ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে সময় বড্ড খারাপ যাচ্ছে পাকিস্তানের। শুরুটা টানা ২ জয় দিয়ে করলেও পরে টানা ৪ ম্যাচ হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পথে। দলের মতোই মলিন পারফরম্যান্স বাবর আজমেরও।
বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে থাকা বাবর ৬ ম্যাচে করেছেন ২০৭ রান। তাঁর সহজাত ব্যাটিং পারফরম্যান্স না হওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে তাঁকে। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর। বিশ্বকাপে দল খারাপ খেলায় বাবরদের সঙ্গে নাকি জাকা আশরাফ যোগাযোগ করছেন না।
এমন খবর ফাঁস করেছেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটারের এমন মন্তব্যের পর সমালোচনা উঠলে তার জবাব দেন জাকা আশরাফ। আর এই জবাব দিতে গিয়েই বাবরের গোপন চ্যাট ফাঁস করেছেন তিনি, যা আবার টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
লতিফের অভিযোগ ভুল প্রমাণ করার উদ্দেশে সম্প্রতি স্থানীয় এক টেলিভিশনকে সাক্ষাৎকার দেন আশরাফ। সাক্ষাৎকার দেওয়ার সময় পিসিবি সভাপতি বলেছেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি বাবরের কল ধরিনি। সত্যি হচ্ছে বাবর আমাকে কখনো কল দেয়নি। আশা করা হচ্ছে অধিনায়কের সঙ্গে কথা বলবেন চিফ অপারেটিং অফিসার বা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক।’
সেই সাক্ষাৎকারেই বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা শেয়ার করেন আশরাফ। টিভি চ্যানেলের হোস্টকে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে নিজের দাবিকে প্রমাণ করার চেষ্টা করেন। স্ক্রিনশটে দেখা যায় আশরাফ যা বলেছেন তা সত্য। বাবর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
বাবরের কথোপকথনের স্ক্রিনশটটি হচ্ছে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের। পাকিস্তানের অধিনায়কের কাছে নাসির জানতে চেয়েছিলেন, ‘বাবর, টিভি এবং সামাজিক মাধ্যমে এমন খবরও প্রচারিত হচ্ছে যে সভাপতিকে তুমি ফোন করার পরও নাকি কোনো উত্তর পাচ্ছ না। আসলে কি তাঁকে সম্প্রতি ফোন করেছ? এর জবাবে বাবর বলেছেন, ‘সালাম সালমান ভাই, স্যারকে আমি কোনো ফোন করিনি।’
লতিফের কথা ভুল প্রমাণ হলেও বাবরের ব্যক্তিগত চ্যাট কীভাবে জনসমক্ষে প্রকাশ করা যায় তা নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। যখন স্ক্রিনশটটি লাইভ অনুষ্ঠানে প্রচার করা হয় তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী জানতে চেয়েছিলেন বাবর বার্তাটি সম্প্রচার করার অনুমতি দিয়েছিল কি না। হোস্ট ওয়াসিম বাদামি উত্তর দিতে পারেননি। তবে সমালোচনা বাড়তে থাকায় এক ভিডিওতে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন তিনি।
সামাজিকমাধ্যমে দেওয়া এক ভিডিওতে বাদামি বলেছেন, ‘তারাও এটি প্রচার করবে কি না দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এটি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পিসিবিপ্রধান তাদের এটি প্রচার করার অনুমতি দিয়েছেন। তবে চ্যাট দেখানো যে ভুল ছিল তা স্বীকার করছি এবং এই ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।’
বিশ্বকাপে সময় বড্ড খারাপ যাচ্ছে পাকিস্তানের। শুরুটা টানা ২ জয় দিয়ে করলেও পরে টানা ৪ ম্যাচ হেরে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পথে। দলের মতোই মলিন পারফরম্যান্স বাবর আজমেরও।
বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে থাকা বাবর ৬ ম্যাচে করেছেন ২০৭ রান। তাঁর সহজাত ব্যাটিং পারফরম্যান্স না হওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে তাঁকে। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর। বিশ্বকাপে দল খারাপ খেলায় বাবরদের সঙ্গে নাকি জাকা আশরাফ যোগাযোগ করছেন না।
এমন খবর ফাঁস করেছেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটারের এমন মন্তব্যের পর সমালোচনা উঠলে তার জবাব দেন জাকা আশরাফ। আর এই জবাব দিতে গিয়েই বাবরের গোপন চ্যাট ফাঁস করেছেন তিনি, যা আবার টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
লতিফের অভিযোগ ভুল প্রমাণ করার উদ্দেশে সম্প্রতি স্থানীয় এক টেলিভিশনকে সাক্ষাৎকার দেন আশরাফ। সাক্ষাৎকার দেওয়ার সময় পিসিবি সভাপতি বলেছেন, ‘সে (লতিফ) বলেছে যে আমি বাবরের কল ধরিনি। সত্যি হচ্ছে বাবর আমাকে কখনো কল দেয়নি। আশা করা হচ্ছে অধিনায়কের সঙ্গে কথা বলবেন চিফ অপারেটিং অফিসার বা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক।’
সেই সাক্ষাৎকারেই বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা শেয়ার করেন আশরাফ। টিভি চ্যানেলের হোস্টকে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে নিজের দাবিকে প্রমাণ করার চেষ্টা করেন। স্ক্রিনশটে দেখা যায় আশরাফ যা বলেছেন তা সত্য। বাবর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
বাবরের কথোপকথনের স্ক্রিনশটটি হচ্ছে পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের। পাকিস্তানের অধিনায়কের কাছে নাসির জানতে চেয়েছিলেন, ‘বাবর, টিভি এবং সামাজিক মাধ্যমে এমন খবরও প্রচারিত হচ্ছে যে সভাপতিকে তুমি ফোন করার পরও নাকি কোনো উত্তর পাচ্ছ না। আসলে কি তাঁকে সম্প্রতি ফোন করেছ? এর জবাবে বাবর বলেছেন, ‘সালাম সালমান ভাই, স্যারকে আমি কোনো ফোন করিনি।’
লতিফের কথা ভুল প্রমাণ হলেও বাবরের ব্যক্তিগত চ্যাট কীভাবে জনসমক্ষে প্রকাশ করা যায় তা নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে। যখন স্ক্রিনশটটি লাইভ অনুষ্ঠানে প্রচার করা হয় তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী জানতে চেয়েছিলেন বাবর বার্তাটি সম্প্রচার করার অনুমতি দিয়েছিল কি না। হোস্ট ওয়াসিম বাদামি উত্তর দিতে পারেননি। তবে সমালোচনা বাড়তে থাকায় এক ভিডিওতে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন তিনি।
সামাজিকমাধ্যমে দেওয়া এক ভিডিওতে বাদামি বলেছেন, ‘তারাও এটি প্রচার করবে কি না দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এটি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পিসিবিপ্রধান তাদের এটি প্রচার করার অনুমতি দিয়েছেন। তবে চ্যাট দেখানো যে ভুল ছিল তা স্বীকার করছি এবং এই ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৩২ মিনিট আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২ ঘণ্টা আগে