ক্রীড়া ডেস্ক
আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৯ মিনিট আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
২৫ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।
২ ঘণ্টা আগে