হ্যাটট্রিক দেখতে বাংলাদেশকেই বেছে নিল ২০২৪ বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৯: ৩২
আপডেট : ২১ জুন ২০২৪, ১৫: ৫৩

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বোলাররা নানাভাবে স্মরণীয় করে রাখছেন। দেখার ছিল হ্যাটট্রিক কবে হয়। সেই হ্যাটট্রিক দেখতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচকেই বেছে নিল।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই এক পশলা বৃষ্টি। টস জিতে অনুমিতভাবেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া। অজি বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকা বাংলাদেশকে একেবারে থামিয়ে দেওয়ার কাজটা প্যাট ক্যামিন্স করলেন ১৮তম ওভারে। পঞ্চম বলে মাহমুদউল্লাহ আর ওভারের শেষ বলে শেখ মেহেদীকে ফিরিয়ে হ্যাটট্রিক করার কাজ ৭০ শতাংশ এগিয়ে রেখেছিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার।

হ্যাটট্রিক করতে কামিন্সের সামনে যেটা করণীয় ছিল, নিজের পরের ওভারের প্রথম বলেই উইকেট নেওয়া। সেই সুযোগটা তিনি পেলেন ১৯.১ ওভারে। থিতু হয়ে যাওয়া তাওহিদ হৃদয় শর্ট ফাইন লেগ দিয়ে স্কুপ করতে চেয়েছিলেন কামিন্সের স্লোয়ারটা। জশ হ্যাজেলউডের হাতে বলটা জমতেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল প্রথম হ্যাটট্রিক। আর এতেই ১৭ বছর আগের ব্রেট লির স্মৃতিও যেন ফিরল এই অ্যান্টিগায়।

 ২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই প্রথম হ্যাটট্রিক দেখা গিয়েছিল ব্রেট লির সৌজন্যে। সেটিও বাংলাদেশের বিপক্ষে। এরপর ১৪ বছর কোনো হ্যাটট্রিক দেখেনি ২০ ওভারের বিশ্বকাপে। লম্বা বিরতির পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক দেখা গেল ৩ টি, ২০২২ বিশ্বকাপে হ্যাটট্রিকের সংখ্যা দুই। সবশেষ হ্যাটট্রিকটা আজ রাতে। দ্বিতীয় অজি হিসেবে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করলেন কামিন্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক  
                                                          প্রতিপক্ষ                  ভেন্যু                      সাল
ব্রেট লি (অস্ট্রেলিয়া)                            বাংলাদেশ                কেপটাউন              ২০০৭  
কার্টিস কাম্ফার (আয়ারল্যান্ড)            নেদারল্যান্ডস             আবুধাবি                  ২০২১  
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)              দক্ষিণ আফ্রিকা           শারজা                    ২০২১  
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)         ইংল্যান্ড                  শারজা                     ২০২১  
 কার্তিক মেইয়াপ্পান  আরব আমিরাত)    শ্রীলঙ্কা                   গিলং                      ২০২২   
জশ লিটল (আয়ারল্যান্ড)                    নিউজিল্যান্ড           অ্যাডিলেড                ২০২২
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)                   বাংলাদেশ              অ্যান্টিগা                    ২০২৪

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত