ক্রীড়া ডেস্ক
১৩৮ রানের পুঁজি নিয়ে বর্তমান যুগে টি-টোয়েন্টিতে বড়জোড় লড়াইটা জমিয়ে দেওয়া যায়। জয়ের আশা করা একটু কঠিনই। তবে আকবর আলীর নেতৃত্বাধীন বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল যে অন্য ধাতুতে গড়া। ডারউইনের ম্যারারা ওভালে আজ এনটি স্ট্রাইক পাত্তাই পেল না এইচপির বোলিংয়ের কাছে।
অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড সিরিজের সেমিফাইনালে ওঠাই অবশ্য বিসিবি এইচপির কাছে বহু দূরের পথ মনে হচ্ছিল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে গতকাল পার্থ স্করচার্সের কাছে প্রায় হেরেই গিয়েছিলেন আকবর-তানজিদ হাসান তামিমরা। সেখানে মাহফুজুর রহমান রাব্বির ১৩ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে সেমির টিকিট কাটে বিসিবি এইচপি। সেই ধারাবাহিকতায় আজ ম্যারারা ওভালে এনটি স্ট্রাইককে ২১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছল এইচপি। একই মাঠে আজই ফাইনালে বিসিবি এইচপি খেলবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে অপর সেমিফাইনালে পাকিস্তান শাহিনসকে ৩০ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
মেলবোর্ন রেনেগেডসকে উড়িয়ে দেওয়ার পর তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে বিসিবি এইচপি। তাসমানিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স ৩ ও ৮ উইকেটে হারিয়েছে আকবর-তানজিদ হাসান তামিমদের। যার মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটি ছিল গতকাল ডারউইনের ম্যারারা ওভালে। সেই ম্যাচের ২৪ ঘণ্টা পর আজ ডারউইনের টিআইও স্টেডিয়ামে এসিটি কোমেটকে ৬ উইকেটে হারিয়েছে বিসিবি এইচপি।
১৩৯ রানের লক্ষ্যে সাবলীলভাবে এগোতে থাকে এনটি স্ট্রাইক।প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৯ রান করেছে তারা। এনটি স্ট্রাইকের সাবলীলভাবে চলার পথে ভাঙন ধরানোর সূচনা করেন আলিস আল ইসলাম। সপ্তম ওভারের চতুর্থ বলে ডি আরসি শর্টকে ফেরান আলিস। ১৭ বলে ১ ছয়ে ১৫ রান করেন শর্ট। এনটি স্ট্রাইকের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ১ উইকেটে ৪১ রান। যা তাদের ইনিংসের সর্বোচ্চ জুটি।
উদ্বোধনী জুটি ভাঙার পর উদভ্রান্ত পথিকের মতো অবস্থা হয়ে যায় এনটি স্ট্রাইকের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৫ উইকেটে ৭১ রান। যেখানে ১৩তম ওভারে রিপন মন্ডল দুটি উইকেট নিয়েছেন। উইকেট হারানোর পাশাপাশি রান তোলার জন্য ওভারপ্রতি রানরেটও বাড়তে থাকে এনটি স্ট্রাইকের। হাতে ৫ উইকেট নিয়ে শেষ ৪৩ বলে তাদের দরকার হয় ৬৮ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রান করে এনটি স্ট্রাইক।
এনটি স্ট্রাইকের ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন এনটি স্ট্রাইকের ওপেনার জেক ওয়াদারল্ড। ২৯ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন। টুর্নামেন্ট জুড়ে ছন্দে থাকা এইচপির রিপন আজ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছেন ৩৬ রান। সবচেয়ে কম রান দিয়েছেন রাকিবুল হাসান। ৪ ওভারে ১৫ রানে নেন ২ উইকেট।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ রানেই ভেঙে যায় বিসিবি এইচপির উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে এইচপি ওপেনার জিসান আলমকে ফেরান ম্যাট হ্যামন্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির স্কোর এক পর্যায়ে হয়ে যায় ১২.২ ওভারে ৫ উইকেটে ৭৭ রান। এমন পরিস্থিতিতে ৬ নম্বরে নামা শামীম হোসেন পাটোয়ারী দলের হাল ধরেন। ৩৪ বলে ৪ চারে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। যা এইচপির ইনিংস সর্বোচ্চ রান। ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান করে আকবরের দল। সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন এনটি স্ট্রাইকের ম্যাট হ্যামন্ড।
১৩৮ রানের পুঁজি নিয়ে বর্তমান যুগে টি-টোয়েন্টিতে বড়জোড় লড়াইটা জমিয়ে দেওয়া যায়। জয়ের আশা করা একটু কঠিনই। তবে আকবর আলীর নেতৃত্বাধীন বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল যে অন্য ধাতুতে গড়া। ডারউইনের ম্যারারা ওভালে আজ এনটি স্ট্রাইক পাত্তাই পেল না এইচপির বোলিংয়ের কাছে।
অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড সিরিজের সেমিফাইনালে ওঠাই অবশ্য বিসিবি এইচপির কাছে বহু দূরের পথ মনে হচ্ছিল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে গতকাল পার্থ স্করচার্সের কাছে প্রায় হেরেই গিয়েছিলেন আকবর-তানজিদ হাসান তামিমরা। সেখানে মাহফুজুর রহমান রাব্বির ১৩ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে সেমির টিকিট কাটে বিসিবি এইচপি। সেই ধারাবাহিকতায় আজ ম্যারারা ওভালে এনটি স্ট্রাইককে ২১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছল এইচপি। একই মাঠে আজই ফাইনালে বিসিবি এইচপি খেলবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে অপর সেমিফাইনালে পাকিস্তান শাহিনসকে ৩০ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
মেলবোর্ন রেনেগেডসকে উড়িয়ে দেওয়ার পর তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে বিসিবি এইচপি। তাসমানিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স ৩ ও ৮ উইকেটে হারিয়েছে আকবর-তানজিদ হাসান তামিমদের। যার মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটি ছিল গতকাল ডারউইনের ম্যারারা ওভালে। সেই ম্যাচের ২৪ ঘণ্টা পর আজ ডারউইনের টিআইও স্টেডিয়ামে এসিটি কোমেটকে ৬ উইকেটে হারিয়েছে বিসিবি এইচপি।
১৩৯ রানের লক্ষ্যে সাবলীলভাবে এগোতে থাকে এনটি স্ট্রাইক।প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৯ রান করেছে তারা। এনটি স্ট্রাইকের সাবলীলভাবে চলার পথে ভাঙন ধরানোর সূচনা করেন আলিস আল ইসলাম। সপ্তম ওভারের চতুর্থ বলে ডি আরসি শর্টকে ফেরান আলিস। ১৭ বলে ১ ছয়ে ১৫ রান করেন শর্ট। এনটি স্ট্রাইকের স্কোর হয়ে যায় ৬.৪ ওভারে ১ উইকেটে ৪১ রান। যা তাদের ইনিংসের সর্বোচ্চ জুটি।
উদ্বোধনী জুটি ভাঙার পর উদভ্রান্ত পথিকের মতো অবস্থা হয়ে যায় এনটি স্ট্রাইকের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৫ উইকেটে ৭১ রান। যেখানে ১৩তম ওভারে রিপন মন্ডল দুটি উইকেট নিয়েছেন। উইকেট হারানোর পাশাপাশি রান তোলার জন্য ওভারপ্রতি রানরেটও বাড়তে থাকে এনটি স্ট্রাইকের। হাতে ৫ উইকেট নিয়ে শেষ ৪৩ বলে তাদের দরকার হয় ৬৮ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রান করে এনটি স্ট্রাইক।
এনটি স্ট্রাইকের ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন এনটি স্ট্রাইকের ওপেনার জেক ওয়াদারল্ড। ২৯ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন। টুর্নামেন্ট জুড়ে ছন্দে থাকা এইচপির রিপন আজ নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছেন ৩৬ রান। সবচেয়ে কম রান দিয়েছেন রাকিবুল হাসান। ৪ ওভারে ১৫ রানে নেন ২ উইকেট।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ রানেই ভেঙে যায় বিসিবি এইচপির উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে এইচপি ওপেনার জিসান আলমকে ফেরান ম্যাট হ্যামন্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির স্কোর এক পর্যায়ে হয়ে যায় ১২.২ ওভারে ৫ উইকেটে ৭৭ রান। এমন পরিস্থিতিতে ৬ নম্বরে নামা শামীম হোসেন পাটোয়ারী দলের হাল ধরেন। ৩৪ বলে ৪ চারে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। যা এইচপির ইনিংস সর্বোচ্চ রান। ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান করে আকবরের দল। সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন এনটি স্ট্রাইকের ম্যাট হ্যামন্ড।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে