ক্রীড়া ডেস্ক, ঢাকা
ভারতের জয়, ইংল্যান্ডের জয়, ম্যাচ ড্র। চতুর্থ দিন শেষে তিনটি ফলই সম্ভব বলে মনে হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ভারতের জয়েই শেষ হলো ওভাল টেস্ট। জয় যে ভারতকে হাতছানি দিয়ে ডাকছিল, তা বোঝা গিয়েছিল পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেই। চা-বিরতিতে যাওয়ার সময়ই সেটি যেন বুঝিয়ে দেন বিরাট কোহলি। খুনসুটি করতে করতে জাসপ্রীত বুমরা-শার্দুল ঠাকুরদের সঙ্গে মাঠ থেকে বের হন ভারত অধিনায়ক।
পঞ্চম দিনে বোলারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয় ইংলিশ ব্যাটসম্যানদের। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি জো রুটরা। শার্দুল-বুমরাদের দুর্দান্ত বোলিংয়ে অলআউট হয় ২১০ রানে। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জেতে ১৫৭ রানে।
এর আগে চতুর্থ দিনের শেষ সেশনে অপরাজিত থেকে শেষ করেছিলেন দুই ইংল্যান্ড ওপেনার ররি বার্নস আর হাসিব হামিদ। আজও ভালোভাবেই এগোচ্ছিলেন। ইংলিশদের আশা জাগাতে জাগাতে দুজনের জুটি ছুঁয়ে ফেলে সেঞ্চুরি। ড্র তো বটেই ভারতকে তখন হারের শঙ্কাও চোখ রাঙাচ্ছিল! আবারও এগিয়ে আসেন শার্দুল। এই টেস্টে ভারত যে এতটুকু লড়াই করেছে, তার অনেকটা কৃতিত্ব তো এ শার্দুলের।
প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে শার্দুল খেলেন ৩৭ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস। দ্বিতীয় ইনিংসে ভারতের লিডটাকে আরও মজবুত করেছেন আরেকটি পঞ্চাশ ছাড়ানো ইনিংসে। তবে এবার এগিয়ে এল তাঁর বোলার পরিচয়ে। ভারত অধিনায়ক কোহলির মুখে হাসি ফুটিয়ে শার্দুল ফেরান বার্নসকে (৫০)।
প্রথম উইকেটের পরও ম্যাচে ভালোভাবেই ছিল ইংল্যান্ড। এক প্রান্তে ধরে খেলে এগিয়েছেন ওপেনার হাসিব। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে তাঁর বিদায়ের পর কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। সেই চাপ আরও বাড়ান বুমরা। দুর্দান্ত এক স্পেলে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই রাখেন তিনি। দুই ওভারের মধ্যে ফিরিয়ে দেন ওলি পোপ আর উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। ছয় ওভারের এই স্পেলে তিন মেডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে ইংলিশদের ম্যাচ থেকে ছিটকে দেন এ পেসার।
এর মধ্যে পোপের প্রথম উইকেটটি বুমরার টেস্ট ক্যারিয়ারের শততম উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ২৪ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন তিনি। এর পর আর ম্যাচে ফিরতে পারেনি ইংলিশরা। ড্রয়ের শেষ আশা জাগানো রুটকে ফিরিয়ে ইংলিশদের হার নিশ্চিত করেন শার্দুল। চা-বিরতির পর শেষ সেশনে দ্রুত উইকেট হারিয়ে অলআউট হয় ২১০ রানে। প্রথম ইনিংসে ১৯০ রানে আউটের পর ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছে ভারত। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কোহলির দল।
ভারতের জয়, ইংল্যান্ডের জয়, ম্যাচ ড্র। চতুর্থ দিন শেষে তিনটি ফলই সম্ভব বলে মনে হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ভারতের জয়েই শেষ হলো ওভাল টেস্ট। জয় যে ভারতকে হাতছানি দিয়ে ডাকছিল, তা বোঝা গিয়েছিল পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেই। চা-বিরতিতে যাওয়ার সময়ই সেটি যেন বুঝিয়ে দেন বিরাট কোহলি। খুনসুটি করতে করতে জাসপ্রীত বুমরা-শার্দুল ঠাকুরদের সঙ্গে মাঠ থেকে বের হন ভারত অধিনায়ক।
পঞ্চম দিনে বোলারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয় ইংলিশ ব্যাটসম্যানদের। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি জো রুটরা। শার্দুল-বুমরাদের দুর্দান্ত বোলিংয়ে অলআউট হয় ২১০ রানে। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জেতে ১৫৭ রানে।
এর আগে চতুর্থ দিনের শেষ সেশনে অপরাজিত থেকে শেষ করেছিলেন দুই ইংল্যান্ড ওপেনার ররি বার্নস আর হাসিব হামিদ। আজও ভালোভাবেই এগোচ্ছিলেন। ইংলিশদের আশা জাগাতে জাগাতে দুজনের জুটি ছুঁয়ে ফেলে সেঞ্চুরি। ড্র তো বটেই ভারতকে তখন হারের শঙ্কাও চোখ রাঙাচ্ছিল! আবারও এগিয়ে আসেন শার্দুল। এই টেস্টে ভারত যে এতটুকু লড়াই করেছে, তার অনেকটা কৃতিত্ব তো এ শার্দুলের।
প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে শার্দুল খেলেন ৩৭ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস। দ্বিতীয় ইনিংসে ভারতের লিডটাকে আরও মজবুত করেছেন আরেকটি পঞ্চাশ ছাড়ানো ইনিংসে। তবে এবার এগিয়ে এল তাঁর বোলার পরিচয়ে। ভারত অধিনায়ক কোহলির মুখে হাসি ফুটিয়ে শার্দুল ফেরান বার্নসকে (৫০)।
প্রথম উইকেটের পরও ম্যাচে ভালোভাবেই ছিল ইংল্যান্ড। এক প্রান্তে ধরে খেলে এগিয়েছেন ওপেনার হাসিব। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে তাঁর বিদায়ের পর কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। সেই চাপ আরও বাড়ান বুমরা। দুর্দান্ত এক স্পেলে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই রাখেন তিনি। দুই ওভারের মধ্যে ফিরিয়ে দেন ওলি পোপ আর উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। ছয় ওভারের এই স্পেলে তিন মেডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে ইংলিশদের ম্যাচ থেকে ছিটকে দেন এ পেসার।
এর মধ্যে পোপের প্রথম উইকেটটি বুমরার টেস্ট ক্যারিয়ারের শততম উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ২৪ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন তিনি। এর পর আর ম্যাচে ফিরতে পারেনি ইংলিশরা। ড্রয়ের শেষ আশা জাগানো রুটকে ফিরিয়ে ইংলিশদের হার নিশ্চিত করেন শার্দুল। চা-বিরতির পর শেষ সেশনে দ্রুত উইকেট হারিয়ে অলআউট হয় ২১০ রানে। প্রথম ইনিংসে ১৯০ রানে আউটের পর ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছে ভারত। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কোহলির দল।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৯ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৯ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১০ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১১ ঘণ্টা আগে