নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমে বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক পরীক্ষা দিয়েছেন কন্ডিশনিং ক্যাম্পের খেলোয়াড়েরা। গতকাল মিরপুর শেরেবাংলার ইনডোরে ২০-২২ জন দিয়েছেন ফিটনেস পরীক্ষা ইয়ো ইয়ো টেস্ট। বিসিবির এক ফিটনেস ট্রেনার আজকের পত্রিকাকে জানিয়েছেন, এই পরীক্ষার মানদণ্ড ১৮.৪ ধরেছেন তাঁরা। তবে ৩ ভাগের এক ভাগ অংশ খেলোয়াড় স্কোর করেছেন মানদণ্ডের নিচে।
৩৭ বছর বয়সী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও মানদণ্ড পর্যন্ত স্কোর নিয়ে যেতে পারেননি। বিসিবির ওই ট্রেনার জানিয়েছেন, ইয়ো ইয়ো পরীক্ষায় মাহমুদউল্লাহ স্কোর করেছেন ১৭.৬। তবে বয়স বিবেচনায় এই স্কোরকে ভালো বলে ধরা হচ্ছে।
গত কিছুদিন ধরেই অনুশীলনে বেশ সিরিয়াস মাহমুদউল্লাহ। এই বছরের মার্চে ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামের মোড়কে দল থেকে বাদ পড়েন তিনি। এরপর গত কয়েক সিরিজেই নেই তিনি। তাঁর জায়গায় যাঁরা খেলেছেন, তাঁরাও সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। তাই মাহমুদউল্লাহও আছেন বাংলাদেশের দলের নির্বাচকদের বিবেচনায়।
বিসিবি সূত্র অনুযায়ী, কদিনের মধ্যেই এশিয়া কাপের দল ঘোষণা দেওয়ার কথা নির্বাচকদের। তবে মাহমুদউল্লাহ সেই দলে থাকবেন কি না, তা জানতে শেষ পর্যন্ত অপেক্ষাই করতে হবে। বড় মঞ্চের চাপ সামলাতে অভিজ্ঞ খেলোয়াড়ের কদরও দেখছেন তাঁরা। তবে ক্যাম্পে থাকা মাহমুদউল্লাহ সবকিছু মিলিয়ে নিজেকে প্রস্তুত রাখতে ঘাম ঝরিয়ে যাচ্ছেন।
ইয়ো ইয়ো পরীক্ষায় সব ক্রিকেটারই ১৭-এর ওপরে স্কোর করেছেন। সর্বনিম্ন স্কোর ১৭.২। সর্বোচ্চ নম্বর পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটার পেয়েছেন ১৯.৫। দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। যাঁরা মানদণ্ডের নিচে স্কোর করছেন, তাঁদের ফিটেনস লেভেল বাড়াতে পুশ করা হবে বলে জানান ট্রেনার।
ইয়ো ইয়ো পরীক্ষা দেননি মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। কদিন আগেই জিম-আফ্রো টি-টেন লিগ মাতিয়ে দেশে ফিরেছেন তাঁরা। দুই দিন বিশ্রাম নিয়ে পরীক্ষা দেবেন বলে নিশ্চিত করেছেন ট্রেনার নিকোলাস লি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া সাকিব আল হাসান, লিটন দাস, শরীফুল ইসলাম ও তাওহীদ হৃদয় দেশে ফিরলে মেডিকেল টেস্ট এবং ইয়ো ইয়ো পরীক্ষা দেবেন।
প্রথমে বিসিবির মেডিকেল বিভাগে শারীরিক পরীক্ষা দিয়েছেন কন্ডিশনিং ক্যাম্পের খেলোয়াড়েরা। গতকাল মিরপুর শেরেবাংলার ইনডোরে ২০-২২ জন দিয়েছেন ফিটনেস পরীক্ষা ইয়ো ইয়ো টেস্ট। বিসিবির এক ফিটনেস ট্রেনার আজকের পত্রিকাকে জানিয়েছেন, এই পরীক্ষার মানদণ্ড ১৮.৪ ধরেছেন তাঁরা। তবে ৩ ভাগের এক ভাগ অংশ খেলোয়াড় স্কোর করেছেন মানদণ্ডের নিচে।
৩৭ বছর বয়সী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও মানদণ্ড পর্যন্ত স্কোর নিয়ে যেতে পারেননি। বিসিবির ওই ট্রেনার জানিয়েছেন, ইয়ো ইয়ো পরীক্ষায় মাহমুদউল্লাহ স্কোর করেছেন ১৭.৬। তবে বয়স বিবেচনায় এই স্কোরকে ভালো বলে ধরা হচ্ছে।
গত কিছুদিন ধরেই অনুশীলনে বেশ সিরিয়াস মাহমুদউল্লাহ। এই বছরের মার্চে ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামের মোড়কে দল থেকে বাদ পড়েন তিনি। এরপর গত কয়েক সিরিজেই নেই তিনি। তাঁর জায়গায় যাঁরা খেলেছেন, তাঁরাও সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। তাই মাহমুদউল্লাহও আছেন বাংলাদেশের দলের নির্বাচকদের বিবেচনায়।
বিসিবি সূত্র অনুযায়ী, কদিনের মধ্যেই এশিয়া কাপের দল ঘোষণা দেওয়ার কথা নির্বাচকদের। তবে মাহমুদউল্লাহ সেই দলে থাকবেন কি না, তা জানতে শেষ পর্যন্ত অপেক্ষাই করতে হবে। বড় মঞ্চের চাপ সামলাতে অভিজ্ঞ খেলোয়াড়ের কদরও দেখছেন তাঁরা। তবে ক্যাম্পে থাকা মাহমুদউল্লাহ সবকিছু মিলিয়ে নিজেকে প্রস্তুত রাখতে ঘাম ঝরিয়ে যাচ্ছেন।
ইয়ো ইয়ো পরীক্ষায় সব ক্রিকেটারই ১৭-এর ওপরে স্কোর করেছেন। সর্বনিম্ন স্কোর ১৭.২। সর্বোচ্চ নম্বর পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ব্যাটার পেয়েছেন ১৯.৫। দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। যাঁরা মানদণ্ডের নিচে স্কোর করছেন, তাঁদের ফিটেনস লেভেল বাড়াতে পুশ করা হবে বলে জানান ট্রেনার।
ইয়ো ইয়ো পরীক্ষা দেননি মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। কদিন আগেই জিম-আফ্রো টি-টেন লিগ মাতিয়ে দেশে ফিরেছেন তাঁরা। দুই দিন বিশ্রাম নিয়ে পরীক্ষা দেবেন বলে নিশ্চিত করেছেন ট্রেনার নিকোলাস লি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া সাকিব আল হাসান, লিটন দাস, শরীফুল ইসলাম ও তাওহীদ হৃদয় দেশে ফিরলে মেডিকেল টেস্ট এবং ইয়ো ইয়ো পরীক্ষা দেবেন।
একের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৬ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৭ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা। জানা গেছে, রাতে ঢাকায় থেকে আগামীকাল আবার সিলেটে যাবে ক্রেইগ এরভিনের দল। সিলেটে পরশু থেকে প্রথম টেস্টের প্রস্তুতি শুরু করবেন তাঁরা।
৯ ঘণ্টা আগে