ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে এসেছিল ভারত। বাজির ধর ও বিশ্লেষকদের হিসাব-নিকাশেও বাকিদের চেয়ে অনেক এগিয়ে ছিল বিরাট কোহলির দল। তবে বিশ্বকাপ শুরু হতেই এখন সব সমীকরণ ভোজবাজির মতো বদলে গেছে। টানা দুই ম্যাচে হেরেছে এখন বিদায়ের শঙ্কায় কাঁপছে ২০০৭ সালের চ্যাম্পিয়নরা।
আজ আবুধাবিতে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। শক্তি ও পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও এই ম্যাচে কোহলিদের ছেড়ে কথা বলবে না আফগানরা। এই ম্যাচ জিততে পারলে সেমির সম্ভাবনা বেশ ভালোভাবেই বেঁচে থাকবে রাখবে মোহাম্মদ নবীর দলের। আবুধাবিতে তাদের রেকর্ডও দারুণ। এই মাঠে খেলার অভিজ্ঞতার দিক থেকেও বেশ এগিয়ে তারা। ভারতের বর্তমান দুরবস্থাও বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে আফগানদের। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাস আফগান পেসার হামিদ হাসান বলেন, ‘আমরা বেশ ভালো দল। আমাদের ব্যাটিং-বোলিং খুব ভালো। ফিল্ডিংয়েও আমরা বেশ উন্নতি করেছি। আমাদের স্পিনাররা বিশ্বের অন্যতম সেরা। রশিদ-মুজিবদের নিয়ে আমাদের স্কোয়াড দারুণ। মিডল অর্ডার ভালো ছন্দে আছে। আমাদের ব্যাটিং সাইড বেশ লম্বা।’
বোলিং-ফিল্ডিংয়ে ভারতকে হারাতে চান জানিয়ে হামিদ আরও বলেন, ‘সব মিলিয়ে ভারতের বিপক্ষে আমাদের ভালো সুযোগ আছে। স্কোর বোর্ডে ভালো রান থাকলে আমরা বোলিং-ফিল্ডিংয়ে তাদের হারাতে পারব।’
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ভারত। আরেকটি হারে শেষ হয়ে যাবে বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্নও। আগের দুই ম্যাচে আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি তারা। দলের ব্যাটিং বিক্রম রাথোর হতাশা প্রকাশ করে বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে মাঝের ওভারগুলোতে আমরা স্ট্রাইক রোটেট করতে পারিনি। এই উইকেটে কাজটা কঠিন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে কাজটা করে দেখাতে হবে।’ এখন আফগানিস্তান ম্যাচে আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভারত ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।
বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে এসেছিল ভারত। বাজির ধর ও বিশ্লেষকদের হিসাব-নিকাশেও বাকিদের চেয়ে অনেক এগিয়ে ছিল বিরাট কোহলির দল। তবে বিশ্বকাপ শুরু হতেই এখন সব সমীকরণ ভোজবাজির মতো বদলে গেছে। টানা দুই ম্যাচে হেরেছে এখন বিদায়ের শঙ্কায় কাঁপছে ২০০৭ সালের চ্যাম্পিয়নরা।
আজ আবুধাবিতে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। শক্তি ও পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও এই ম্যাচে কোহলিদের ছেড়ে কথা বলবে না আফগানরা। এই ম্যাচ জিততে পারলে সেমির সম্ভাবনা বেশ ভালোভাবেই বেঁচে থাকবে রাখবে মোহাম্মদ নবীর দলের। আবুধাবিতে তাদের রেকর্ডও দারুণ। এই মাঠে খেলার অভিজ্ঞতার দিক থেকেও বেশ এগিয়ে তারা। ভারতের বর্তমান দুরবস্থাও বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে আফগানদের। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আত্মবিশ্বাস আফগান পেসার হামিদ হাসান বলেন, ‘আমরা বেশ ভালো দল। আমাদের ব্যাটিং-বোলিং খুব ভালো। ফিল্ডিংয়েও আমরা বেশ উন্নতি করেছি। আমাদের স্পিনাররা বিশ্বের অন্যতম সেরা। রশিদ-মুজিবদের নিয়ে আমাদের স্কোয়াড দারুণ। মিডল অর্ডার ভালো ছন্দে আছে। আমাদের ব্যাটিং সাইড বেশ লম্বা।’
বোলিং-ফিল্ডিংয়ে ভারতকে হারাতে চান জানিয়ে হামিদ আরও বলেন, ‘সব মিলিয়ে ভারতের বিপক্ষে আমাদের ভালো সুযোগ আছে। স্কোর বোর্ডে ভালো রান থাকলে আমরা বোলিং-ফিল্ডিংয়ে তাদের হারাতে পারব।’
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ভারত। আরেকটি হারে শেষ হয়ে যাবে বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্নও। আগের দুই ম্যাচে আগে ব্যাট করে সুবিধা করতে পারেনি তারা। দলের ব্যাটিং বিক্রম রাথোর হতাশা প্রকাশ করে বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে মাঝের ওভারগুলোতে আমরা স্ট্রাইক রোটেট করতে পারিনি। এই উইকেটে কাজটা কঠিন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে কাজটা করে দেখাতে হবে।’ এখন আফগানিস্তান ম্যাচে আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভারত ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৭ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৭ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৭ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৮ ঘণ্টা আগে