব।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৭ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৭ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৭ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৮ ঘণ্টা আগে