ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন অধিনায়ক সাকিব। টস জিতে ব্যাটিং নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে এই ম্যাচে টসের ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।
আগের ম্যাচের মতো আজও খেলা হচ্ছে না টেম্বা বাভুমার। বাভুমার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত প্রোটিয়া অধিনায়ক।
দুটি দলই তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে এসেছেন সাকিব। টসের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমাদের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সেরা ক্রিকেট খেলেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। প্রথমে বোলিং করায় আমি কিছু মনে করছি না। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে দেওয়া যায়, তাহলে রান তাড়া করতে পারব।’
তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব, মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। অন্যদিকে এই ম্যাচেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ—এই তিন পেসার আছেন বাংলাদেশের একাদশে।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছেন অধিনায়ক সাকিব। টস জিতে ব্যাটিং নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে এই ম্যাচে টসের ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।
আগের ম্যাচের মতো আজও খেলা হচ্ছে না টেম্বা বাভুমার। বাভুমার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত প্রোটিয়া অধিনায়ক।
দুটি দলই তাদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে এসেছেন সাকিব। টসের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমাদের গুরুত্বপূর্ণ এক ম্যাচ। সেরা ক্রিকেট খেলেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। প্রথমে বোলিং করায় আমি কিছু মনে করছি না। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে দেওয়া যায়, তাহলে রান তাড়া করতে পারব।’
তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব, মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। অন্যদিকে এই ম্যাচেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ—এই তিন পেসার আছেন বাংলাদেশের একাদশে।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১০ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১০ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১০ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১১ ঘণ্টা আগে