পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা
প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ১৯: ২৮
আপডেট : ২০ আগস্ট ২০২১, ২০: ১৯

বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান যাওয়ার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। তবে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কিউইদের পাকিস্তান যাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সফর এখনো বাতিল না করে দিলেও আগে পাকিস্তানে একটি নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে তারা। 

প্রতিবেশী দেশ হওয়ায় আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়তে পারে পাকিস্তানে। যে কারণে হঠাৎ সফরটি ঘিরে সংশয় সৃষ্টি হয়েছে। এখন নিরাপত্তা বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ওপর নির্ভর করছে মার্টিন গাপটিল–টম ল্যাথামদের পাকিস্তান সফর। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নিরাপত্তা বিশেষজ্ঞ দলের নেতৃত্বে রয়েছেন রেগ ডিকাসন। তিনি জানিয়েছেন, পাকিস্তান সফরের দলে নাম থাকা কয়েকজন ক্রিকেটার সেখানে যেতে অনীহা প্রকাশ করায় আগে তাঁরা সেখানে যাবেন। 

খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কায় উদ্বিগ্ন এনজেডসির কর্মকর্তারাও। এ কারণেই আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ও পরামর্শক রেগ ডিকাসনের দ্বারস্থ হয়েছে বোর্ড। আগামী সপ্তাহের শেষ দিকে ডিকাসন তাঁর দল নিয়ে পাকিস্তান যাবেন। সেখানে নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য নেওয়া পুরো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তাঁরা। 

সব ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তাঁদের। খেলা হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩ অক্টোবর পর্যন্ত নিউজিল্যান্ড দল পাকিস্তানে অবস্থান করবে। ২০০৩ সালের পর এটিই হতে যাচ্ছে ব্ল্যাকক্যাপদের প্রথম পাকিস্তান সফর। 

আসন্ন সিরিজ দুটি নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা। তাঁর ভাষ্য, ‘ডিকাসন নিয়মিত সফরের অংশ হিসেবেই পাকিস্তানে আসবেন। তিনি আইসিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী এখানকার নিরাপত্তা ও ক্রিকেট সম্পর্কিত সব বিষয় খতিয়ে দেখবেন। পিসিবি আগের চেয়ে ভালো প্রতিবেদন তাঁকে সরবরাহ করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী। আফগানিস্তানের চলমান পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানে নিরাপত্তায় কোনো ফাঁকফোকর নেই। আশা করি আমরা সেটি দেখাতে সক্ষম হব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত