ক্রীড়া ডেস্ক
নিজের ইনিংসের গোড়াতেই ফিরতে বসেছিলেন আগা সালমান। সাকিব আল হাসানের করা চা বিরতির আগের ওভারটিতে সে যে ক্যাচ পড়ল, ভাগ্যটাও যেন খুলে গেল তাঁর। পাকিস্তানের ইনিংস মেরামতের বাকি কাজটা সারলেন তিনি। লেজের ব্যাটারদের সহযোগিতায় করলেন ফিফটিও।
দ্বিতীয় সেশনে ১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসা পাকিস্তানও তাতে একটু হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে তারা অলআউট হয়েছে ২৭৪ রানে। বোলারদের নৈপুণ্যের পর স্বস্তিতে দিন করেছে বাংলাদেশ। আজ প্রথম ইনিংস শুরু করে বিনা উইকেটে ১০ রানে দিন পার করেছে সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন ওপেনার সাদমান ইসলাম (৬)। তবে বেঁচে গেছেন ভাগ্যের সহায়তায়। আগামীকাল আরেক ওপেনার জাকির হাসান (০) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন তিনি।
৪৬ রানে দ্বিতীয়বার জীবন পান সালমান। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারি তাঁর হাঁটুতে লেগে চলে যায় মেহেদি হাসান মিরাজের মুঠোয়। এলবিডব্লু ও ক্যাচের আবেদন করলেও আঙুল তোলেননি আম্পায়ার। রিভিউ থাকলে হয়তো সালমানের ফেরার সম্ভাবনা থাকত। কিন্তু তার আগেই যে দিনের তিনটি রিভিউ খরচ করে ফেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত!
জীবন পেয়ে ছয় মেরে ফিফটি করেছেন সালমান। শেষ পর্যন্ত এই মিডল অর্ডারের ব্যাটারের ৯৫ বলে ৩ চার ও ২ ছয়ে সাজানো ৫৪ রানের ইনিংসটি থামে তাসকিনের বলেই, বাউন্ডারিতে সাকিবের হাতে বন্দী হয়ে। পাকিস্তানের রান তখন ২৭৪। মিরাজের ঘূর্ণিতে শেষ উইকেট হিসেবে আবরার আহমেদ (৯) ফেরার পর এই রানেই থামে স্বাগতিকদের ইনিংস।
প্রথম দিন পুরোপুরি বৃষ্টির পেটে যাওয়ায় আজ দ্বিতীয় দিন শুরু হয়েছিল মিনিট ১৫ আগে। তবে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের প্রথম ওভারে শেষ বলে ওপেনার আব্দুল্লাহ শফিককে (০) বোল্ড করেন তাসকিন। দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটিতে সেই চাপটা অবশ্য সামাল দেন ওপেনার সাইম আইয়ুব (৫৮) ও অধিনায়ক শান মাসুদ (৫৭)। দুজনের এই জুটি ভাঙেন মিরাজ। দুই ব্যাটারকেই ফেরান তিনি।
মিরাজ টেস্টে এ নিয়ে এক ইনিংসে ৫ উইকেট নিলেন ১০ বার। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। তার মধ্যে মিরাজ নেন ৪ ও সাকিব ৩ উইকেট। আজকেও সেই ঘূর্ণি জাদুতে পাকিস্তানি ব্যাটারদের খাবি খাইয়েছেন তাঁরা। সাকিবের একমাত্র শিকার বাবর আজম (২৯)। চা বিরতির খানিক আগেই এই ডানহাতি ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। এ ছাড়া চোটে পড়া শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া পেসার তাসকিন ফেরান ৩ গুরুত্বপূর্ণ ব্যাটারকে।
বোলাররা নৈপুণ্য দেখালেও বেশ কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশের ফিল্ডাররা। অধিনায়ক শান্ত রিভিউ নষ্ট করেছেন আবারও। দ্বিতীয় সেশনে চোট নিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। পুরোদিনে বাংলাদেশের অস্বস্তি বলতে এইটুকুই।
নিজের ইনিংসের গোড়াতেই ফিরতে বসেছিলেন আগা সালমান। সাকিব আল হাসানের করা চা বিরতির আগের ওভারটিতে সে যে ক্যাচ পড়ল, ভাগ্যটাও যেন খুলে গেল তাঁর। পাকিস্তানের ইনিংস মেরামতের বাকি কাজটা সারলেন তিনি। লেজের ব্যাটারদের সহযোগিতায় করলেন ফিফটিও।
দ্বিতীয় সেশনে ১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসা পাকিস্তানও তাতে একটু হলেও হাঁফ ছেড়ে বেঁচেছে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে তারা অলআউট হয়েছে ২৭৪ রানে। বোলারদের নৈপুণ্যের পর স্বস্তিতে দিন করেছে বাংলাদেশ। আজ প্রথম ইনিংস শুরু করে বিনা উইকেটে ১০ রানে দিন পার করেছে সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন ওপেনার সাদমান ইসলাম (৬)। তবে বেঁচে গেছেন ভাগ্যের সহায়তায়। আগামীকাল আরেক ওপেনার জাকির হাসান (০) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন তিনি।
৪৬ রানে দ্বিতীয়বার জীবন পান সালমান। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারি তাঁর হাঁটুতে লেগে চলে যায় মেহেদি হাসান মিরাজের মুঠোয়। এলবিডব্লু ও ক্যাচের আবেদন করলেও আঙুল তোলেননি আম্পায়ার। রিভিউ থাকলে হয়তো সালমানের ফেরার সম্ভাবনা থাকত। কিন্তু তার আগেই যে দিনের তিনটি রিভিউ খরচ করে ফেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত!
জীবন পেয়ে ছয় মেরে ফিফটি করেছেন সালমান। শেষ পর্যন্ত এই মিডল অর্ডারের ব্যাটারের ৯৫ বলে ৩ চার ও ২ ছয়ে সাজানো ৫৪ রানের ইনিংসটি থামে তাসকিনের বলেই, বাউন্ডারিতে সাকিবের হাতে বন্দী হয়ে। পাকিস্তানের রান তখন ২৭৪। মিরাজের ঘূর্ণিতে শেষ উইকেট হিসেবে আবরার আহমেদ (৯) ফেরার পর এই রানেই থামে স্বাগতিকদের ইনিংস।
প্রথম দিন পুরোপুরি বৃষ্টির পেটে যাওয়ায় আজ দ্বিতীয় দিন শুরু হয়েছিল মিনিট ১৫ আগে। তবে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের প্রথম ওভারে শেষ বলে ওপেনার আব্দুল্লাহ শফিককে (০) বোল্ড করেন তাসকিন। দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটিতে সেই চাপটা অবশ্য সামাল দেন ওপেনার সাইম আইয়ুব (৫৮) ও অধিনায়ক শান মাসুদ (৫৭)। দুজনের এই জুটি ভাঙেন মিরাজ। দুই ব্যাটারকেই ফেরান তিনি।
মিরাজ টেস্টে এ নিয়ে এক ইনিংসে ৫ উইকেট নিলেন ১০ বার। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। তার মধ্যে মিরাজ নেন ৪ ও সাকিব ৩ উইকেট। আজকেও সেই ঘূর্ণি জাদুতে পাকিস্তানি ব্যাটারদের খাবি খাইয়েছেন তাঁরা। সাকিবের একমাত্র শিকার বাবর আজম (২৯)। চা বিরতির খানিক আগেই এই ডানহাতি ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। এ ছাড়া চোটে পড়া শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া পেসার তাসকিন ফেরান ৩ গুরুত্বপূর্ণ ব্যাটারকে।
বোলাররা নৈপুণ্য দেখালেও বেশ কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশের ফিল্ডাররা। অধিনায়ক শান্ত রিভিউ নষ্ট করেছেন আবারও। দ্বিতীয় সেশনে চোট নিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। পুরোদিনে বাংলাদেশের অস্বস্তি বলতে এইটুকুই।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২ ঘণ্টা আগে