ক্রীড়া ডেস্ক
গ্লেন ফিলিপস চাইলে পাথুম নিশাংকাকে একটা ধন্যবাদ দিতেই পারেন। নিশানকা সহজ ক্যাচ না ছাড়লে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে যাওয়াই হতো না ফিলিপসের। আর ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর করল নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কাকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।
আজ শুরুতে কিছুটা ধীরগতিতে খেলছিলেন ফিলিপস। ব্যক্তিগত ১২ রানে জীবনও পেয়েছিলেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে লং-অফে সহজ ক্যাচ হাতছাড়া করেছেন নিশানকা। আর এই সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন কিউই মিডল অর্ডার ব্যাটার। জীবন পেয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। ১৯তম ওভারের প্রথম বলে মাহিশ থিকশানাকে চার মেরে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে এই বিশ্বকাপেরও দ্বিতীয় সেঞ্চুরিয়ানও বনে যান ফিলিপস। ফিলিপসের আগে এই বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছিলেন রাইলি রুশো। এই সিডনিতেই গত বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন রুশো।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম চার ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় কিউইরা। দুই ওপেনার ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, অধিনায়ক উইলিয়ামসন প্রত্যেকেই আউট হয়েছেন ১ অঙ্কের ঘরে। এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে কিউইরা। আর ফিল্ডিংয়েও একের পর এক ভুল করতে থাকে লঙ্কানরা। চতুর্থ উইকেট জুটিতে ফিলিপস-ড্যারিল মিচেল করেন ৬৪ বলে ৮৪ রানের জুটি। এরপর শেষের দিকে বেশ কিছু উইকেট পড়লেও ১৬০ পেরিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ করে কিউইরা।
গ্লেন ফিলিপস চাইলে পাথুম নিশাংকাকে একটা ধন্যবাদ দিতেই পারেন। নিশানকা সহজ ক্যাচ না ছাড়লে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে যাওয়াই হতো না ফিলিপসের। আর ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর করল নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কাকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।
আজ শুরুতে কিছুটা ধীরগতিতে খেলছিলেন ফিলিপস। ব্যক্তিগত ১২ রানে জীবনও পেয়েছিলেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে লং-অফে সহজ ক্যাচ হাতছাড়া করেছেন নিশানকা। আর এই সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন কিউই মিডল অর্ডার ব্যাটার। জীবন পেয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। ১৯তম ওভারের প্রথম বলে মাহিশ থিকশানাকে চার মেরে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে এই বিশ্বকাপেরও দ্বিতীয় সেঞ্চুরিয়ানও বনে যান ফিলিপস। ফিলিপসের আগে এই বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছিলেন রাইলি রুশো। এই সিডনিতেই গত বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন রুশো।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম চার ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় কিউইরা। দুই ওপেনার ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, অধিনায়ক উইলিয়ামসন প্রত্যেকেই আউট হয়েছেন ১ অঙ্কের ঘরে। এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে কিউইরা। আর ফিল্ডিংয়েও একের পর এক ভুল করতে থাকে লঙ্কানরা। চতুর্থ উইকেট জুটিতে ফিলিপস-ড্যারিল মিচেল করেন ৬৪ বলে ৮৪ রানের জুটি। এরপর শেষের দিকে বেশ কিছু উইকেট পড়লেও ১৬০ পেরিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ করে কিউইরা।
বয়স ৩৭ পেরোলেও লিওনেল মেসিকে দেখে যে সেটা বোঝার কোনো উপায় নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন তিনি। তাতে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফরোয়ার্ড ফিফার বর্ষসেরা ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিসহ তারকা ফুটবলাররা।
১৩ মিনিট আগেলিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ক্লাবটির সঙ্গে তাঁর যে নাড়ির টান, সেটা তো এত সহজে ভুলে থাকা যায় না। ক্লাবটিকে যে তিনি কতটা মিস করেন, সেটা ফুটে উঠেছে তাঁর কথায়।
১ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বাকি আর মাত্র এক রাউন্ড। লিগের শেষ রাউন্ড তথা সপ্তম রাউন্ড শুরু আগামীকাল থেকে। তবে এর আগেই ২৫ বছরের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে তুলেছে সিলেট বিভাগ। গত দুই মৌসুম ধরে শিরোপার খুব কাছাকাছি গিয়েও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল সিলেটকে। তবে এবার আর হতাশ হতে হয়নি।
২ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১৩ ঘণ্টা আগে