ক্রীড়া ডেস্ক
টেস্টে সিরিজ জয়ের পর ওয়ানডেতেও দুর্দান্ত শুরু করেছে ভারত। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা।
লক্ষ্য মাত্র ১৮৯ রান। সেই লক্ষ্য তাড়া করতেই ঘাম ছুটেছে ভারতের। তবে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে অপরাজিত ১০৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন লোকেশ রাহুল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেও বড় পুঁজি পায়নি অজিরা। ওপেনার মিচেল মার্শের ফিফটিতে ২০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ১২৯ রান করে ফেলেছিল সফরকারীরা। কিন্তু এর পরের ১৫ ওভারের মধ্যেই অলআউট তারা। মোহাম্মদ শামি ও জাদেজার ঘূর্ণিতে ৩৫.৪ ওভারে ১৮৮ রান করতে পারে অজিরা।
৬৫ বলে মার্শের ৮১ রানের ইনিংস ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন জশ ইংলিস। ৩টি করে উইকেট ভাগাভাগি করেছেন শামি ও মোহাম্মদ সিরাজ।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভালো শুরু করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের তোপে ৩৯ রানের মধ্য চার টপ-অর্ডারকে হারিয়ে ধুঁকছিল ভারত। দলীয় শতরান পেরোনোর আগে নেই ৫ উইকেট। সেখান থেকেই উইকেটরক্ষক রাহুল ও অলরাউন্ডার জাদেজার জুটি। এই জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ভারতের ষষ্ঠ উইকেটে চতুর্থ সর্বোচ্চ। দুজনে মাঠ ছাড়েন ভারতকে জয় এনে দিয়ে।
রাহুল ৯১ বলে ৭ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ৭৫ রানে। অথচ বাজে পারফরম্যান্সের কারণে বেশ কয়েক দিন ধরে সমালোচিত হচ্ছিলেন তিনি। ওয়ানডেতে পাঁচে নেমে অবশ্য সফল রাহুল। এবারও তার প্রমাণ দিলেন। এই পজিশনে গত ৭ ইনিংসে ৫৬ গড়ে ৩ ফিফটিতে ২৮০ রান করেছেন তিনি।
ম্যাচ সেরা হওয়া জাদেজা ৬৯ বলে ৫ চারে করেন অপরাজিত ৪৫ রান। তার আগে বোলিংয়ে ৯ ওভারে ৪৬ দিয়ে ২ উইকেট নেন তিনি।
টেস্টে সিরিজ জয়ের পর ওয়ানডেতেও দুর্দান্ত শুরু করেছে ভারত। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা।
লক্ষ্য মাত্র ১৮৯ রান। সেই লক্ষ্য তাড়া করতেই ঘাম ছুটেছে ভারতের। তবে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে অপরাজিত ১০৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন লোকেশ রাহুল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেও বড় পুঁজি পায়নি অজিরা। ওপেনার মিচেল মার্শের ফিফটিতে ২০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ১২৯ রান করে ফেলেছিল সফরকারীরা। কিন্তু এর পরের ১৫ ওভারের মধ্যেই অলআউট তারা। মোহাম্মদ শামি ও জাদেজার ঘূর্ণিতে ৩৫.৪ ওভারে ১৮৮ রান করতে পারে অজিরা।
৬৫ বলে মার্শের ৮১ রানের ইনিংস ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন জশ ইংলিস। ৩টি করে উইকেট ভাগাভাগি করেছেন শামি ও মোহাম্মদ সিরাজ।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভালো শুরু করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের তোপে ৩৯ রানের মধ্য চার টপ-অর্ডারকে হারিয়ে ধুঁকছিল ভারত। দলীয় শতরান পেরোনোর আগে নেই ৫ উইকেট। সেখান থেকেই উইকেটরক্ষক রাহুল ও অলরাউন্ডার জাদেজার জুটি। এই জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ভারতের ষষ্ঠ উইকেটে চতুর্থ সর্বোচ্চ। দুজনে মাঠ ছাড়েন ভারতকে জয় এনে দিয়ে।
রাহুল ৯১ বলে ৭ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ৭৫ রানে। অথচ বাজে পারফরম্যান্সের কারণে বেশ কয়েক দিন ধরে সমালোচিত হচ্ছিলেন তিনি। ওয়ানডেতে পাঁচে নেমে অবশ্য সফল রাহুল। এবারও তার প্রমাণ দিলেন। এই পজিশনে গত ৭ ইনিংসে ৫৬ গড়ে ৩ ফিফটিতে ২৮০ রান করেছেন তিনি।
ম্যাচ সেরা হওয়া জাদেজা ৬৯ বলে ৫ চারে করেন অপরাজিত ৪৫ রান। তার আগে বোলিংয়ে ৯ ওভারে ৪৬ দিয়ে ২ উইকেট নেন তিনি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১০ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১০ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১০ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১১ ঘণ্টা আগে